ETV Bharat / sports

'একটা আমার, আরেকটা ভাইয়ের', আহত মুশিরকে বার্তা দ্বিশতরানকারী সরফরাজের - IRANI CUP - IRANI CUP

SARFARAZ TO MUSHEER: ডাবল সেঞ্চুরি করে দুর্ঘটনায় আহত ভাই মুশির খানকে বার্তা সরফরাজ খানের ৷ অবশিষ্ট ভারতের বিরুদ্ধে অপরাজিত 222 রান করেন মুম্বই ব্যাটার ৷

SARFARAZ KHAN
সরফরাজ খান (IANS Photo)
author img

By ETV Bharat Sports Team

Published : Oct 4, 2024, 8:15 PM IST

লখনউ, 4 অক্টোবর: একবার যদি সেট হয়ে যাই, দ্বিশতরান করে ছাড়ব ৷ মুম্বইয়ের হয়ে ইরানি কাপে নামার আগে পরিবারকে বলেই রেখেছিলেন সরফরাজ খান ৷ আর দ্বিশতরান করলে তার একটা যে ভাই মুশির খানের জন্য হবে, তাও জানিয়ে রেখেছিলেন মুম্বইয়ের আগ্রাসী ব্যাটার ৷ সেইমতো ইরানি কাপে মুম্বইয়ের হয়ে অবশিষ্ট ভারতের বিরুদ্ধে ঝকঝকে ডাবল সেঞ্চুরি করলেন সরফরাজ ৷ তারপর জানালেন, দ্বিশতরানের একটা দুর্ঘটনায় আহত ভাইয়ের জন্যই ৷

ইরানি কাপে মুম্বইয়ের হয়ে খেলার কথা ছিল সরফরাজের ভাই মুশির খানেরও ৷ কিন্তু গত শুক্রবার আজমগড় থেকে লখনউয়ে মুম্বই শিবিরে যোগ দেওয়ার পথে গাড়ি দুর্ঘটনায় আহত হন মুশির ৷ গলায় মারাত্মক চোট পান তিনি ৷ আপাতত সুস্থ থাকলেও তাঁর মাঠে ফিরতে মাসচারেক লেগে যাতে পারে বলে মনে করা হচ্ছে ৷ ইরানি কাপে দ্বিশতরানের পর সরফরাজ বলেন, "আমার কাছে সপ্তাহটা একটু আবেগতাড়িত ৷ আমি বাড়ির লোককে কথা দিয়েছিলাম সেট হয়ে যদি অর্ধশতরান পূর্ণ করি, তাহলে দ্বিশতরান করব ৷ যার একটা হবে আমার আরেকটা হবে ভাইয়ের (মুশির খান) ৷"

প্রতিশ্রুতিমত ইরানি কাপের প্রথম ইনিংসে 222 রানের অপরাজিত ইনিংস খেলেন সরফরাজ ৷ তাঁর ইনিংসে ভর করে মুম্বই তোলে 537 রান ৷ তবে মুশিরকে যে দলে তিনি মিস করেছেন, তাও স্পষ্ট করেছেন সরফরাজ ৷ দ্বিশতরানকারী বলেন, "মুশির খেললে বাবা আরও খুশি হত ৷ দুর্ভাগ্যবশত দুর্ঘটনাটা ঘটে গেল ৷ তারপরই আমি ভেবেছিলাম যেভাবেই হোক এই ম্য়াচে আমি ডাবল সেঞ্চুরি করবই ৷"

উল্লেখ্য, বাংলাদেশের বিরুদ্ধে সদ্যসমাপ্ত টেস্ট সিরিজের স্কোয়াডে ছিলেন সরফরাজ ৷ কিন্তু দ্বিতীয় টেস্টের একাদশে সুযোগ না-পাওয়ায় ধ্রুব জুরেল ও যশ দয়ালের সঙ্গেই ইরানি কাপে তাঁকে ডেকে নেওয়া হয় ৷ অন্যদিকে চোটের জন্য মুম্বই শিবির থেকে ছিটকে যেতে হয় মুশির খানকে ৷ গত রঞ্জি ট্রফি থেকে দারুণ ফর্মে থাকা সরফরাজের ভাই সম্প্রতি দলীপ ট্রফিতেও শতরানে নজর কেড়েছিলেন ৷ দুর্ঘটনায় কয়েকমাসের জন্য ছিটকে যাওয়া স্বাভাবিকভাবেই বড় ধাক্কা মুশিরের জন্য ৷

