ডায়মন্ডহারবার, 16 অক্টোবর: সম্প্রতি তৃণমূলের মুখপত্র 'জাগো বাংলা'র উৎসব সংখ্যার উদ্বোধন করতে গিয়ে তৃণমূলের সেনাপতি তথা ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, "যারা বলেছিল বাংলায় দুর্গাপুজা হয় না, তারাই বাংলার দুর্গাপুজো উদ্বোধন করতে আসছেন ৷" সোমবার কলকাতার সন্তোষ মিত্র স্কোয়্যারের দুর্গাপুজার উদ্বোধন করতে আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । তাঁকে কটাক্ষ করেই আগাম ওই কথা বলেছিলেন অভিষেক ৷ সোমবার এই প্রসঙ্গে ফের একবার বিজেপিকে এক হাত নেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷
এদিন তাঁর লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের সরিষা ও মশাট এলাকায় উৎসব উপলক্ষ্যে এক উপহার প্রদান অনুষ্ঠানে যোগ দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই তিনি কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপির বিরুদ্ধে সরব হন অভিষেক ৷ দুর্গাপুজোর প্রসঙ্গ তুলে তিনি বলেন, "যারা দু'বছর আগে সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন যে বাংলায় দুর্গাপুজা হয় না, বাংলার কৃষ্টি সংস্কৃতি নেই, তারাই আবার বাংলায় দুর্গাপুজোর উদ্বোধন করতে আসেন ৷ এরা সারা বছর জনসংযোগের সঙ্গে যুক্ত থাকে না । নির্বাচনের আগে নিজেদের ভোটব্যাংক ভরানোর জন্য দাঙ্গা লাগায় এলাকায় । নির্বাচনের আগে যেই বুথে বহিরাগত বিজেপি দাঙ্গা লাগিয়েছিল সেই বুথে বিজেপি হেরেছে । বাংলার মানুষ প্রমাণ করে দিয়েছে যে বাংলায় অশান্তির কোনও জায়গা নেই । বাংলা শান্তির ভূমি সভ্যতার ভূমি সংস্কৃতির ভূমি ।"
আরও পড়ুন: এবার অশ্বিনী বৈষ্ণবের কাছে সব সাংসদের অবস্থান ও লগইনের যাবতীয় তথ্য প্রকাশের আর্জি মহুয়ার
এই অনুষ্ঠান থেকেই এদিন ফের একবার 100 দিনের কাজ প্রকল্পে কেন্দ্রের কাছে রাজ্যের প্রাপ্য বকেয়া অর্থের দাবিতে সরব হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷ আগামী মাসের শুরুতে এই ইস্যুতে বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক ৷ এদিনের এই অনুষ্ঠানে ডায়মন্ডহারবার বিধানসভা কেন্দ্রের প্রায় সাড়ে তিন হাজার মানুষের হাতে উৎসবের উপহার সামগ্রিক তুলে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুজোর আগে নিজের লোকসভা কেন্দ্রে একাধিক কর্মসূচিতে যোগ দেওয়ার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ৷