ETV Bharat / state

Woman Kills Son: কুলতলিতে মা ও তাঁর প্রেমিকের হাতে খুন 4 বছরের ছেলে !

author img

By

Published : Feb 22, 2023, 12:44 PM IST

Updated : Feb 22, 2023, 1:55 PM IST

4 বছরের ছেলেকে খুনের অভিযোগ উঠল তার মা ও তাঁর প্রেমিকের বিরুদ্ধে (Woman Kills Son)৷ কুলতলিতে এই ঘটনা ঘটেছে ৷ অভিযুক্ত মহিলাকে আটক করেছে পুলিশ ৷

Woman Kills Son ETV Bharat
ছেলেকে খুন মায়ের
ছেলেকে খুনের অভিযোগ মা ও তাঁর প্রেমিকের বিরুদ্ধে

কুলতলি, 22 ফেব্রুয়ারি: মা ও মায়ের প্রেমিকের হাতে খুন চার বছরের শিশু (Woman Kills Son)! এই অভিযোগে চাঞ্চল্য ছড়াল কুলতলি (Kultali Murder Case) থানার কুন্দখালি গ্রামে । মঙ্গলবার সন্ধ্যায় শিশুটির মৃতদেহ দেখতে পান এলাকার মানুষজন (South 24 Parganas News)। তার মাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি কোনও সদুত্তর না দিতে পারায় এলাকার লোকজন তাঁকে মারধর শুরু করে ৷ তখন ওই মহিলা স্বীকার করে নেন যে, তিনি ও তাঁর প্রেমিক খুন করেছেন শিশুটিকে । পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির মৃতদেহ উদ্ধার করে ৷ আটক করা হয়েছে তার মাকে । পলাতক ধৃতের প্রেমিক ।

বছর 15 আগের কথায় ৷ বিয়ের পর তোয়েব আলি পিয়াদা সংসার চালাতে জোগাড়ের কাজ করতে কলকাতায় যান । সেই সময় তাঁর স্ত্রী মাফুজা পিয়াদা কুলতলির গাজীর হাটের আবুল হোসেন শেখের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক জড়িয়ে পড়েন বলে অভিযোগ । স্বামী কাজে বেরিয়ে গেলে মাঝেমধ্যেই আবুল হোসেন মাফুজার বাড়িতে আসতেন ।

জানা গিয়েছে, মঙ্গলবার সকালে তোয়েব আলি বাড়িতে না থাকায় তাঁর বাড়িতে আসেন আবুল ৷ তিনি ও মাফুজা সিদ্ধান্ত নেন যে তাঁরা অন্যত্র গিয়ে বিয়ে করবেন । তখনই বাধ সাধে 4 বছরের ছেলে । ছেলে থাকলে ওই মহিলাকে বিয়ে করবেন না বলে জানান তাঁর প্রেমিক ৷ তখনই সেই শিশুকে তার মা ও প্রেমিক চক্রান্ত করে খুন করে বলে অভিযোগ ।

আরও পড়ুন: কিশোরীকে শ্বাসরোধ করে খুন, গ্রেফতার অভিযুক্ত সৎ মা

প্রতিবেশী আবু সিদ্দিকী পেয়াদা বলেন, সন্ধ্যায় তাঁরা খবর পান একটি শিশু মারা গিয়েছে । তারপরেই সেখানে গিয়ে দেখেন, শিশুটির গায়ে একাধিক আঘাতের চিহ্ন । তার মাকে জিজ্ঞাসাবাদ করার পর তিনি কিছু না বলায়, সন্দেহের বশে তাঁকে মারধর শুরু করেন এলাকার মানুষজন । এর পরেই মাফুজা বলেন, স্বামী দোকানে গিয়েছিলেন আর সেই সময়ই তাঁর প্রেমিক ছেলেটিকে খুন করেছেন ।

এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায় । খবর দেওয়া হয় কুলতলি থানায় । পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির মৃতদেহ উদ্ধার করে ৷ পাশাপাশি শিশুটির মাকে আটক করে নিয়ে যায় পুলিশ । তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ তবে মাফুজার প্রেমিক পলাতক ৷ তাঁর খোঁজে চলছে তল্লাশি ৷

ছেলেকে খুনের অভিযোগ মা ও তাঁর প্রেমিকের বিরুদ্ধে

কুলতলি, 22 ফেব্রুয়ারি: মা ও মায়ের প্রেমিকের হাতে খুন চার বছরের শিশু (Woman Kills Son)! এই অভিযোগে চাঞ্চল্য ছড়াল কুলতলি (Kultali Murder Case) থানার কুন্দখালি গ্রামে । মঙ্গলবার সন্ধ্যায় শিশুটির মৃতদেহ দেখতে পান এলাকার মানুষজন (South 24 Parganas News)। তার মাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি কোনও সদুত্তর না দিতে পারায় এলাকার লোকজন তাঁকে মারধর শুরু করে ৷ তখন ওই মহিলা স্বীকার করে নেন যে, তিনি ও তাঁর প্রেমিক খুন করেছেন শিশুটিকে । পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির মৃতদেহ উদ্ধার করে ৷ আটক করা হয়েছে তার মাকে । পলাতক ধৃতের প্রেমিক ।

বছর 15 আগের কথায় ৷ বিয়ের পর তোয়েব আলি পিয়াদা সংসার চালাতে জোগাড়ের কাজ করতে কলকাতায় যান । সেই সময় তাঁর স্ত্রী মাফুজা পিয়াদা কুলতলির গাজীর হাটের আবুল হোসেন শেখের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক জড়িয়ে পড়েন বলে অভিযোগ । স্বামী কাজে বেরিয়ে গেলে মাঝেমধ্যেই আবুল হোসেন মাফুজার বাড়িতে আসতেন ।

জানা গিয়েছে, মঙ্গলবার সকালে তোয়েব আলি বাড়িতে না থাকায় তাঁর বাড়িতে আসেন আবুল ৷ তিনি ও মাফুজা সিদ্ধান্ত নেন যে তাঁরা অন্যত্র গিয়ে বিয়ে করবেন । তখনই বাধ সাধে 4 বছরের ছেলে । ছেলে থাকলে ওই মহিলাকে বিয়ে করবেন না বলে জানান তাঁর প্রেমিক ৷ তখনই সেই শিশুকে তার মা ও প্রেমিক চক্রান্ত করে খুন করে বলে অভিযোগ ।

আরও পড়ুন: কিশোরীকে শ্বাসরোধ করে খুন, গ্রেফতার অভিযুক্ত সৎ মা

প্রতিবেশী আবু সিদ্দিকী পেয়াদা বলেন, সন্ধ্যায় তাঁরা খবর পান একটি শিশু মারা গিয়েছে । তারপরেই সেখানে গিয়ে দেখেন, শিশুটির গায়ে একাধিক আঘাতের চিহ্ন । তার মাকে জিজ্ঞাসাবাদ করার পর তিনি কিছু না বলায়, সন্দেহের বশে তাঁকে মারধর শুরু করেন এলাকার মানুষজন । এর পরেই মাফুজা বলেন, স্বামী দোকানে গিয়েছিলেন আর সেই সময়ই তাঁর প্রেমিক ছেলেটিকে খুন করেছেন ।

এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায় । খবর দেওয়া হয় কুলতলি থানায় । পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির মৃতদেহ উদ্ধার করে ৷ পাশাপাশি শিশুটির মাকে আটক করে নিয়ে যায় পুলিশ । তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ তবে মাফুজার প্রেমিক পলাতক ৷ তাঁর খোঁজে চলছে তল্লাশি ৷

Last Updated : Feb 22, 2023, 1:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.