ETV Bharat / state

ছোবল খাওয়ার পর কেউটে সাপ সঙ্গে নিয়েই হাসপাতালে যুবক - snake bite

পায়ে কামড়েছে কেউটে সাপ । কৌটোই সাপ ভরে সাহসী যুবক একাই গেলেন হাসপাতালে ।

ছোবল দেওয়ার পর কেউটে সাপ সঙ্গে নিয়েই হাসপাতালে যুবক
ছোবল দেওয়ার পর কেউটে সাপ সঙ্গে নিয়েই হাসপাতালে যুবক
author img

By

Published : Mar 9, 2021, 1:56 PM IST

জীবনতলা, 9 মার্চ : সাপে কামড়ানোর পর সেই সাপ কে ধরে হাসপাতালে নিয়ে আসার ঘটনা নতুন নয় । সোমবার রাতে এমনই ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানার গৌড়দহ এলাকায় ।

আরও পড়ুন : করোনার ভ্যাকসিন নেওয়ার পরেই মৃত্যু বৃদ্ধের, দাবি পরিবারের

রাতের অন্ধকারে বাড়ি ফেরার পথে বিষাক্ত কেউটে সাপ সুজয় মন্ডল নামে এক ব্যক্তিকে ছোবল মারে । ছোবল মারার পর সুজয় দেখে সেটি কেউটে সাপ । তৎক্ষণাৎ সে সাপটিকে একটি প্লাসটিকের কৌটোর মধ্যে ভরে নিয়ে ঘুটিয়ারি শরিফ প্রাথমিক হাসপাতালে যায় । হাতের কৌটোয় জ্যান্ত সাপ দেখে চক্ষু চড়ক গাছ হয়ে যায় সবার । চিকিৎসকরা তাকে জিজ্ঞাসা করতেই গোটা ঘটনা জানা যায় ।

আরও পড়ুন : বিল্ডিংয়ের ম্যাপ পেলে মৃত্যু এড়ানো যেত, কয়লাঘাটার ঘটনায় রেলকে দুষলেন মুখ্যমন্ত্রী

সেখানে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসার পর তাকে ক্যানিং মহকুমা সর্প হাসপাতালে স্থানান্তরিত করে । বর্তমানে সে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ।

জীবনতলা, 9 মার্চ : সাপে কামড়ানোর পর সেই সাপ কে ধরে হাসপাতালে নিয়ে আসার ঘটনা নতুন নয় । সোমবার রাতে এমনই ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানার গৌড়দহ এলাকায় ।

আরও পড়ুন : করোনার ভ্যাকসিন নেওয়ার পরেই মৃত্যু বৃদ্ধের, দাবি পরিবারের

রাতের অন্ধকারে বাড়ি ফেরার পথে বিষাক্ত কেউটে সাপ সুজয় মন্ডল নামে এক ব্যক্তিকে ছোবল মারে । ছোবল মারার পর সুজয় দেখে সেটি কেউটে সাপ । তৎক্ষণাৎ সে সাপটিকে একটি প্লাসটিকের কৌটোর মধ্যে ভরে নিয়ে ঘুটিয়ারি শরিফ প্রাথমিক হাসপাতালে যায় । হাতের কৌটোয় জ্যান্ত সাপ দেখে চক্ষু চড়ক গাছ হয়ে যায় সবার । চিকিৎসকরা তাকে জিজ্ঞাসা করতেই গোটা ঘটনা জানা যায় ।

আরও পড়ুন : বিল্ডিংয়ের ম্যাপ পেলে মৃত্যু এড়ানো যেত, কয়লাঘাটার ঘটনায় রেলকে দুষলেন মুখ্যমন্ত্রী

সেখানে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসার পর তাকে ক্যানিং মহকুমা সর্প হাসপাতালে স্থানান্তরিত করে । বর্তমানে সে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.