ETV Bharat / state

নরেন্দ্রপুরে রাতের অন্ধকারে এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি - খেয়াদহ

বাড়ির সামনে স্থানীয় দুষ্কৃতীর হাতে আক্রান্ত হলেন এক ব্যক্তি ৷ শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুরের খেয়াদহতে ৷ স্থানীয় দুষ্কৃতী বাপির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত তাপস নস্কর ৷ তিনি পেশায় গাড়িচালক ৷

a man was shot by a anti social in narendrapur south 24 pargana
নরেন্দ্রপুরে রাতের অন্ধকারে এক ব্যক্তিকে লক্ষ্য করে চলল গুলি
author img

By

Published : May 1, 2021, 3:16 PM IST

দক্ষিণ 24 পরগনা, 1 মে : নরেন্দ্রপুরে এক ব্যক্তিকে লক্ষ্য করে তাঁর বাড়ির সামেনই চলল গুলি ৷ বন্দুকের বাঁট দিয়ে তাঁর মাথা ফাটানোর অভিযোগও উঠেছে স্থানীয় এক দুষ্কৃতীর বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানা এলাকার খেয়াদহ 2নং অঞ্চলের আটঘরায় ৷ আক্রান্ত ব্যাক্তির নাম তাপস নস্কর ৷ তিনি পেশায় একজন গাড়িচালক ৷

গতকাল রাতে কাজ থেকে ফিরে গ্যারেজে গাড়ি রাখছিলেন তাপস ৷ সেই সময় বাপি নামে স্থানীয় এক দুষ্কৃতী তাঁর পথ আটকায় ৷ অভিযোগ, জোর করে তাঁকে গাড়ির বাইরে বের করে নিয়ে এসে বন্দুকের বাঁট দিয়ে মাথায় মারা হয় ৷ ঘটনায় গুরুতর জখম হয়েছেন তিনি ৷ তাপস নস্করকে লক্ষ্য করে 1 রাউন্ড গুলিও চালানো হয় বলে অভিযোগ ৷ গুলি তাঁর কাঁধ স্পর্শ করে বেরিয়ে গিয়েছে বলে জানিয়েছেন তাপস ৷ এই ঘটনায় ভোর রাতে নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত ব্যক্তি ৷

নরেন্দ্রপুরে রাতের অন্ধকারে এক ব্যক্তিকে লক্ষ্য করে চলল গুলি

আরও পড়ুন : সাঁতরাগাছিতে রেলের ঠিকাদারকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য প্রাণরক্ষা

এলাকায় সমাজবিরোধী হিসেবে পরিচিত বাপি ৷ তার একটি চায়ের দোকানও রয়েছে ৷ রাজনৈতিক মদতে সে এলাকায় সন্ত্রাস চালায় বলে অভিযোগ ৷ আক্রান্ত তাপস নস্করের দাবি তিনি কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন ৷ এলাকার কারও সঙ্গে তাঁর কোনও বিবাদ নেই ৷ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গুলি চালানোর অভিযোগ এসেছে ৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷ ঘটনার পর থেকেই বাপি এলাকা ছাড়া বলে জানা গিয়েছে ৷ তার খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ ৷

দক্ষিণ 24 পরগনা, 1 মে : নরেন্দ্রপুরে এক ব্যক্তিকে লক্ষ্য করে তাঁর বাড়ির সামেনই চলল গুলি ৷ বন্দুকের বাঁট দিয়ে তাঁর মাথা ফাটানোর অভিযোগও উঠেছে স্থানীয় এক দুষ্কৃতীর বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানা এলাকার খেয়াদহ 2নং অঞ্চলের আটঘরায় ৷ আক্রান্ত ব্যাক্তির নাম তাপস নস্কর ৷ তিনি পেশায় একজন গাড়িচালক ৷

গতকাল রাতে কাজ থেকে ফিরে গ্যারেজে গাড়ি রাখছিলেন তাপস ৷ সেই সময় বাপি নামে স্থানীয় এক দুষ্কৃতী তাঁর পথ আটকায় ৷ অভিযোগ, জোর করে তাঁকে গাড়ির বাইরে বের করে নিয়ে এসে বন্দুকের বাঁট দিয়ে মাথায় মারা হয় ৷ ঘটনায় গুরুতর জখম হয়েছেন তিনি ৷ তাপস নস্করকে লক্ষ্য করে 1 রাউন্ড গুলিও চালানো হয় বলে অভিযোগ ৷ গুলি তাঁর কাঁধ স্পর্শ করে বেরিয়ে গিয়েছে বলে জানিয়েছেন তাপস ৷ এই ঘটনায় ভোর রাতে নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত ব্যক্তি ৷

নরেন্দ্রপুরে রাতের অন্ধকারে এক ব্যক্তিকে লক্ষ্য করে চলল গুলি

আরও পড়ুন : সাঁতরাগাছিতে রেলের ঠিকাদারকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য প্রাণরক্ষা

এলাকায় সমাজবিরোধী হিসেবে পরিচিত বাপি ৷ তার একটি চায়ের দোকানও রয়েছে ৷ রাজনৈতিক মদতে সে এলাকায় সন্ত্রাস চালায় বলে অভিযোগ ৷ আক্রান্ত তাপস নস্করের দাবি তিনি কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন ৷ এলাকার কারও সঙ্গে তাঁর কোনও বিবাদ নেই ৷ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গুলি চালানোর অভিযোগ এসেছে ৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷ ঘটনার পর থেকেই বাপি এলাকা ছাড়া বলে জানা গিয়েছে ৷ তার খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.