বজবজ, 18 নভেম্বর : স্কুল খুলে যাওয়ায় মোবাইল ফোন মা নিয়ে নেওয়ায় অভিমানে আত্মঘাতী হল দশম শ্রেণির ছাত্রী ৷ ঘটনাটি ঘটেছে বজবজ পৌরসভার বালুরঘাটে ৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ 24 পরগনার বজবজ পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের বালুরঘাটে থাকেন পেশায় জুটমিল কর্মী সুভাষ মণ্ডল, তাঁর স্ত্রী রানু মণ্ডল ও 3 সন্তান ৷ স্ত্রীও পরিবারের আর্থিক প্রয়োজন মেটাতে একটি দোকানে কাজ করেন । আর ঘরেই থাকত 3 সন্তান ।
এতদিন অনলাইন ক্লাসের জন্য মোবাইল থাকত মেয়ের কাছে ৷ 16 নভেম্বর রাজ্যজুড়ে নবম শ্রেণি থেকে স্কুলের পঠন-পাঠন শুরু হয়েছে ৷ তাই রানু মণ্ডল ফোনটি তাঁর সঙ্গে দোকানে নিয়ে যান । আর তাতে বেজায় চটে যায় বজবজ ম্যানুয়াল গার্লস হাইস্কুলের দশম শ্রেণির ছাত্রীটি ।
আরও পড়ুন : Mobile Game : মোবাইলে গেম খেলতে না-পেয়ে আত্মঘাতী ছাত্রী
আজ স্বামী-স্ত্রী দু'জনে তাদের নিজ নিজ কর্মক্ষেত্রে বেরিয়ে যাওয়ার পর আনুমানিক সাড়ে ন'টা নাগাদ সুভাষবাবুর বড় ছেলে ঘরে ঢুকে তার বোনকে সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে ঘটনাটি তাঁর বাবাকে ফোন করে জানান । ছাত্রীকে বজবজ পৌর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন । বজবজ ফাঁড়ির পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে । এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।