ETV Bharat / state

লক্ষাধিক নগদ টাকা সহ কেজি পাচেক রুপো উদ্ধার জয়নগরে, আটক 3

নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বিভিন্ন স্থানে শুরু হয়েছে নাকা চেকিং ও পেট্রলিং । লাখ তিনেক নগদ টাকা সহ প্রায় 5 কেজি রুপো উদ্ধার জয়নগরে । ঘটনায় আটক করা হয়েছে 3 জনকে ।

লক্ষাধিক নগদ টাকা সহ কেজি পাচেক রুপো উদ্ধার জয়নগরে, আটক 3
লক্ষাধিক নগদ টাকা সহ কেজি পাচেক রুপো উদ্ধার জয়নগরে, আটক 3
author img

By

Published : Mar 18, 2021, 2:20 PM IST

জয়নগর, 18 মার্চ : বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে, প্রার্থী ঘোষণাও প্রায় শেষের দিকে । শুরু হয়ে গিয়েছে আদর্শ আচরণ বিধি । তাই বিভিন্ন স্থানে শুরু হয়েছে নাকা চেকিং । আর সেই নাকা চেকিংয়ে গতরাতে দক্ষিণ 24 পরগনার জয়নগর থানা এলাকায় একটি গাড়ি থেকে এবার উদ্ধার হল প্রায় লক্ষাধিক টাকা সহ রুপোর গয়না । ঘটনায় আটক করা হয়েছে চালক সহ দুই যাত্রীকে ।

পুলিশ জানিয়েছে, গতরাত 12 টা নাগাদ একটি সাদা রঙের গাড়ি কলকাতার উদ্দেশ্যে যাচ্ছিল । সেই জয়নগর থানার মুলদিয়ে মোড়ের কাছে পুলিশের নাকা চেকিং চলছিল । তাতে উদ্ধার হয় প্রায় কেজি পাচেক রুপোর গয়না সহ নগদ তিন লাখ টাকা । উদ্ধার হওয়া রুপোর গয়নার বাজার মূল্য প্রায় তিন লাখ টাকা । ওই গাড়িতে চালক সহ দুই যাত্রী ছিল, তাদের আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ ।

আরও পড়ুন : সারদাকাণ্ডে এবার তৃণমূল প্রার্থী বিবেক গুপ্তকে সমন ইডি-র

আটক করা হয়েছে শাহনাজ বৈদ্য, ইছা আলি, ওয়াসিম মোল্লা(চালক) । প্রত্যেকের বাড়ি রাজারহাট এলাকায় । ভোটের আগে লাখ লাখ নগদ টাকা ও রুপোর গয়না কোথা থেকে কোথায় নিয়ে যাওয়ার উদ্দেশ্য ছিল ওই তিন জনের তার খোঁজ চালাচ্ছে পুলিশ । ঘটনার তদন্ত শুরু করেছে । পুলিশ গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে ।

জয়নগর, 18 মার্চ : বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে, প্রার্থী ঘোষণাও প্রায় শেষের দিকে । শুরু হয়ে গিয়েছে আদর্শ আচরণ বিধি । তাই বিভিন্ন স্থানে শুরু হয়েছে নাকা চেকিং । আর সেই নাকা চেকিংয়ে গতরাতে দক্ষিণ 24 পরগনার জয়নগর থানা এলাকায় একটি গাড়ি থেকে এবার উদ্ধার হল প্রায় লক্ষাধিক টাকা সহ রুপোর গয়না । ঘটনায় আটক করা হয়েছে চালক সহ দুই যাত্রীকে ।

পুলিশ জানিয়েছে, গতরাত 12 টা নাগাদ একটি সাদা রঙের গাড়ি কলকাতার উদ্দেশ্যে যাচ্ছিল । সেই জয়নগর থানার মুলদিয়ে মোড়ের কাছে পুলিশের নাকা চেকিং চলছিল । তাতে উদ্ধার হয় প্রায় কেজি পাচেক রুপোর গয়না সহ নগদ তিন লাখ টাকা । উদ্ধার হওয়া রুপোর গয়নার বাজার মূল্য প্রায় তিন লাখ টাকা । ওই গাড়িতে চালক সহ দুই যাত্রী ছিল, তাদের আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ ।

আরও পড়ুন : সারদাকাণ্ডে এবার তৃণমূল প্রার্থী বিবেক গুপ্তকে সমন ইডি-র

আটক করা হয়েছে শাহনাজ বৈদ্য, ইছা আলি, ওয়াসিম মোল্লা(চালক) । প্রত্যেকের বাড়ি রাজারহাট এলাকায় । ভোটের আগে লাখ লাখ নগদ টাকা ও রুপোর গয়না কোথা থেকে কোথায় নিয়ে যাওয়ার উদ্দেশ্য ছিল ওই তিন জনের তার খোঁজ চালাচ্ছে পুলিশ । ঘটনার তদন্ত শুরু করেছে । পুলিশ গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.