ETV Bharat / state

Trawler Capsized : মাঝ নদীতে ট্রলার উলটে বিপত্তি, উদ্ধার 15 মৎস্যজীবী - 15 fishermen rescued after trawler capsized in Hatania Doania river

দক্ষিণ 24 পরগনা জেলার নামখানায় হাতানিয়া দোয়ানিয়া নদীতে এফবি শঙ্খচক্র নামে ট্রলার উলটে বিপত্তি ৷ ট্রলারে থাকা 15 জন মৎস্যজীবীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে ৷ ট্রলারটি উদ্ধারের কাজ চলছে (15 fishermen rescued after trawler capsized in Hatania Doania river) ৷

Trawler Capsized
মাঝ নদীতে ট্রলার উল্টে বিপত্তি, উদ্ধার 15 মৎস্যজীবী
author img

By

Published : Jun 13, 2022, 4:47 PM IST

নামখানা, 13 জুন: ইলিশ ধরার মরশুমে বিপত্তি। সোমবার দক্ষিণ 24 পরগনার নামখানায় হাতানিয়া দোয়ানিয়া নদীতে 15 জন মৎসজীবীকে নিয়ে এফবি শঙ্খচক্র নামে কাকদ্বীপের একটি ট্রলার উলটে যায়। যদিও স্থানীয় মৎস্যজীবী এবং পুলিশি তৎপরতায় মৎস্যজীবীদের নিরাপদে উদ্ধার করা হয়েছে (15 fishermen rescued after trawler capsized in Hatania Doania river) ৷

চলতি মাসের 15 তারিখ থেকে মৎস্য দফতরের তরফে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ার অনুমতি মিলেছে ৷ সেইমতোই মাছ ধরতে যাওয়ার প্রস্তুতি শুরু করেছেন মৎস্যজীবীরা ৷ সাধারণত মোহনার কাছাকাছি বন্দরগুলোতে ট্রলারগুলি জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র মজুত করে। তেমনই 15 জন মৎসজীবী নিয়ে ট্রলারটি কাকদ্বীপ থেকে নামখানা মৎস্য বন্দরের দিকে আসছিল। সেই সময় ট্রলারটি নিয়ন্ত্রণ হারিয়ে হাতানিয়া-দোয়ানিয়া নদীতে উলটে যায় বলে জানা গিয়েছে ।

মাঝ নদীতে ট্রলার উলটে বিপত্তি

দুর্ঘটনাটি দ্রুত স্থানীয় মৎস্যজীবীদের চোখে পড়ায় তাঁরা এগিয়ে আসেন ট্রলারে থাকা মৎস্যজীবীদের উদ্ধার করতে ৷ উদ্ধার করা হয়েছে 15 মৎস্যজীবীকে ৷ সকলেই সুস্থ আছেন ৷ মরশুমের আগে এই ধরনের বিপত্তিতে ব্যাপক ক্ষতির সম্মুখীন ট্রলারমালিক ও ট্রলারে থাকা মৎস্যজীবীরা। ট্রলারটিকে উদ্ধারের কাজ শুরু করা হয়েছে।

আরও পড়ুন : Troller Capsized: ট্রলার ডুবিতে মৃত দুই ! নিখোঁজ সাত

নামখানা, 13 জুন: ইলিশ ধরার মরশুমে বিপত্তি। সোমবার দক্ষিণ 24 পরগনার নামখানায় হাতানিয়া দোয়ানিয়া নদীতে 15 জন মৎসজীবীকে নিয়ে এফবি শঙ্খচক্র নামে কাকদ্বীপের একটি ট্রলার উলটে যায়। যদিও স্থানীয় মৎস্যজীবী এবং পুলিশি তৎপরতায় মৎস্যজীবীদের নিরাপদে উদ্ধার করা হয়েছে (15 fishermen rescued after trawler capsized in Hatania Doania river) ৷

চলতি মাসের 15 তারিখ থেকে মৎস্য দফতরের তরফে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ার অনুমতি মিলেছে ৷ সেইমতোই মাছ ধরতে যাওয়ার প্রস্তুতি শুরু করেছেন মৎস্যজীবীরা ৷ সাধারণত মোহনার কাছাকাছি বন্দরগুলোতে ট্রলারগুলি জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র মজুত করে। তেমনই 15 জন মৎসজীবী নিয়ে ট্রলারটি কাকদ্বীপ থেকে নামখানা মৎস্য বন্দরের দিকে আসছিল। সেই সময় ট্রলারটি নিয়ন্ত্রণ হারিয়ে হাতানিয়া-দোয়ানিয়া নদীতে উলটে যায় বলে জানা গিয়েছে ।

মাঝ নদীতে ট্রলার উলটে বিপত্তি

দুর্ঘটনাটি দ্রুত স্থানীয় মৎস্যজীবীদের চোখে পড়ায় তাঁরা এগিয়ে আসেন ট্রলারে থাকা মৎস্যজীবীদের উদ্ধার করতে ৷ উদ্ধার করা হয়েছে 15 মৎস্যজীবীকে ৷ সকলেই সুস্থ আছেন ৷ মরশুমের আগে এই ধরনের বিপত্তিতে ব্যাপক ক্ষতির সম্মুখীন ট্রলারমালিক ও ট্রলারে থাকা মৎস্যজীবীরা। ট্রলারটিকে উদ্ধারের কাজ শুরু করা হয়েছে।

আরও পড়ুন : Troller Capsized: ট্রলার ডুবিতে মৃত দুই ! নিখোঁজ সাত

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.