ETV Bharat / state

সুন্দরবনে বাঘের মুখে পরিযায়ী শ্রমিকের মাথা

অভাবের তাড়নায় সুশান্ত মণ্ডল সুন্দরবনের জঙ্গলে মাছ কাঁকড়া ধরতে যায় বলে দাবি স্থানীয়দের । সেই সময় তাঁকে বাঘে তুলে নিয়ে যায় বলে দাবি ।

author img

By

Published : Aug 2, 2020, 9:34 PM IST

sundarban
সুন্দরবন

সুন্দরবন, 2 অগাস্ট : বাঘের হানায় প্রাণ গেল এক পরিযায়ী শ্রমিকের । ঘটনাটি ঘটেছে সুন্দরবনের মরিচঝাঁপির জঙ্গলের কাছে । নিহতের নাম সুশান্ত মন্ডল । আজ সকালে গোসাবার সাত জেলিয়ার বিধান কলোনি থেকে সঙ্গীদের সাথে মাছ কাঁকড়া ধরতে জঙ্গলে গিয়ে বাঘের হামলার মুখে পড়েন সুশান্ত । সঙ্গীরা বাঘের হাত থেকে তাকে প্রথমে উদ্ধার করতে পারেনি । পরে গ্রামে এসে তারা বিষয়টি জানালে গ্রামের মানুষজন সেই জঙ্গলে গিয়ে সুশান্তর মুণ্ডহীন দেহ উদ্ধার করে । মৃত্যুর খবর এলাকায় আসতেই শোকের ছায়া নেমে এসেছে ।

গ্রামবাসী সূত্রে খবর, সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা থেকে বহু মানুষ বিকল্প কর্মসংস্থানের জন্য ভিন রাজ্যে কাজে গিয়েছিল । কিন্তু লকডাউনের জেরে ফিরে আসতে হয়েছে তাঁদের । দীর্ঘদিন বাড়িতে বসে জমানো টাকা শেষ হয়ে যাওয়ায় আবার ধীরে ধীরে সেই পুরনো পেশায় ফিরে যাচ্ছে ওই শ্রমিকরা । জঙ্গলে মাছ কাঁকড়া ধরেই তাদের জীবিকা নির্বাহ করা ছাড়া কোন রাস্তা নেই বুঝেই তারা জঙ্গলমুখী হচ্ছে । মৃত সুশান্ত মন্ডল ভিন রাজ্যে কাজে গিয়েছিল কিন্তু লকডাউন এর জেরে বাড়ি ফিরে আসতে হয় । তারপর থেকে দীর্ঘদিন বাড়িতে বসেই কাটছিল তাঁর ।

অভাবের তাড়নায় সুশান্ত জঙ্গলে মাছ কাঁকড়া ধরতে যায় বলে দাবি স্থানীয়দের । সেই সময় তাঁকে বাঘে তুলে নিয়ে যায় বলে দাবি । সঙ্গে সঙ্গে তাঁর সঙ্গীরা উদ্ধার করতে না পারলেও পরে গ্রামবাসীদের সঙ্গে লাঠি, বাঁশ, দা নিয়ে জঙ্গলে সুশান্তের দেহ খুঁজতে থাকে । বাঘ তাড়ানোর জন্য জঙ্গলের মধ্যেই বাজিও ফাটায় । গ্রামবাসীরা দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর জঙ্গলের মধ্যেই মুন্ডহীন দেহ উদ্ধার হয় সুশান্তের । সেই মৃতদেহ নিয়ে গ্রামের পথে পাড়ি দেয় তার সঙ্গীরা ।

সুন্দরবন, 2 অগাস্ট : বাঘের হানায় প্রাণ গেল এক পরিযায়ী শ্রমিকের । ঘটনাটি ঘটেছে সুন্দরবনের মরিচঝাঁপির জঙ্গলের কাছে । নিহতের নাম সুশান্ত মন্ডল । আজ সকালে গোসাবার সাত জেলিয়ার বিধান কলোনি থেকে সঙ্গীদের সাথে মাছ কাঁকড়া ধরতে জঙ্গলে গিয়ে বাঘের হামলার মুখে পড়েন সুশান্ত । সঙ্গীরা বাঘের হাত থেকে তাকে প্রথমে উদ্ধার করতে পারেনি । পরে গ্রামে এসে তারা বিষয়টি জানালে গ্রামের মানুষজন সেই জঙ্গলে গিয়ে সুশান্তর মুণ্ডহীন দেহ উদ্ধার করে । মৃত্যুর খবর এলাকায় আসতেই শোকের ছায়া নেমে এসেছে ।

গ্রামবাসী সূত্রে খবর, সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা থেকে বহু মানুষ বিকল্প কর্মসংস্থানের জন্য ভিন রাজ্যে কাজে গিয়েছিল । কিন্তু লকডাউনের জেরে ফিরে আসতে হয়েছে তাঁদের । দীর্ঘদিন বাড়িতে বসে জমানো টাকা শেষ হয়ে যাওয়ায় আবার ধীরে ধীরে সেই পুরনো পেশায় ফিরে যাচ্ছে ওই শ্রমিকরা । জঙ্গলে মাছ কাঁকড়া ধরেই তাদের জীবিকা নির্বাহ করা ছাড়া কোন রাস্তা নেই বুঝেই তারা জঙ্গলমুখী হচ্ছে । মৃত সুশান্ত মন্ডল ভিন রাজ্যে কাজে গিয়েছিল কিন্তু লকডাউন এর জেরে বাড়ি ফিরে আসতে হয় । তারপর থেকে দীর্ঘদিন বাড়িতে বসেই কাটছিল তাঁর ।

অভাবের তাড়নায় সুশান্ত জঙ্গলে মাছ কাঁকড়া ধরতে যায় বলে দাবি স্থানীয়দের । সেই সময় তাঁকে বাঘে তুলে নিয়ে যায় বলে দাবি । সঙ্গে সঙ্গে তাঁর সঙ্গীরা উদ্ধার করতে না পারলেও পরে গ্রামবাসীদের সঙ্গে লাঠি, বাঁশ, দা নিয়ে জঙ্গলে সুশান্তের দেহ খুঁজতে থাকে । বাঘ তাড়ানোর জন্য জঙ্গলের মধ্যেই বাজিও ফাটায় । গ্রামবাসীরা দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর জঙ্গলের মধ্যেই মুন্ডহীন দেহ উদ্ধার হয় সুশান্তের । সেই মৃতদেহ নিয়ে গ্রামের পথে পাড়ি দেয় তার সঙ্গীরা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.