ডায়মন্ড হারবার, 27 মে : পুলিশ প্রশাসনের নজর এড়িয়ে বাড়িতেই বসিয়েছিলেন ভুয়ো আদালত। সেখানেই চলত বিচার এবং সালিশি সভা ৷ তৈরি হত ভুয়ো দলিলও ৷ আদালতের ধাঁচেই সেখানে চলত অভিযুক্তদের ভাগ্য নির্ধারণ ৷ ডায়মন্ড হারবারের মরুইবেড়িয়া এলাকায় সম্প্রতি এমন ঘটনা প্রকাশ্যে আসতেই চক্ষু চড়কগাছ পুলিশের ৷ গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত আব্দুর রজ্জাককে গ্রেফতার করে পুলিশ (Accused arrested in fake court incident in Diamond Harbour) ৷
স্থানীয় এবং পুলিশ সূত্রে খবর, বিগত দু'বছর ধরে এলাকায় জমির ভুয়ো দলিল তৈরির একটি চক্র চালাচ্ছিলেন রজ্জাক। কোনও গন্ডগোল হলে দু'পক্ষের মধ্যে মধ্যস্থতায় এগিয়ে আসতেন তিনি ৷ এভাবেই ধীরে-ধীরে বাড়িতে সালিশি সভা বসাতে শুরু করেন রজ্জাক ৷ তৈরি হয় আদালতের অনুকরণে বেআইনি বিচারসভা ৷ আর হাতুড়ি হাতে বিচারকের আসন সামলাতেন স্বয়ং রজ্জাক ৷ গ্রামের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ রজ্জাককে এই কাজ থেকে বিরত থাকার পরামর্শ দিলে রজ্জাক পালটা তাদের হুমকি ছুড়তেন বলে অভিযোগ ৷ কিন্তু রজ্জাকের কীর্তির কথা চাপা থাকেনি ৷ খবর পৌঁছে যায় পুলিশের কানে ৷
আরও পড়ুন : নারী সুরক্ষায় 'উইনার্স টিম' এবার ডায়মন্ড হারবার পুলিশ জেলায়
বুধবার রাতে ডায়মন্ড হারবারের এসডিপিও মিতুন দে-র নেতৃত্বে পুলিশ বাহিনী মরুইবেড়িয়া গ্রামে হাজির হন ৷ অভিযান চালিয়ে বাড়ি থেকে পাকড়াও করা হয় ভুয়ো বিচারক আব্দুর রজ্জাককে ৷ তাঁর অফিস থেকে উদ্ধার হয় জমির ভুয়ো দলিল-সহ একাধিক ধারাল অস্ত্র ৷ স্থানীয় বাসিন্দারা জানান, আব্দুর রজ্জাক আগে অন্য কাজের সঙ্গে জড়িত থাকলেও গত দু'বছর ধরে স্থানীয় গুরুদাস নগর এলাকায় অফিস খুলে এই ধরনের কাজ শুরু করেছিলেন ৷ ডায়মন্ড হারবার এসডিপিও মিতুন দে জানান, এই চক্রে আর কেউ যুক্ত রয়েছে কি না, ধৃতকে জিজ্ঞাসাবাদ জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চলছে ৷