ETV Bharat / state

গঙ্গাসাগর মেলা নিয়ে বৈঠক জেলাশাসকের, পুণ্যার্থীদের সব জানাবে কিউআর কোড - গঙ্গাসাগর মেলা

Gangasagar Mela Security: জানুয়ারির দ্বিতীয় সপ্তাহের শুরুতেই গঙ্গাসাগর মেলা ৷ মুখ্যমন্ত্রীর বৈঠকের পর এবার জেলার প্রশাসনিক কর্তাদের নিয়ে বৈঠক করলেন জেলাশাসক ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 29, 2023, 7:19 PM IST

জেলাশাসকের বক্তব্য

ডায়মন্ড হারবার, 29 ডিসেম্বর: গঙ্গাসাগর মেলা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করলেন দক্ষিণ 24 পরগনা জেলাশাসক ৷ শুক্রবার জেলাশাসক সুমিত গুপ্তা প্রশাসনিক কর্তা ব্যক্তিদের সঙ্গে নিয়ে আলিপুরে এই বৈঠক করেন ৷ সুষ্ঠুভাবে মেলা সম্পন্ন করতে এবারও জেলা প্রশাসনের পক্ষ থেকে একাধিক পদক্ষেপ করা হয়েছে । আগামী 8 থেকে 17 জানুয়ারি পর্যন্ত চলবে মেলা । 15 জানুয়ারি রাত 12টা 13 মিনিট থেকে 16 জানুয়ারি দুপুর 12টা 13 মিনিট পর্যন্ত থাকছে পুণ্যস্নানের সময় ।

জেলাশাসক জানিয়েছেন, গতবার কুয়াশার জেরে ভেসেল চলাচলে দেরি হচ্ছিল ৷ এবার সেই কারণে ভেসেল যাতায়াতের পথে ছোট ছোট নৌকাতে ন্যারোগেশন সাউন্ড সিস্টেম ও অ্যান্টি ফগ লাইটের ব্যবস্থা করা হবে । যার মাধ্যমে ঘন কুয়াশার মধ্যেও সঠিক দিক নির্ধারণ করতে পারবেন ভেসেল চালকরা । এছাড়াও এবার থাকছে কিউ আর কোড ব্যবস্থা ৷ যা স্ক্যান করে মেলা প্রাঙ্গণের কোথায় কী আছে, গঙ্গা আরতির সময়-সহ যাবতীয় কিছু সকলে জানতে পারবেন ৷ মেলা প্রাঙ্গণে তৈরি কন্ট্রোলরুমের মাধ্যমে সম্পূর্ণ মেলাকে নজরদারির মধ্যে রাখা হবে । 60 লক্ষ জলের পাউচের ব্যবস্থা করা হয়েছে । ফুড সেফটি অফিসারেরা থাকবেন । প্রায় আড়াই হাজার সরকারি বাস, 250টি বেসরকারি বাস, 6টি বার্জ, 32টি ভেসেল, 100টি লঞ্চ, 21টি জেটি ব্যবহার করা যাবে ।

এছাড়াও কার্গো ভেসেলের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে । পুণ্যার্থীদের জন্য 7টি বড় হাসপাতাল ও 5টি ক্ষণস্থায়ী হাসপাতালের ব্যবস্থা করা হয়েছে । 28টি জায়গায় প্রাথমিক চিকিৎসার জন্য 12টি পয়েন্টে থাকবে মেডিক্যাল টিম । দুর্ঘটনা ঘটলে পিজি, এনআরএস ও ন্যাশনাল মেডিক্যাল কলেজে বিশেষ ব্যবস্থা থাকবে । 100টিরও বেশি অ্যাম্বুলেন্স পরিষেবার পাশাপাশি থাকছে এয়ার অ্যাম্বুলেন্স । দুর্ঘটনা এড়াতে মোতায়েন থাকবে প্রায় আড়াই হাজার সিভিল ডিফেন্স ভলান্টিয়ার্স । থাকছে টেম্পোরারি ফায়ার স্টেশনে 50টিরও বেশি দমকল ইঞ্জিন ।

মেলায় 10 হাজারেরও বেশি শৌচাগারের ব্যবস্থা করা হয়েছে । আবর্জনা ও সমুদ্রসৈকত পরিষ্কার রাখতে 3 হাজার স্বেচ্ছাসেবকের ব্যবস্থা রয়েছে । পুণ্যার্থীদের সুবিধার্থে স্যাটেলাইট ও জিপিএস ট্র্যাকিংয়ের ব্যবস্থা করেছে ইসরো । 1 হাজার 150টি সিসিটিভি ও 23টি ড্রোন দিয়ে নজরদারি চালাবে পুলিশ । তীর্থযাত্রী ও মেলার সঙ্গে যুক্ত সকল সরকারি ও বেসরকারি কর্মী এবং সংবাদমাধ্যমের ব্যক্তিদের জন্য থাকছে 5 লক্ষ টাকার বিমা কভারেজ । সবমিলিয়ে সুষ্ঠুভাবে গঙ্গাসাগর মেলা সম্পন্ন করতে সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান জেলাশাসক ৷

আরও পড়ুন :

1 ভাঙনের জেরে ক্রমশ কমছে দূরত্ব, কপিলমুনি আশ্রমের দিকে এগিয়ে আসছে সাগর!

