বারুইপুর, 4 নভেম্বর: নিকাহর তিন মাসের মধ্যে যুবতির অস্বাভাবিক মৃত্যু হল ৷ তাঁর নাম সেরিফা বিবি (20) । তিনি বারুইপুর থানার রামনগর গ্রাম পঞ্চায়েতের উত্তরভাগ এলাকার বাসিন্দা ছিলেন ৷ রবিবার আব্বার বাড়ির কাছে পুকুর থেকে তাঁর দেহ উদ্ধার হয় ।
শ্বশুরবাড়ি থেকে কয়েক দিন আগে আব্বার বাড়ি এসেছিলেন সেরিফা । আজ দুপুরে দিদির সঙ্গে পুকুরে স্নান করতে নেমেছিলেন । সেরিফার দিদি ডলি জানান, তাঁর বোন জলে নামার কিছুক্ষণের মধ্যেই তলিয়ে যান ৷ পরে পুকুর থেকে সেরিফাকে উদ্ধার করা হয় ৷ তারপর তাঁকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷
আজ পুলিশ মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়েছে ৷ ঘটনাটি নিছক জলে ডুবে মৃত্যু না কি অন্য কারণ রয়েছে, তা জানতে তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ ।