কাকদ্বীপ, 25 জুলাই : ইটিভি ভারতের খবরের জের ৷ পাথরপ্রতিমার মানসিক ভারসাম্যহীন যুবকের পাশে দাঁড়াল একটি স্বেচ্ছাসেবী সংগঠন । শুভজিতের চিকিৎসার দায়িত্ব নিল সংগঠনটি ৷
পাথরপ্রতিমার পশ্চিম দ্বারগাপুরের বাসিন্দা মন্টু পুস্তির ছেলে মানসিক ভারসাম্যহীন শুভজিৎ পুস্তির জীবনের লড়াই প্রকাশিত হয় ইটিভি ভারতে ৷ সেই খবর দেখে শুভজিতের পাশে দাঁড়াল মধ্যমগ্রাম স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি ৷ আজই শুভজিৎকে চিকিৎসকের কাছে নিয়ে যায় তারা ৷ সংগঠনের তরফে জানানো হয়েছে, যত দিন না শুভজিৎ সুস্থ হয়ে উঠছে, ততদিন তাঁর চিকিৎসার ব্যবস্থা করবে তারা ৷
মধ্যমগ্রাম স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটির অন্যতম সদস্য সায়ন্তন দাস বলেন, "আমরা ওঁর পাশে আছি ৷ এইসঙ্গে চাই শুভজিতের পা থেকে শিকল খুলে দিক পরিবার ৷ শিকল পড়া অবস্থায় ওঁকে ভাল লাগছে না ৷"
আরও পড়ুন: শিকল ছাড়া উপায় নেই, মানসিক ভারসাম্যহীন ছেলের সুস্থতার আশায় পরিবার
স্বেচ্ছাসেবী সংগঠন ছেলের পাশে দাঁড়ানোয় খুশি বাবা ৷ কৃতজ্ঞতা জানিয়েছেন মন্টু পুস্তি ৷ তিনি বলেন, "আগে চিকিৎসা করে অনেকটা ভাল ছিল ৷ কিন্তু মাঝে আমার বাবা মারা যায়, তারপর লকডাউন হয় ৷ ফলে চিকিৎসা করাতে পারিনি ৷"