ETV Bharat / state

স্কুলের বারান্দায় গল্প করছিল, বাজ পড়ে মৃত 2 ছাত্র - Palta

জীবনতলা থানার পুলিশ সূত্রের খবর, হোমরা পলতা হাইস্কুলে বজ্রপাতের ঘটনায় ক্লাস নাইনের দু'জন ছাত্রের মৃত্যু হয়েছে । আহত হয়েছে ক্লাস টুয়েলভের একজন ছাত্র । মৃতদেহে দুটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে ।

প্রতীকী ছবি
author img

By

Published : Jul 16, 2019, 9:57 PM IST

জীবনতলা, 16 জুলাই : বাজ পড়ে মৃত্যু হল দুই ছাত্রের । আহত এক । মৃতদের নাম আনিসুর রহমান (14) ও সুজাউদ্দিন মোল্লা (14) । আহতের নাম আমিরুল হালদার (17) । তারা সকলেই দক্ষিণ 24 পরগনার জীবনতলা থানার হোমরা পলতার ঘটনা । তিনজনই হোমরা পলতা হাইস্কুলের ছাত্র ।

jibantala
হোমরা পলতা হাইস্কুল

স্কুলের এক ছাত্র বলে, "আজ দুপুরে টিফিনের সময় আনিসুর, সুজাউদ্দিন ও আমিরুল বারান্দায় দাঁড়িয়ে গল্প করছিল । সেই সময় বৃষ্টি শুরু হয় । এরপর হঠাৎ করেই স্কুলের মধ্যে বজ্রপাত হয় । মারা যায় আনিসুর । গুরুতর আহত অবস্থায় সুজাউদ্দিন ও আমিরুলকে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে চিকিৎসকরা সুজাউদ্দিনকে মৃত বলে ঘোষণা করেন । আমিরুল বর্তমানে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ।"

জীবনতলা থানার পুলিশ সূত্রের খবর, হোমরা পলতা হাইস্কুলে বজ্রপাতের ঘটনায় ক্লাস নাইনের দু'জন ছাত্রের মৃত্যু হয়েছে । আহত হয়েছে ক্লাস টুয়েলভের একজন ছাত্র । মৃতদেহে দুটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে ।

অন্যদিকে, জীবনতলা থানার খুঁচিতলাতে বাজ পড়ে মৃত্যু হয় আরও একজনের । মৃতের নাম, পরিচয় জানা যায়নি । পুলিশ সূত্রে খবর, খুঁচিতলা এলাকায় মাছের ভেরিতে কাজ করতে এসেছিল ওই ব্যক্তি । সেসময় হঠাৎ বাজ পড়ায় ঘটনাস্থানেই মৃত্যু হয় তার ।

জীবনতলা, 16 জুলাই : বাজ পড়ে মৃত্যু হল দুই ছাত্রের । আহত এক । মৃতদের নাম আনিসুর রহমান (14) ও সুজাউদ্দিন মোল্লা (14) । আহতের নাম আমিরুল হালদার (17) । তারা সকলেই দক্ষিণ 24 পরগনার জীবনতলা থানার হোমরা পলতার ঘটনা । তিনজনই হোমরা পলতা হাইস্কুলের ছাত্র ।

jibantala
হোমরা পলতা হাইস্কুল

স্কুলের এক ছাত্র বলে, "আজ দুপুরে টিফিনের সময় আনিসুর, সুজাউদ্দিন ও আমিরুল বারান্দায় দাঁড়িয়ে গল্প করছিল । সেই সময় বৃষ্টি শুরু হয় । এরপর হঠাৎ করেই স্কুলের মধ্যে বজ্রপাত হয় । মারা যায় আনিসুর । গুরুতর আহত অবস্থায় সুজাউদ্দিন ও আমিরুলকে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে চিকিৎসকরা সুজাউদ্দিনকে মৃত বলে ঘোষণা করেন । আমিরুল বর্তমানে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ।"

জীবনতলা থানার পুলিশ সূত্রের খবর, হোমরা পলতা হাইস্কুলে বজ্রপাতের ঘটনায় ক্লাস নাইনের দু'জন ছাত্রের মৃত্যু হয়েছে । আহত হয়েছে ক্লাস টুয়েলভের একজন ছাত্র । মৃতদেহে দুটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে ।

অন্যদিকে, জীবনতলা থানার খুঁচিতলাতে বাজ পড়ে মৃত্যু হয় আরও একজনের । মৃতের নাম, পরিচয় জানা যায়নি । পুলিশ সূত্রে খবর, খুঁচিতলা এলাকায় মাছের ভেরিতে কাজ করতে এসেছিল ওই ব্যক্তি । সেসময় হঠাৎ বাজ পড়ায় ঘটনাস্থানেই মৃত্যু হয় তার ।

Intro:বাজ পড়ে মৃত্যু হল নবম শ্রেণীর দুই ছাত্রের। মৃতের নাম আনিসুর রহমান(১৪)ও সুজাউদ্দিন মোল্ল্যা ১৪।ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার জীবন তলা থানার অন্তর্গত হোমরা পলতা এলাকায়। ঘটনায় আরো এক ছাত্র গুরুতর জখম হয়েছে। আহতদেরকে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে। এদিন দুপুরে স্কুলের বারান্দায় দাড়িয়ে ছিল ওই ছাত্ররা। সেই সময় বজ্রপাত হয় স্কুলের একেবারে কাছেই। ঘটনা স্থলেই মৃত্যু হয় অনিসুরের। সুজাউদ্দিন মোল্লা ও দ্বাদশ শ্রেণীর ছাত্র আমি আমিরুল হালদার কে ক্যানিং মহকুমা হাসপাতালে আহত অবস্থায় নিয়ে আসার পথে সুজাউদ্দিন মারা যায়। Body:ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্কুল চত্বরে। আমিরুল সহপাঠীরা জানায় টিফিনের সময় আমরা সবাই ক্লাসের মধ্যে বসে ছিলাম। খুব জোরে বৃষ্টি হচ্ছিল। সেই সময় আমিরুল বারান্দার ধারে দাঁড়িয়ে নবন শ্রেণীর দুই ছাত্রের সঙ্গে কথা বলছিল। বৃষ্টি হতে হতে হটাৎ বজ্রপাত হয় স্কুলের মধ্যে। তখনি তিন জন বারান্দায় লুটিয়ে পড়ে। সঙ্গে সঙ্গে স্কুলের শিক্ষক ও সহ পাঠীরা তাদের কে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করে।Conclusion:পুলিশ সূত্রে খবর হোমরা পলতা হাইস্কুলে বজ্রপাতের ঘটনায় নবম শ্রেণীর দুই ছাত্রের মৃত্যু হয়েছে। দ্বাদশ শ্রেণীর এক ছাত্র আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.