2 শীত পড়তেই গঙ্গাসাগরে পরিযায়ী পাখিদের ঢল, মুড়িগঙ্গায় ভেসেলকে পথ দেখায় সাইবেরিয়ার অতিথিরা

3 গঙ্গাসাগর মেলায় স্বজনহারাদের ঘরে ফেরাতে উদ্যোগী হ্যাম রেডিয়ো, চালু হল ওয়েব পোর্টাল

জেলাশাসকের বক্তব্য

ডায়মন্ড হারবার, 29 ডিসেম্বর: গঙ্গাসাগর মেলা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করলেন দক্ষিণ 24 পরগনা জেলাশাসক ৷ শুক্রবার জেলাশাসক সুমিত গুপ্তা প্রশাসনিক কর্তা ব্যক্তিদের সঙ্গে নিয়ে আলিপুরে এই বৈঠক করেন ৷ সুষ্ঠুভাবে মেলা সম্পন্ন করতে এবারও জেলা প্রশাসনের পক্ষ থেকে একাধিক পদক্ষেপ করা হয়েছে । আগামী 8 থেকে 17 জানুয়ারি পর্যন্ত চলবে মেলা । 15 জানুয়ারি রাত 12টা 13 মিনিট থেকে 16 জানুয়ারি দুপুর 12টা 13 মিনিট পর্যন্ত থাকছে পুণ্যস্নানের সময় ।

জেলাশাসক জানিয়েছেন, গতবার কুয়াশার জেরে ভেসেল চলাচলে দেরি হচ্ছিল ৷ এবার সেই কারণে ভেসেল যাতায়াতের পথে ছোট ছোট নৌকাতে ন্যারোগেশন সাউন্ড সিস্টেম ও অ্যান্টি ফগ লাইটের ব্যবস্থা করা হবে । যার মাধ্যমে ঘন কুয়াশার মধ্যেও সঠিক দিক নির্ধারণ করতে পারবেন ভেসেল চালকরা । এছাড়াও এবার থাকছে কিউ আর কোড ব্যবস্থা ৷ যা স্ক্যান করে মেলা প্রাঙ্গণের কোথায় কী আছে, গঙ্গা আরতির সময়-সহ যাবতীয় কিছু সকলে জানতে পারবেন ৷ মেলা প্রাঙ্গণে তৈরি কন্ট্রোলরুমের মাধ্যমে সম্পূর্ণ মেলাকে নজরদারির মধ্যে রাখা হবে । 60 লক্ষ জলের পাউচের ব্যবস্থা করা হয়েছে । ফুড সেফটি অফিসারেরা থাকবেন । প্রায় আড়াই হাজার সরকারি বাস, 250টি বেসরকারি বাস, 6টি বার্জ, 32টি ভেসেল, 100টি লঞ্চ, 21টি জেটি ব্যবহার করা যাবে ।

এছাড়াও কার্গো ভেসেলের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে । পুণ্যার্থীদের জন্য 7টি বড় হাসপাতাল ও 5টি ক্ষণস্থায়ী হাসপাতালের ব্যবস্থা করা হয়েছে । 28টি জায়গায় প্রাথমিক চিকিৎসার জন্য 12টি পয়েন্টে থাকবে মেডিক্যাল টিম । দুর্ঘটনা ঘটলে পিজি, এনআরএস ও ন্যাশনাল মেডিক্যাল কলেজে বিশেষ ব্যবস্থা থাকবে । 100টিরও বেশি অ্যাম্বুলেন্স পরিষেবার পাশাপাশি থাকছে এয়ার অ্যাম্বুলেন্স । দুর্ঘটনা এড়াতে মোতায়েন থাকবে প্রায় আড়াই হাজার সিভিল ডিফেন্স ভলান্টিয়ার্স । থাকছে টেম্পোরারি ফায়ার স্টেশনে 50টিরও বেশি দমকল ইঞ্জিন ।

মেলায় 10 হাজারেরও বেশি শৌচাগারের ব্যবস্থা করা হয়েছে । আবর্জনা ও সমুদ্রসৈকত পরিষ্কার রাখতে 3 হাজার স্বেচ্ছাসেবকের ব্যবস্থা রয়েছে । পুণ্যার্থীদের সুবিধার্থে স্যাটেলাইট ও জিপিএস ট্র্যাকিংয়ের ব্যবস্থা করেছে ইসরো । 1 হাজার 150টি সিসিটিভি ও 23টি ড্রোন দিয়ে নজরদারি চালাবে পুলিশ । তীর্থযাত্রী ও মেলার সঙ্গে যুক্ত সকল সরকারি ও বেসরকারি কর্মী এবং সংবাদমাধ্যমের ব্যক্তিদের জন্য থাকছে 5 লক্ষ টাকার বিমা কভারেজ । সবমিলিয়ে সুষ্ঠুভাবে গঙ্গাসাগর মেলা সম্পন্ন করতে সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান জেলাশাসক ৷

আরও পড়ুন :

1 ভাঙনের জেরে ক্রমশ কমছে দূরত্ব, কপিলমুনি আশ্রমের দিকে এগিয়ে আসছে সাগর!

2 শীত পড়তেই গঙ্গাসাগরে পরিযায়ী পাখিদের ঢল, মুড়িগঙ্গায় ভেসেলকে পথ দেখায় সাইবেরিয়ার অতিথিরা

3 গঙ্গাসাগর মেলায় স্বজনহারাদের ঘরে ফেরাতে উদ্যোগী হ্যাম রেডিয়ো, চালু হল ওয়েব পোর্টাল

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.