ETV Bharat / state

রক্ষই ভক্ষক! অনাথ আশ্রমে যৌন নির্যাতনের শিকার নাবালিকা - যৌন নির্যাতন

অনাথ আশ্রমেই যৌন নির্যাতনের শিকার হল এক নাবালিকা ৷ ঘটনায় অভিযুক্ত দমদমের ‘নতুন সূর্য’ নামে একটি অনাথ আশ্রমের কর্মীরাই ৷ এই ঘটনায় চাইল্ড হেল্প কেয়ারের দ্বারস্থ হয়েছে ওই নাবালিকার মাসি ও মেসো ৷

a-minor-victim-of-sexual-abuse-in-an-orphanage in dumdum
রক্ষই ভক্ষক! অনাথ আশ্রমে যৌন নির্যাতনের শিকার নাবালিকা
author img

By

Published : Mar 20, 2021, 7:54 PM IST

দক্ষিণ 24 পরগনা, 20 মার্চ : অনাথ আশ্রমে যৌন নির্যাতনের শিকার হল এক ন’বছরের নাবালিকা ৷ দিনের পর দিন তার উপর নির্মম অত্যাচার চালানো হয়েছে বলে অভিযোগ । যৌনাঙ্গে লঙ্কার গুঁড়ো, গায়ে গরম খুন্তির ছ্যাঁকা সহ আরও নানাভাবে অত্যাচার করা হত তাকে । নারকীয় এই অপরাধটি ঘটেছে দমদম থানার এলাকার ‘নতুন সূর্য’ নামে এক অনাথ আশ্রমে ৷ ওই নাবালিকার বাড়ি দক্ষিণ 24 পরগনায় ৷ ঘটনায় ক্যানিংয়ের চাইল্ড হেলফ লাইনের তরফে নাবালিকাকে উদ্ধার করা হয়েছে ৷

কয়েক বছর আগে বাবা-মা মারা যাওয়ার পর স্থানীয় এক অনাথ আশ্রমে আরও দুই বোনের সঙ্গে থাকত ওই নাবালিকা ৷ এর পর ওই নাবালিকা ও তার আর এক বোনকে দমদমমের এই অনাথ আশ্রমটিতে রেখে আসেন তাদের মেসো ৷ সেখানে রেখে আসার কয়েকদিন পর থেকেই ওই নাবালিকার উপর শুরু হয় যৌন নির্যাতন ৷ বিষয়টি হোমের তরফেই ওই নাবালিকার মেসোকে জানানো হয় ৷ খবর পেয়েই তিনি দমদমের ওই হোমে গিয়ে নাবালিকাকে উদ্ধার করেন ৷ তাঁরা সেখানে গিয়ে দেখেন সে অচৈতন্য অবস্থায় পড়েছিল ৷ এরপরেই তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে চিকিৎসকরা তার উপর যৌন নির্যাতনের বিষয়টি জানতে পারেন ৷

আরও পড়ুন : একমাস ধরে প্রতিবেশী 6 নাবালককে যৌন নির্যাতন, গ্রেপ্তার ষাটোর্ধ্ব ব্যক্তি

বর্তমানে ওই নাবালিকাকে ক্যানিংয়ে তাঁর মাসির বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে ৷ সেখানেই তাঁর চিকিৎসা চলছে ৷ ইতিমধ্যে চাইল্ড হেল্পলাইনে বিষয়টি জানানো হয়েছে ৷ দমদমমের ওই অনাথ আশ্রম কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা ৷

দক্ষিণ 24 পরগনা, 20 মার্চ : অনাথ আশ্রমে যৌন নির্যাতনের শিকার হল এক ন’বছরের নাবালিকা ৷ দিনের পর দিন তার উপর নির্মম অত্যাচার চালানো হয়েছে বলে অভিযোগ । যৌনাঙ্গে লঙ্কার গুঁড়ো, গায়ে গরম খুন্তির ছ্যাঁকা সহ আরও নানাভাবে অত্যাচার করা হত তাকে । নারকীয় এই অপরাধটি ঘটেছে দমদম থানার এলাকার ‘নতুন সূর্য’ নামে এক অনাথ আশ্রমে ৷ ওই নাবালিকার বাড়ি দক্ষিণ 24 পরগনায় ৷ ঘটনায় ক্যানিংয়ের চাইল্ড হেলফ লাইনের তরফে নাবালিকাকে উদ্ধার করা হয়েছে ৷

কয়েক বছর আগে বাবা-মা মারা যাওয়ার পর স্থানীয় এক অনাথ আশ্রমে আরও দুই বোনের সঙ্গে থাকত ওই নাবালিকা ৷ এর পর ওই নাবালিকা ও তার আর এক বোনকে দমদমমের এই অনাথ আশ্রমটিতে রেখে আসেন তাদের মেসো ৷ সেখানে রেখে আসার কয়েকদিন পর থেকেই ওই নাবালিকার উপর শুরু হয় যৌন নির্যাতন ৷ বিষয়টি হোমের তরফেই ওই নাবালিকার মেসোকে জানানো হয় ৷ খবর পেয়েই তিনি দমদমের ওই হোমে গিয়ে নাবালিকাকে উদ্ধার করেন ৷ তাঁরা সেখানে গিয়ে দেখেন সে অচৈতন্য অবস্থায় পড়েছিল ৷ এরপরেই তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে চিকিৎসকরা তার উপর যৌন নির্যাতনের বিষয়টি জানতে পারেন ৷

আরও পড়ুন : একমাস ধরে প্রতিবেশী 6 নাবালককে যৌন নির্যাতন, গ্রেপ্তার ষাটোর্ধ্ব ব্যক্তি

বর্তমানে ওই নাবালিকাকে ক্যানিংয়ে তাঁর মাসির বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে ৷ সেখানেই তাঁর চিকিৎসা চলছে ৷ ইতিমধ্যে চাইল্ড হেল্পলাইনে বিষয়টি জানানো হয়েছে ৷ দমদমমের ওই অনাথ আশ্রম কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.