ETV Bharat / state

Girld child Body Recover : ডায়মন্ডহারবারে ঝোপে ফেলে যাওয়া কন্যাসন্তানের মৃতদেহ উদ্ধার - ডায়মন্ড হারবারে ঝোপে উদ্ধার মৃত শিশুকন্যা

ডায়মন্ডহারবারের স্টেশন লাগোয়া একটি ঝোপে কাপড়ে মোড়া কিছু একটা দেখতে পান স্থানীয়রা ৷ পরে কাপড় সরিয় দেখা যায়, সেখানে একটি শিশুকন্যার মৃতদেহ পড়ে রয়েছে (Abandoned girl child death at Diamond Harbour) ৷

Girld child death
কন্যা সন্তানের মৃতদেহ উদ্ধার
author img

By

Published : Dec 7, 2021, 2:32 PM IST

ডায়মন্ড হারবার, 7 ডিসেম্বর : বিশ্বের দরবারে কন্যাশ্রী সকলের মন কাড়লেও আমাদের সমাজে ছড়িয়ে পড়া পুরোনো শিকড় বহুদূর বিস্তৃত হয়ে আজও রয়ে গিয়েছে । ফের অমানবিক ঘটনার সাক্ষী রইল কোনও গ্রামগঞ্জ নয়, দক্ষিণ শহরতলির ডায়মন্ডহারবার । বৃষ্টি ভেজা শীতের রাতে তোয়ালে মুড়ে একরত্তি কন্যাসন্তানকে রেখে যাওয়া হল স্টেশন লাগোয়া ঝোপে । সকালে স্থানীয়দের চোখে পড়ার পর পুলিশ উদ্ধার করে শিশুকন্যাকে । কিন্তু প্রাণহীন দেহ । পুলিশের প্রাথমিক ধারণা, ঝড়জল আর প্রচণ্ড শীতে মৃত্যু হয়েছে ওই শিশুকন্যার (Abandoned girl child death at Diamond Harbour)।

মঙ্গলবার ডায়মন্ডহারবার স্টেশন লাগোয়া একটি ঝোপে কয়েকজন বাসিন্দা তোয়ালে জড়ানো কিছু পড়ে থাকে দেখে । খবর দেওয়া হয় ডায়মন্ডহারবার রেলপুলিশকে । ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ আধিকারিকরা । তোয়ালে সরিয়ে দেখে কয়েক মাসের কন্যাসন্তান মৃত অবস্থায় পড়ে রয়েছে । মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় ৷

আরও পড়ুন : Child Death: তোর্সা নদীতে ভেসে যাওয়া 2 শিশুকন‍্যার দেহ উদ্ধার

স্থানীয় বাসিন্দা ও পুলিশের আনুমান, কোনও নির্মম হৃদয়ের পরিবার কন্যাসন্তান জন্মানোর জন্য গতকাল রাতে ডায়মন্ডহারবার স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মের কাছে ঝোপে রেখে গিয়েছিল । রাতের ঠান্ডা সহ্য করতে পারেনি কয়েকমাসের ওই শিশুটি । শীতের জেরেই মৃত্যু হয়েছে শিশুটির । ইতিমধ্যেই শিশুটির পরিবারের খোঁজ চালাচ্ছে রেল পুলিশ ।

ডায়মন্ড হারবার, 7 ডিসেম্বর : বিশ্বের দরবারে কন্যাশ্রী সকলের মন কাড়লেও আমাদের সমাজে ছড়িয়ে পড়া পুরোনো শিকড় বহুদূর বিস্তৃত হয়ে আজও রয়ে গিয়েছে । ফের অমানবিক ঘটনার সাক্ষী রইল কোনও গ্রামগঞ্জ নয়, দক্ষিণ শহরতলির ডায়মন্ডহারবার । বৃষ্টি ভেজা শীতের রাতে তোয়ালে মুড়ে একরত্তি কন্যাসন্তানকে রেখে যাওয়া হল স্টেশন লাগোয়া ঝোপে । সকালে স্থানীয়দের চোখে পড়ার পর পুলিশ উদ্ধার করে শিশুকন্যাকে । কিন্তু প্রাণহীন দেহ । পুলিশের প্রাথমিক ধারণা, ঝড়জল আর প্রচণ্ড শীতে মৃত্যু হয়েছে ওই শিশুকন্যার (Abandoned girl child death at Diamond Harbour)।

মঙ্গলবার ডায়মন্ডহারবার স্টেশন লাগোয়া একটি ঝোপে কয়েকজন বাসিন্দা তোয়ালে জড়ানো কিছু পড়ে থাকে দেখে । খবর দেওয়া হয় ডায়মন্ডহারবার রেলপুলিশকে । ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ আধিকারিকরা । তোয়ালে সরিয়ে দেখে কয়েক মাসের কন্যাসন্তান মৃত অবস্থায় পড়ে রয়েছে । মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় ৷

আরও পড়ুন : Child Death: তোর্সা নদীতে ভেসে যাওয়া 2 শিশুকন‍্যার দেহ উদ্ধার

স্থানীয় বাসিন্দা ও পুলিশের আনুমান, কোনও নির্মম হৃদয়ের পরিবার কন্যাসন্তান জন্মানোর জন্য গতকাল রাতে ডায়মন্ডহারবার স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মের কাছে ঝোপে রেখে গিয়েছিল । রাতের ঠান্ডা সহ্য করতে পারেনি কয়েকমাসের ওই শিশুটি । শীতের জেরেই মৃত্যু হয়েছে শিশুটির । ইতিমধ্যেই শিশুটির পরিবারের খোঁজ চালাচ্ছে রেল পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.