জীবনতলা, 16 জুলাই : বাজ পড়ে মৃত্যু হল দুই ছাত্রের । আহত এক । মৃতদের নাম আনিসুর রহমান (14) ও সুজাউদ্দিন মোল্লা (14) । আহতের নাম আমিরুল হালদার (17) । তারা সকলেই দক্ষিণ 24 পরগনার জীবনতলা থানার হোমরা পলতার ঘটনা । তিনজনই হোমরা পলতা হাইস্কুলের ছাত্র ।
স্কুলের এক ছাত্র বলে, "আজ দুপুরে টিফিনের সময় আনিসুর, সুজাউদ্দিন ও আমিরুল বারান্দায় দাঁড়িয়ে গল্প করছিল । সেই সময় বৃষ্টি শুরু হয় । এরপর হঠাৎ করেই স্কুলের মধ্যে বজ্রপাত হয় । মারা যায় আনিসুর । গুরুতর আহত অবস্থায় সুজাউদ্দিন ও আমিরুলকে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে চিকিৎসকরা সুজাউদ্দিনকে মৃত বলে ঘোষণা করেন । আমিরুল বর্তমানে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ।"
জীবনতলা থানার পুলিশ সূত্রের খবর, হোমরা পলতা হাইস্কুলে বজ্রপাতের ঘটনায় ক্লাস নাইনের দু'জন ছাত্রের মৃত্যু হয়েছে । আহত হয়েছে ক্লাস টুয়েলভের একজন ছাত্র । মৃতদেহে দুটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে ।
অন্যদিকে, জীবনতলা থানার খুঁচিতলাতে বাজ পড়ে মৃত্যু হয় আরও একজনের । মৃতের নাম, পরিচয় জানা যায়নি । পুলিশ সূত্রে খবর, খুঁচিতলা এলাকায় মাছের ভেরিতে কাজ করতে এসেছিল ওই ব্যক্তি । সেসময় হঠাৎ বাজ পড়ায় ঘটনাস্থানেই মৃত্যু হয় তার ।