লখনউ, 4 অক্টোবর: একবার যদি সেট হয়ে যাই, দ্বিশতরান করে ছাড়ব ৷ মুম্বইয়ের হয়ে ইরানি কাপে নামার আগে পরিবারকে বলেই রেখেছিলেন সরফরাজ খান ৷ আর দ্বিশতরান করলে তার একটা যে ভাই মুশির খানের জন্য হবে, তাও জানিয়ে রেখেছিলেন মুম্বইয়ের আগ্রাসী ব্যাটার ৷ সেইমতো ইরানি কাপে মুম্বইয়ের হয়ে অবশিষ্ট ভারতের বিরুদ্ধে ঝকঝকে ডাবল সেঞ্চুরি করলেন সরফরাজ ৷ তারপর জানালেন, দ্বিশতরানের একটা দুর্ঘটনায় আহত ভাইয়ের জন্যই ৷

ইরানি কাপে মুম্বইয়ের হয়ে খেলার কথা ছিল সরফরাজের ভাই মুশির খানেরও ৷ কিন্তু গত শুক্রবার আজমগড় থেকে লখনউয়ে মুম্বই শিবিরে যোগ দেওয়ার পথে গাড়ি দুর্ঘটনায় আহত হন মুশির ৷ গলায় মারাত্মক চোট পান তিনি ৷ আপাতত সুস্থ থাকলেও তাঁর মাঠে ফিরতে মাসচারেক লেগে যাতে পারে বলে মনে করা হচ্ছে ৷ ইরানি কাপে দ্বিশতরানের পর সরফরাজ বলেন, "আমার কাছে সপ্তাহটা একটু আবেগতাড়িত ৷ আমি বাড়ির লোককে কথা দিয়েছিলাম সেট হয়ে যদি অর্ধশতরান পূর্ণ করি, তাহলে দ্বিশতরান করব ৷ যার একটা হবে আমার আরেকটা হবে ভাইয়ের (মুশির খান) ৷"

প্রতিশ্রুতিমত ইরানি কাপের প্রথম ইনিংসে 222 রানের অপরাজিত ইনিংস খেলেন সরফরাজ ৷ তাঁর ইনিংসে ভর করে মুম্বই তোলে 537 রান ৷ তবে মুশিরকে যে দলে তিনি মিস করেছেন, তাও স্পষ্ট করেছেন সরফরাজ ৷ দ্বিশতরানকারী বলেন, "মুশির খেললে বাবা আরও খুশি হত ৷ দুর্ভাগ্যবশত দুর্ঘটনাটা ঘটে গেল ৷ তারপরই আমি ভেবেছিলাম যেভাবেই হোক এই ম্য়াচে আমি ডাবল সেঞ্চুরি করবই ৷"

উল্লেখ্য, বাংলাদেশের বিরুদ্ধে সদ্যসমাপ্ত টেস্ট সিরিজের স্কোয়াডে ছিলেন সরফরাজ ৷ কিন্তু দ্বিতীয় টেস্টের একাদশে সুযোগ না-পাওয়ায় ধ্রুব জুরেল ও যশ দয়ালের সঙ্গেই ইরানি কাপে তাঁকে ডেকে নেওয়া হয় ৷ অন্যদিকে চোটের জন্য মুম্বই শিবির থেকে ছিটকে যেতে হয় মুশির খানকে ৷ গত রঞ্জি ট্রফি থেকে দারুণ ফর্মে থাকা সরফরাজের ভাই সম্প্রতি দলীপ ট্রফিতেও শতরানে নজর কেড়েছিলেন ৷ দুর্ঘটনায় কয়েকমাসের জন্য ছিটকে যাওয়া স্বাভাবিকভাবেই বড় ধাক্কা মুশিরের জন্য ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.