ফলতা (দক্ষিণ 24 পরগনা), 6 ফেব্রুয়ারি : ঘুমের মধ্যেই রহস্যজনকভাবে আগুনে পুড়ে মৃত্যু হল এক ব্যক্তির। পুলিশ জানিয়েছে, বছর 45 এর মৃত আনোয়ার শেখ কলকাতার নিউ আলিপুরের বাসিন্দা। বৃহস্পতিবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটেছে ফলতা থানার দাদপুরে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷
দু'দিন আগে মামার বাড়িতে গিয়েছিলেন আনোয়ার শেখ। মামার বাড়িতে তাঁর একটি ঘরও রয়েছে। রাতে সেই ঘরেই থাকতেন আনোয়ার। বৃহস্পতিবার রাতে খাওয়াদাওয়ার পর নিজের ঘরে ঘুমতে চলে যান তিনি ৷ কিন্তু, পরেরদিন অনেক বেলা হয়ে গেলেও তিনি ঘুম থেকে না ওঠায় আনোয়ারকে ডাকাডাকি শুরু করেন তাঁর মামার বাড়ির সদস্যরা ৷ তারপরেও সাড়া না দেওয়ায় ঘরের জানালা দিয়ে উঁকি দেন তাঁরা ৷ দেখা যায় ঘরের ভিতরে সবকিছু পুড়ে গিয়েছে ৷ এমনকি আনোয়ারের পোড়া দেহ ঘরের মধ্যে রয়েছে ৷
আরও পড়ুন : বিষ্ণুপুরে যুবতির ঝুলন্ত দেহ উদ্ধার
এরপরেই খবর দেওয়া হয় ফলতা থানায় ৷ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা ভেঙে আনোয়ারের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে । পুলিশের অনুমান, রুম হিটার থেকে শর্ট সার্কিট থেকে আগুন লেগে দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।