ETV Bharat / state

Maheshtala Accident : উড়ালপুল থেকে সোজা নিচে এসে পড়ল লরি - lorry fell down from flyover

মহেশতলা পৌরসভার অন্তর্গত সম্প্রীতি উড়ালপুল থেকে নিচে পড়ে গেল লরি ৷ ঘটনাটি সোমবার ভোরের দিকে ঘটেছে ৷ সেই সময় পথে লোকজন না থাকায় বড়সড় বিপদ থেকে রক্ষা পাওয়া গিয়েছে ৷

Mahestala accident
সম্প্রীতি উড়ালপুল
author img

By

Published : Aug 23, 2021, 11:01 AM IST

Updated : Aug 23, 2021, 1:46 PM IST

মহেশতলা, 23 অগস্ট : উড়ালপুলের উপর দিয়ে যাচ্ছিল লরি ৷ হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে সেই লরি এসে পড়ল নিচের রাস্তায় ৷ দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা পৌরসভার অন্তর্গত সম্প্রীতি উড়ালপুলের ঘটনার ৷ আনুমানিক ভোর 5.15 নাগাদ দুর্ঘটনাটি ঘটে । তবে বড়সড় দুর্ঘটনা হলেও সৌভাগ্যশত প্রাণহানির ঘটনা ঘটেনি ৷ প্রাণে বেঁচেছেন চালকও ৷

সোমবার ভোরের দিকে সম্প্রীতি উড়ালপুল দিয়ে যাচ্ছিল ফুড কর্পোরেশনের একটি লরি ৷ 5.15 নাগাদ লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে নিচে এসে পড়ে ৷ জায়গাটি জনবহুল হলেও দুর্ঘটনার সময় কোনও লোকজন ছিল না ৷ বিকট আওয়াজে আশপাশের দোকানগুলির লোকজন জড়ো হয়ে যায় ৷ স্থানীয়রা বলছেন, সকাল 6 টার পর দুর্ঘটনা ঘটলে প্রাণহানির আশঙ্কা থাকত ৷ কারণ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ওই এলাকা জনবহুল হয়ে পড়ে ৷ তবে চালক সামান্য আহত হয়েছেন ৷

আরও পড়ুন : Raidighi Kidnap : রায়দিঘিতে স্থানীয়দের তৎপরতায় উদ্ধার অপহৃত ব্যক্তি, গ্রেফতার 3 অপহরণকারী

জানা গিয়েছে, গাড়িটি আছিপুর ফুড কর্পোরেশনের গোডাউনের রেশন থেকে দেওয়া দ্রব্যাদি নিয়ে তারাতলার দিকে যাচ্ছিল । কোনও যান্ত্রিক ত্রুটির ফলেই এই দুর্ঘটনাটি ঘটেছে বলে পুলিশের প্রাথমিক অনুমান । মহেশতলা থানার পুলিশ আপাতত বিবিটি রোডের একটি লেন অস্থায়ীরূপে বন্ধ করে রেখেছে । রাস্তা পরিষ্কারের জন্যে ঘটনাস্থলে একটি ব্রেকডাউন ভ্যান রয়েছে ৷

মহেশতলা, 23 অগস্ট : উড়ালপুলের উপর দিয়ে যাচ্ছিল লরি ৷ হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে সেই লরি এসে পড়ল নিচের রাস্তায় ৷ দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা পৌরসভার অন্তর্গত সম্প্রীতি উড়ালপুলের ঘটনার ৷ আনুমানিক ভোর 5.15 নাগাদ দুর্ঘটনাটি ঘটে । তবে বড়সড় দুর্ঘটনা হলেও সৌভাগ্যশত প্রাণহানির ঘটনা ঘটেনি ৷ প্রাণে বেঁচেছেন চালকও ৷

সোমবার ভোরের দিকে সম্প্রীতি উড়ালপুল দিয়ে যাচ্ছিল ফুড কর্পোরেশনের একটি লরি ৷ 5.15 নাগাদ লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে নিচে এসে পড়ে ৷ জায়গাটি জনবহুল হলেও দুর্ঘটনার সময় কোনও লোকজন ছিল না ৷ বিকট আওয়াজে আশপাশের দোকানগুলির লোকজন জড়ো হয়ে যায় ৷ স্থানীয়রা বলছেন, সকাল 6 টার পর দুর্ঘটনা ঘটলে প্রাণহানির আশঙ্কা থাকত ৷ কারণ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ওই এলাকা জনবহুল হয়ে পড়ে ৷ তবে চালক সামান্য আহত হয়েছেন ৷

আরও পড়ুন : Raidighi Kidnap : রায়দিঘিতে স্থানীয়দের তৎপরতায় উদ্ধার অপহৃত ব্যক্তি, গ্রেফতার 3 অপহরণকারী

জানা গিয়েছে, গাড়িটি আছিপুর ফুড কর্পোরেশনের গোডাউনের রেশন থেকে দেওয়া দ্রব্যাদি নিয়ে তারাতলার দিকে যাচ্ছিল । কোনও যান্ত্রিক ত্রুটির ফলেই এই দুর্ঘটনাটি ঘটেছে বলে পুলিশের প্রাথমিক অনুমান । মহেশতলা থানার পুলিশ আপাতত বিবিটি রোডের একটি লেন অস্থায়ীরূপে বন্ধ করে রেখেছে । রাস্তা পরিষ্কারের জন্যে ঘটনাস্থলে একটি ব্রেকডাউন ভ্যান রয়েছে ৷

Last Updated : Aug 23, 2021, 1:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.