ETV Bharat / state

Businessman Kidnapped: ব্যবসায়ীকে অপহরণ, 33 লাখ টাকা মুক্তিপণ চেয়ে পরিবারকে ফোন - Businessman Kidnapped

বারুইপুরে দিনে দুপুরে ব্যবসায়ীকে অপহরণ(Businessman Kidnapped)৷ পুলিশের দ্বারস্থ স্ত্রী ৷ ঠিক কী হয়েছিল সেদিন ?

Etv Bharat
অপহৃত ব্যবসায়ী
author img

By

Published : Nov 24, 2022, 12:43 PM IST

বারুইপুর, 24 নভেম্বর: ব্যবসায়ীকে অপহরণের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল বারুইপুরের ধোপাগাছি এলাকায় । বুধবার বিকেলে দোকান থেকেই অপহরণ করা হয় আবদুল হালিম সর্দার নামে এক ব্যবসায়ীকে । এরপর 33 লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে ফোন করা হয় তাঁর স্ত্রীকে (After Kidnapped Businessman Kidnappers Demand 33 Lakhs Ransom to Family)। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ ।

বুধবার বিকেলে 3টি অটো করে জনা দশেক দুষ্কৃতী হঠাৎই হানা দেয় আবদুল হালিম সর্দারের দোকানে । অভিযোগ, জোর করেই দোকান থেকে তুলে নিয়ে যাওয়া হয় তাঁকে । ঘটনার কিছুক্ষণ পর ওই ব্যবসায়ীর স্ত্রীকে ফোন করে অপহরণের বিষয়টি জানিয়ে 33 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয় ।

ব্যবসায়ী অপহরণের ঘটনায় অপহৃতের স্ত্রীর বক্তব্য
এই প্রসঙ্গে, অপহৃত ব্যবসায়ীর স্ত্রী মিনা সর্দার জানান, তিনি সেই মুহূর্তে বাড়ির বাইরে ছিলেন । অন্যান্য লোকজনের থেকে জানতে পারেন তাঁর স্বামীকে তুলে নিয়ে যাওয়া হয়েছে । এখনও পর্যন্ত অপহরণকারীদের দলে থাকা আনোয়ার এবং পারুল বিবি নামে দু'জনকে চেনা গিয়েছে ৷

আরও পড়ুন : টিউশন পড়তে যাওয়ার সময় ছাত্রীকে অপহরণের চেষ্টা, হাতেনাতে ধৃত যুবক

মিনা সর্দারের দাবি, তাঁকে একবার ফোন করে 33 লক্ষ টাকা মুক্তিপণ চাওয়া হয়েছে । তারপর বেশ কয়েকবার তাঁর স্বামীর মোবাইল থেকে ফোন করে বলা হয়, টাকা না দিলে প্রাণে মেরে ফেলা হবে তাঁর স্বামীকে ৷
ঘটনার প্রত্যক্ষদর্শী এক যুবক জানান, আনোয়ার হালিমের দোকানে তাঁর সঙ্গে কথা বলছিল । হঠাৎই সেখানে তিনটি অটো আসে । এরপর আনোয়ার ও অটো থেকে নামা লোকজনেরা হালিমকে তুলে নিয়ে চলে যায় । বাধা দিতে গেলে 4-5 জন দুষ্কৃতী তাঁকে ধরে রাখে বলে দাবি করেন ওই যুবক ৷

তবে এর আগেও টাকা পয়সার দেনা পাওনা নিয়ে তাঁকে অপহরণ করা হয়েছিল বলে জানান ব্যবসায়ীর স্ত্রী ৷ সেবার পুলিশ ব্যবসায়ীকে উদ্ধার করে ৷ তবে এদিনের ঘটনার পর থেকে আতঙ্কে রয়েছেন এখানকার ব্যবসায়ীরা ৷

আরও পড়ুন : ঘুড়ি কিনে দেওয়ার নামে শিশুকে অপহরণের অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে

বারুইপুর, 24 নভেম্বর: ব্যবসায়ীকে অপহরণের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল বারুইপুরের ধোপাগাছি এলাকায় । বুধবার বিকেলে দোকান থেকেই অপহরণ করা হয় আবদুল হালিম সর্দার নামে এক ব্যবসায়ীকে । এরপর 33 লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে ফোন করা হয় তাঁর স্ত্রীকে (After Kidnapped Businessman Kidnappers Demand 33 Lakhs Ransom to Family)। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ ।

বুধবার বিকেলে 3টি অটো করে জনা দশেক দুষ্কৃতী হঠাৎই হানা দেয় আবদুল হালিম সর্দারের দোকানে । অভিযোগ, জোর করেই দোকান থেকে তুলে নিয়ে যাওয়া হয় তাঁকে । ঘটনার কিছুক্ষণ পর ওই ব্যবসায়ীর স্ত্রীকে ফোন করে অপহরণের বিষয়টি জানিয়ে 33 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয় ।

ব্যবসায়ী অপহরণের ঘটনায় অপহৃতের স্ত্রীর বক্তব্য
এই প্রসঙ্গে, অপহৃত ব্যবসায়ীর স্ত্রী মিনা সর্দার জানান, তিনি সেই মুহূর্তে বাড়ির বাইরে ছিলেন । অন্যান্য লোকজনের থেকে জানতে পারেন তাঁর স্বামীকে তুলে নিয়ে যাওয়া হয়েছে । এখনও পর্যন্ত অপহরণকারীদের দলে থাকা আনোয়ার এবং পারুল বিবি নামে দু'জনকে চেনা গিয়েছে ৷

আরও পড়ুন : টিউশন পড়তে যাওয়ার সময় ছাত্রীকে অপহরণের চেষ্টা, হাতেনাতে ধৃত যুবক

মিনা সর্দারের দাবি, তাঁকে একবার ফোন করে 33 লক্ষ টাকা মুক্তিপণ চাওয়া হয়েছে । তারপর বেশ কয়েকবার তাঁর স্বামীর মোবাইল থেকে ফোন করে বলা হয়, টাকা না দিলে প্রাণে মেরে ফেলা হবে তাঁর স্বামীকে ৷
ঘটনার প্রত্যক্ষদর্শী এক যুবক জানান, আনোয়ার হালিমের দোকানে তাঁর সঙ্গে কথা বলছিল । হঠাৎই সেখানে তিনটি অটো আসে । এরপর আনোয়ার ও অটো থেকে নামা লোকজনেরা হালিমকে তুলে নিয়ে চলে যায় । বাধা দিতে গেলে 4-5 জন দুষ্কৃতী তাঁকে ধরে রাখে বলে দাবি করেন ওই যুবক ৷

তবে এর আগেও টাকা পয়সার দেনা পাওনা নিয়ে তাঁকে অপহরণ করা হয়েছিল বলে জানান ব্যবসায়ীর স্ত্রী ৷ সেবার পুলিশ ব্যবসায়ীকে উদ্ধার করে ৷ তবে এদিনের ঘটনার পর থেকে আতঙ্কে রয়েছেন এখানকার ব্যবসায়ীরা ৷

আরও পড়ুন : ঘুড়ি কিনে দেওয়ার নামে শিশুকে অপহরণের অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.