ফলতা, 22 সেপ্টেম্বর : ফলতায় আত্মহত্যা করলেন এক ব্যক্তি ৷ তাঁর পরিবারের সদস্যদের বক্তব্য, জাতীয় নাগরিকপঞ্জিতে নাম থাকবে কি না সেই আতঙ্কেই আত্মঘাতী হয়েছেন তিনি ৷
গতকাল সকাল থেকে কালাচাঁদ মিদ্দে(42) নামে ওই ব্যক্তি নিখোঁজ ছিলেন ৷ পরিবারের সদস্যরা তাঁর খোঁজ পাচ্ছিল না ৷ এরপর আজ সকালে বাড়ি থেকে প্রায় 1 কিলোমিটার দূরে বাঁশ গাছে তাঁর দেহ ঝুলতে দেখেন এলাকার কয়েকজন ৷ ঘটনাস্থানে ফলতা থানার পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ৷ দেহটি সনাক্ত করেন কালাচাঁদের বিবি সালমা ৷
সালমা বলেন, "NRC-র আতঙ্ক কালাচাঁদকে ভাবাচ্ছিল ৷ প্রয়োজনীয় নথি খুঁজে না পাওয়ায় মানসিক চাপে সে আত্মহত্যা করেছে ৷" তাঁর অভিযোগ, BJP নেতারা তাঁকে তাড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছিল ৷ এই আতঙ্কেই তিনি আত্মঘাতী হয়েছেন ৷ যদিও স্থানীয় BJP নেতৃত্ব এই অভিযোগ অস্বীকার করেছে ৷
দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ ৷ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে তারা ৷