ETV Bharat / state

Couple Body Recover: নুঙ্গি স্টেশনের কাছে ট্রেনে কাটা পড়ে মৃত্যু যুগলের - Couple Body Recover

শিয়ালদা-বজবজ শাখার আপ বজবজ-শিয়ালদা লাইনে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল যুগলের(Couple Body Recover)৷ যুবকের পরিচয় জানা গেলেও বিবাহিত মহিলার পরিচয় এখনও জানা যায়নি ৷

Etv Bharat
নুঙ্গি স্টেশনের কাছে ট্রেনে কাটা পড়ে মৃত্যু যুগলের
author img

By

Published : Dec 15, 2022, 4:46 PM IST

শিয়ালদা, 15 ডিসেম্বর: ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল যুগলের (2 Died Hit by Train Near Nangi Station) ৷ বৃহস্পতিবার বেলা 11টা 45 নাগাদ শিয়ালদা-বজবজ শাখার 13 নম্বর রেলগেটের 31 নম্বর রেলব্রিজের কাছে আপ বজবজ-শিয়ালদা লাইনে এই ঘটনা ঘটে ৷ খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় জিআরপির আধিকারিকরা ।

জিআরপি সূত্রে জানা গিয়েছে, শিয়ালদা-বজবজ শাখায় নুঙ্গি স্টেশনের কাছে এই যুগল ট্রেনে কাটা পড়ে । মৃত ব্যক্তির পকেট থেকে একটি রেশন কার্ড পাওয়া গিয়েছে । সেখান থেকে ব্যক্তির নাম সাদ্দাম মল্লিক বলে জানা গিয়েছে । তাঁর আনুমানিক বয়স 24 বা 25 ৷ তবে শাঁখা পলা পরিহিতা মহিলার পরিচয় জানা যায়নি ৷

আশেপাশের স্থানীয় মানুষজনকে জিজ্ঞাসা করে জানা গিয়েছে যে, ওই ব্যক্তি এক বিবাহিত মহিলার সঙ্গে বাড়ির অমতে অন্যত্র বসবাস করছিলেন ৷ এর ফলে বাড়িতে অশান্তি হওয়ায় তাঁরা রেললাইনে আত্মহত্যা করে । যুবকের বাড়ির লোককে দেহ সনাক্ত করার জন্য ডেকে পাঠানো হয়েছে ৷ দেহ দু'টি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

আরও পড়ুন : বাঁকুড়ায় যুগলের ঝুলন্ত দেহ উদ্ধার

শিয়ালদা, 15 ডিসেম্বর: ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল যুগলের (2 Died Hit by Train Near Nangi Station) ৷ বৃহস্পতিবার বেলা 11টা 45 নাগাদ শিয়ালদা-বজবজ শাখার 13 নম্বর রেলগেটের 31 নম্বর রেলব্রিজের কাছে আপ বজবজ-শিয়ালদা লাইনে এই ঘটনা ঘটে ৷ খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় জিআরপির আধিকারিকরা ।

জিআরপি সূত্রে জানা গিয়েছে, শিয়ালদা-বজবজ শাখায় নুঙ্গি স্টেশনের কাছে এই যুগল ট্রেনে কাটা পড়ে । মৃত ব্যক্তির পকেট থেকে একটি রেশন কার্ড পাওয়া গিয়েছে । সেখান থেকে ব্যক্তির নাম সাদ্দাম মল্লিক বলে জানা গিয়েছে । তাঁর আনুমানিক বয়স 24 বা 25 ৷ তবে শাঁখা পলা পরিহিতা মহিলার পরিচয় জানা যায়নি ৷

আশেপাশের স্থানীয় মানুষজনকে জিজ্ঞাসা করে জানা গিয়েছে যে, ওই ব্যক্তি এক বিবাহিত মহিলার সঙ্গে বাড়ির অমতে অন্যত্র বসবাস করছিলেন ৷ এর ফলে বাড়িতে অশান্তি হওয়ায় তাঁরা রেললাইনে আত্মহত্যা করে । যুবকের বাড়ির লোককে দেহ সনাক্ত করার জন্য ডেকে পাঠানো হয়েছে ৷ দেহ দু'টি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

আরও পড়ুন : বাঁকুড়ায় যুগলের ঝুলন্ত দেহ উদ্ধার

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.