বারুইপুর, 18 ফেব্রুয়ারি: রাতের বেলায় প্রেমিকাকে নিয়ে ঘুরতে বেরনোই কাল হল তরুণ প্রমোটারের (Promoter Killed In Mass Beating) । প্রেমিকা প্রিয়াঙ্কা সরকার পেশায় বার ডান্সার । বৃহস্পতিহবার রাতে চোর সন্দেহে বারুইপুরের বেগমপুর গ্রাম পঞ্চায়েতের 200 কলোনি এলাকায় গ্রামবাসীদের গণপ্রহারে মৃত্যু হয় ওই প্রমোটারের (Promoter Killed In Mass Beating)।
সূত্রের খবর, মৃত যুবকের নাম অভীক মুখোপাধ্যায় । কলকাতার নেতাজী নগর থানা এলাকার বাসিন্দা । বৃহস্পতিবার রাত 1টা নাগাদ প্রেমিকা প্রিয়াঙ্কা সরকারকে নিয়ে ঘুরতে বেরিয়ে ছিলেন ওই তরুণ প্রমোটার । বারুইপুরের বেগমপুর গ্রাম পঞ্চায়েতের 200 কলোনির কাছে অন্ধকারে গ্রামবাসীরা তাদের দেখে চোর সন্দেহে চিৎকার করতে থাকেন । কয়েকজন গ্রামবাসী অভীককে গিরে ধরতেই প্রাণ বাঁচাতে লুকিয়ে পড়েন প্রিয়াঙ্কা । এরপরেই অভীককে ঘিরে ধরে মারধোর শুরু করেন গ্রামবাসীরা (Mass Beating On Suspected Of Theft) । ঘটনাস্থলেই অচৈতন্য হয়ে পড়েন অভীক । খবর পেয়েই রাত 2টো নাগাদ পুলিশ ঘটনাস্থলে ওই যুবকে উদ্ধার করতে আসে পুলিশ । অচৈতন্য অবস্থায় ওই যুবককে উদ্ধার করে পুলিশ বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন ।
গ্রামবাসীদের অভিযোগ, পুলিশ চোরকে বাঁচাতে এসেছে । পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা । এরমধ্যেই এক গ্রামবাসী এক তরুণীকে নিয়ে এসে দেখিয়ে বলে, এই তরুণীর বাড়ির মধ্যে লুকিয়ে ছিল ওই যুবক । তবে প্রিয়াঙ্কার মায়ের অভিযোগ," প্রিয়াঙ্কা সাইকো পেসেন্ট । সে প্রায়ই রাতের বেলা বন্ধুদের সঙ্গে ঘুরতে বার হত । গতকাল রাতে সে বন্ধুর সঙ্গে ঘুরতে বের হয়েছিল ।"
এই প্রসঙ্গেই অভীকের বন্ধুদের অভিযোগ, পরিকল্পনা করে খুন করা হয়েছে অভীককে । ঘটনার তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ ।