ব্যারাকপুর, 20 অক্টোবর : আচমকা বিস্ফোেরণে কেঁপে উঠল ব্যারাকপুর ৷ বিস্ফোরণে 2 জনের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে । বুধের সকালে ব্যারাকপুর কালিয়া নিবাস জোরালো বিস্ফোরণে কেঁপে ওঠে ৷ বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে বাড়ির ছাদ-সহ ঘরের সমস্ত দরজা জানালার কাচ ফেটে চৌচির হয়ে যায় ৷
ঘটনায় জখম তিনজন ৷ এদের মধ্যে দু'জনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে । এদিন সকাল দশটা নাগাদ এই বিস্ফোরণের ঘটনা ঘটে। বাড়ির মালিক বাড়িতে থাকতেন না বলে জানা গিয়েছে ৷ নিচেরতলায় ভাড়া থাকত দুই পরিবার ৷ যে ঘরে বিস্ফোরণ ঘটেছে সেই ঘরে মিলেছে অনেকগুলো কেমিক্যাল ভর্তি ড্রাম। দুই পরিবারের মধ্যে একটি পরিবারে মাত্র একজন সদস্যই থাকতেন ৷ নাম সাঈই জিদাল। স্থানীয়রা প্রথমে মনে করেন গ্যাস সিলিন্ডার ফেটেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে ৷ কিন্তু ঘরে গিয়ে দেখা যায় তিনটি গ্যাস সিলিন্ডারই অক্ষত অবস্থায় রয়েছে ।
এই সংক্রান্ত খবর : কালিয়াচকে জ্বালানির কাঠ সংগ্রহে গিয়ে মজুত বোমা বিস্ফোরণ, আহত দুই কিশোর
টিটাগড় থানার পুলিশ দুই পরিবারের সকলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে । আটক এক ভাড়াটিয়া রাজ মল্লিক স্বীকার করেছে সে ঘরে সমস্ত রকম নেশা করত ৷ কিন্তু এই ঘটনায় তার কোনও হাত নেই। ঘরের ভিতর থেকে মদের বোতল, ড্রাগের পুরিয়া উদ্ধার করে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান ঘরের ভিতরে যা কেমিক্যাল পাওয়া গেছে সেখান থেকেই এই বিস্ফোরণের ঘটনা ৷ তদন্তে নেমেছে পুলিশ।