ডায়মন্ড হারবার, 6 নভেম্বর: রবিবার ভোরের ডায়মন্ড হারবার-শিয়ালদা লোকালে (Diamond Harbour-Sealda Local) রক্তাক্তি ৷ এক ব্যবসায়ীকে ধারাল অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ (A Businessman Allegedly Stabs) মারার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে শিয়ালদা দক্ষিণশাখার দেউলা স্টেশনে ৷ আহত ব্যবসায়ীর নাম মসিয়ার জমাদার । বয়স 38 বছর ৷ তাঁর বাড়ি নেতড়ায় ৷
পুলিশ সূত্রে খবর, ভোর 5টা 40 মিনিটে নেতড়া স্টেশন থেকে ডায়মন্ড হারবার-শিয়ালদা লোকালে ওঠেন মসিয়ার জমাদার ৷ ট্রেন নেতড়া স্টেশন থেকে ছাড়তেই একদল দুষ্কৃতী মসিয়ারের উপর চড়াও হয়ে এলোপাথাড়ি কোপ মারতে শুরু করে ৷ এর পর দেউলা স্টেশন এলে দুষ্কৃতীরা ট্রেন থেকে নেমে পালিয়ে যায় ৷ ট্রেনের অন্যান্য যাত্রীরাই মসিয়ারকে উদ্ধার করে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে নিয়ে যায় ৷ সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে, তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয় ৷
আরও পড়ুন: প্রাক্তন গোয়েন্দাকে ইচ্ছা করে ধাক্কা গাড়ির ? প্রৌঢ়ের মৃত্যু
জানা গিয়েছে, মসিয়ার জমাদার পুরনো জিনিসপত্র কেনাবেচার ব্যবসা করেন ৷ গড়িয়াতে তাঁর দোকান রয়েছে ৷ নিত্যদিনের মতো তিনি 5টা 40 মিনিটের ট্রেনে ওঠেন ৷ সেই সময় দুষ্কৃতীরা তাঁর পিছনেই ধাওয়া করে ট্রেনে ওঠে ৷ এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে ৷ কে বা কারা এই হামলার সঙ্গে যুক্ত তা এখনও জানা যায়নি ৷ তবে, মসিয়ার জমাদারের পরিবারের অভিযোগ পুরনো কোনও শত্রুতার জেরেই এই ঘটনা ঘটেছে ৷ সেই সূত্রে ডায়মন্ড হারবার জিআরপি একজনকে আটক করেছে ৷ সবমিলিয়ে ভোরের লোকালে এই ধরনের ঘটনা ঘটায় যাত্রীদের নিরাপত্তা নিয়ে স্বভাবতই প্রশ্ন উঠে গিয়েছে বিভিন্ন মহলে।