ETV Bharat / state

নিকাহর 3 মাসের মধ্যে যুবতির অস্বাভাবিক মৃত্যু - baruipur news today

নিকাহর তিন মাসের মধ্যে অস্বাভাবিক মৃত্যু হল এক যুবতির । তাঁর নাম সেরিফা বিবি । ঘটনাটি বারুইপুর থানার রামনগর পঞ্চায়েতের ।

সেরিফা বিবি (20)
author img

By

Published : Nov 4, 2019, 9:55 PM IST

বারুইপুর, 4 নভেম্বর: নিকাহর তিন মাসের মধ্যে যুবতির অস্বাভাবিক মৃত্যু হল ৷ তাঁর নাম সেরিফা বিবি (20) । তিনি বারুইপুর থানার রামনগর গ্রাম পঞ্চায়েতের উত্তরভাগ এলাকার বাসিন্দা ছিলেন ৷ রবিবার আব্বার বাড়ির কাছে পুকুর থেকে তাঁর দেহ উদ্ধার হয় ।


শ্বশুরবাড়ি থেকে কয়েক দিন আগে আব্বার বাড়ি এসেছিলেন সেরিফা । আজ দুপুরে দিদির সঙ্গে পুকুরে স্নান করতে নেমেছিলেন । সেরিফার দিদি ডলি জানান, তাঁর বোন জলে নামার কিছুক্ষণের মধ্যেই তলিয়ে যান ৷ পরে পুকুর থেকে সেরিফাকে উদ্ধার করা হয় ৷ তারপর তাঁকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷


আজ পুলিশ মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়েছে ৷ ঘটনাটি নিছক জলে ডুবে মৃত্যু না কি অন্য কারণ রয়েছে, তা জানতে তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ ।

বারুইপুর, 4 নভেম্বর: নিকাহর তিন মাসের মধ্যে যুবতির অস্বাভাবিক মৃত্যু হল ৷ তাঁর নাম সেরিফা বিবি (20) । তিনি বারুইপুর থানার রামনগর গ্রাম পঞ্চায়েতের উত্তরভাগ এলাকার বাসিন্দা ছিলেন ৷ রবিবার আব্বার বাড়ির কাছে পুকুর থেকে তাঁর দেহ উদ্ধার হয় ।


শ্বশুরবাড়ি থেকে কয়েক দিন আগে আব্বার বাড়ি এসেছিলেন সেরিফা । আজ দুপুরে দিদির সঙ্গে পুকুরে স্নান করতে নেমেছিলেন । সেরিফার দিদি ডলি জানান, তাঁর বোন জলে নামার কিছুক্ষণের মধ্যেই তলিয়ে যান ৷ পরে পুকুর থেকে সেরিফাকে উদ্ধার করা হয় ৷ তারপর তাঁকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷


আজ পুলিশ মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়েছে ৷ ঘটনাটি নিছক জলে ডুবে মৃত্যু না কি অন্য কারণ রয়েছে, তা জানতে তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ ।

Intro:বিয়ের তিন মাসের মধ্যেই জলে ডুবে মৃত্যু হল এক গৃহবধূর। বারুইপুর থানার রামনগর গ্রাম পঞ্চায়েতের উত্তরভাগ এলাকার ঘটনা। বিয়ের তিন মাস পর বাপের বাড়িতে এসে পুকুরে স্নান করতে গিয়েছিল। সেলিনা বিবি নামে ওই গৃহবধূ জলে নামলে তলিয়ে যায়। পরে পরিবারের লোকজন উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে আনলে ডাক্তার মৃত বলে ঘোষণা করে। সোমবার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।Body:গতকাল দিদি ডলির সঙ্গে জলে নেমে ছিল সেরিনা। জলে নামার কিছুক্ষণের মধ্যেই তলিয়ে যায় সে। এরপর দীর্ঘক্ষণ ডলি তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে পরিবারের সদস্যদের কে এনে দীর্ঘক্ষণ পর তাকে উদ্ধার করে। সেলিনাকে উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসলে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করে। খবর পেয়ে বারাইপুর থানার পুলিশ হাসপাতাল থেকে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। আজ থানাতেই ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত হয়। তারপর মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায় বারাইপুর থানার পুলিশ। এটা নিছকই জলে ডুবে মৃত্যু নাকি খুন তার তদন্ত শুরু করেছে বারাইপুর থানার পুলিশ।Conclusion:Intro ও body তে কপি দিলাম।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.