নরেন্দ্রপুর, 9 জুন : লকডাউনের জেরে বাড়িভাড়া দিতে পারেনি ভাড়াটেরা । সেকারণে তাঁদের মারধরের অভিযোগ উঠল বাড়িওয়ালার বিরুদ্ধে । নরেন্দ্রপুর থানার কালিবাজারের ঘটনা ।
কালিবাজারের বাসিন্দা প্রদীপ বিশ্বাস নিজের বাড়িভাড়া দেন । বিগত 9 মাস ধরে বাড়িতে ভাড়া রয়েছেন আকাশ কুণ্ডু ও তাঁর বাবা, মা, বোন । আকাশ পেশায় বেসরকারি সংস্থার কর্মী ।
লকডাউনের জেরে বিগত 3 মাস ধরে কোনও বেতন পাচ্ছেন না তিনি । আর সেই কারণে বাড়ি ভাড়ার 2,300 টাকা দিতে পারেননি । তিন মাসের মোট বাড়িভাড়ার পরিমাণ 6,900 টাকা ।
আকাশ ও তাঁর পরিবারের দাবি, প্রতিমাসে বিদ্যুতের বিল নিয়মিত দিয়ে এসেছেন । কিন্তু, বাড়িভাড়া দিতে পারেননি । আকাশের পরিবারের তরফ থেকে অভিযোগ ওঠে, বাড়িওয়ালা প্রদীপ তাঁদের গালিগালাজ ও মারধর করছে । যদিও অভিযোগ অস্বীকার করেছেন প্রদীপ বিশ্বাস ।
এই ঘটনায় ইতিমধ্যে দু'পক্ষই একে অপরের বিরুদ্ধে মারধরের অভিযোগ দায়ের করেছে নরেন্দ্রপুর থানায় । অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।