ETV Bharat / state

Panchayat Elections 2023: তৃণমূল-আইএসএফ সংঘর্ষে আবারও উত্তপ্ত ভাঙড় - again conflict between tmc and isf in bhangar

পঞ্চায়েত ভোটের আবহে প্রথম থেকেই দফায় দফায় উত্তপ্ত হয়েছে দক্ষিণ 24 পরগনার ভাঙড় । ফের আইএসএফের সঙ্গে তৃণমূলের সংঘর্ষের অভিযোগ ৷

Etv Bharat
আবারও উত্তপ্ত ভাঙড়
author img

By

Published : Jul 4, 2023, 12:50 PM IST

তৃণমূল আইএসএফ সংঘর্ষে ফের উত্তপ্ত ভাঙড়

ভাঙড়, 4 জুলাই: আবারও উত্তপ্ত ভাঙড় । ফের তৃণমূল ও আইএসএফের মধ্যে ব্যাপক গোলমালের অভিযোগ উঠল সোমবার রাতে । ব্যাপক বোমাবাজির পাশাপাশি এলাকায় বাড়ি ভাঙচুরেরও ঘটনা ঘটেছে বলে অভিযোগ । ভাঙড়ের মাঝের আঁইট এলাকার ঘটনা ।

স্থানীয় সূত্রের দাবি, ঝামেলার খবর পেয়ে পুলিশ এসে এলাকায় পৌঁছলেও দীর্ঘক্ষণ ভিতরে ঢুকতেই পারেনি । অবশেষে গভীর রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ । এই ঘটনায় পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছে আইএসএফ । তাদের অভিযোগ, বেছে বেছে আইএসএফের কর্মীদেরই পুলিশ আটক করছে । পঞ্চায়েত ভোটের আবহে প্রথম থেকেই দফায় দফায় উত্তপ্ত হয়েছে দক্ষিণ 24 পরগনার ভাঙড় । শাসকদলের সঙ্গে আইএসএফের ঝামেলার দিকেই অভিযোগের আঙুল । বোমা, গুলি, প্রাণহানি পর্যন্ত দেখেছে ভোটের ভাঙড় । ইতিমধ্যেই জেলায় কেন্দ্রীয় বাহিনী পৌঁছেছে । তাদের নিরাপত্তাতেই ভোট হবে আগামী 8 জুলাই ।

কিন্তু হিংসা থেকে ভাঙড়কে কোনওভাবেই আলাদা করা যাচ্ছে না । ইতিমধ্যেই এই হিংসা নিয়ে সরব হয়ে কেন্দ্রীয় নিরাপত্তা পেয়েছেন আইএসএফের বিধায়ক নওশাদ সিদ্দিকি । কিন্তু অভিযোগ, কর্মীদের সঙ্গে শাসকদলের কর্মীদের ঝামেলা থামানোই যাচ্ছে না । কিছুদিন আগে বিধানসভায় ভাঙড়ের তৃণমূল নেতা শওকত মোল্লা ও ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে সৌজন্য বিনিময় করে বলতে শোনা গিয়েছে, 100 শতাংশ শান্তিপূর্ণ ভোট করতে তাঁরা বদ্ধপরিকর । নওশাদ বলেছেন, মানুষ যা রায় দেবে তা মাথা পেতে নেবে তাঁর দল । শওকতও জানিয়েছেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ ভোটেই বিশ্বাস রাখেন তাঁরা ।

আরও পড়ুন: 'নির্বাচনের পর স্ট্রংরুম পাহারা দেবেন', শিলিগুড়িতে প্রচারসভায় বার্তা শুভেন্দুর

তৃণমূল আইএসএফ সংঘর্ষে ফের উত্তপ্ত ভাঙড়

ভাঙড়, 4 জুলাই: আবারও উত্তপ্ত ভাঙড় । ফের তৃণমূল ও আইএসএফের মধ্যে ব্যাপক গোলমালের অভিযোগ উঠল সোমবার রাতে । ব্যাপক বোমাবাজির পাশাপাশি এলাকায় বাড়ি ভাঙচুরেরও ঘটনা ঘটেছে বলে অভিযোগ । ভাঙড়ের মাঝের আঁইট এলাকার ঘটনা ।

স্থানীয় সূত্রের দাবি, ঝামেলার খবর পেয়ে পুলিশ এসে এলাকায় পৌঁছলেও দীর্ঘক্ষণ ভিতরে ঢুকতেই পারেনি । অবশেষে গভীর রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ । এই ঘটনায় পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছে আইএসএফ । তাদের অভিযোগ, বেছে বেছে আইএসএফের কর্মীদেরই পুলিশ আটক করছে । পঞ্চায়েত ভোটের আবহে প্রথম থেকেই দফায় দফায় উত্তপ্ত হয়েছে দক্ষিণ 24 পরগনার ভাঙড় । শাসকদলের সঙ্গে আইএসএফের ঝামেলার দিকেই অভিযোগের আঙুল । বোমা, গুলি, প্রাণহানি পর্যন্ত দেখেছে ভোটের ভাঙড় । ইতিমধ্যেই জেলায় কেন্দ্রীয় বাহিনী পৌঁছেছে । তাদের নিরাপত্তাতেই ভোট হবে আগামী 8 জুলাই ।

কিন্তু হিংসা থেকে ভাঙড়কে কোনওভাবেই আলাদা করা যাচ্ছে না । ইতিমধ্যেই এই হিংসা নিয়ে সরব হয়ে কেন্দ্রীয় নিরাপত্তা পেয়েছেন আইএসএফের বিধায়ক নওশাদ সিদ্দিকি । কিন্তু অভিযোগ, কর্মীদের সঙ্গে শাসকদলের কর্মীদের ঝামেলা থামানোই যাচ্ছে না । কিছুদিন আগে বিধানসভায় ভাঙড়ের তৃণমূল নেতা শওকত মোল্লা ও ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে সৌজন্য বিনিময় করে বলতে শোনা গিয়েছে, 100 শতাংশ শান্তিপূর্ণ ভোট করতে তাঁরা বদ্ধপরিকর । নওশাদ বলেছেন, মানুষ যা রায় দেবে তা মাথা পেতে নেবে তাঁর দল । শওকতও জানিয়েছেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ ভোটেই বিশ্বাস রাখেন তাঁরা ।

আরও পড়ুন: 'নির্বাচনের পর স্ট্রংরুম পাহারা দেবেন', শিলিগুড়িতে প্রচারসভায় বার্তা শুভেন্দুর

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.