ETV Bharat / state

fishermen detained : জলসীমা লঙ্ঘন করায় বাংলাদেশি নৌবাহিনীর হাতে 14 ভারতীয় মৎস্যজীবী আটক

author img

By

Published : Aug 9, 2021, 10:59 PM IST

14 জন ভারতীয় মৎস্যজীবীকে তাঁদের ট্রলার সমেত আটক করেছে বাংলাদেশ উপকূলরক্ষী বাহিনীর (Border Guard Bangladesh-BGB) ৷ গভীর সমুদ্রে ইলিশ ধরতে গিয়ে ভারতীয় জলসীমা লঙ্ঘন করে বাংলাদেশের দিকে চলে যাওয়ায় তাঁদের আটক করা হয়েছে বলে জানা গিয়েছে ৷ ঘটনার পরই মৎস্যজীবী সংগঠনের তরফে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর (Indian Coast Guard) সঙ্গে যোগাযোগ করা হয়েছে ৷

বাংলাদেশি নৌবাহিনীর হাতে আটক 14 ভারতীয় মৎস্যজীবী
বাংলাদেশি নৌবাহিনীর হাতে আটক 14 ভারতীয় মৎস্যজীবী

কাকদ্বীপ, 9 অগস্ট : বাংলাদেশ উপকূলরক্ষী বাহিনীর (Border Guard Bangladesh-BGB) হাতে আটক ভারতীয় ট্রলার । রবিবার বঙ্গোপসাগরে ভারত-বাংলাদেশ জল সীমানার কাছে 'এফবি স্বর্ণতারা' নামে ওই ট্রলারটিকে আটক করেছে বিজিবি ৷ মৎস্যজীবী সংগঠন সূত্রে খবর, আটক ট্রলারটিতে 14 জন মৎস্যজীবী রয়েছেন । ইতিমধ্যেই প্রশাসনের তরফে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে ৷ ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর (Indian Coast Guard) সঙ্গেও যোগাযোগ করা হয়েছে ৷ দু'দেশের উপকূলরক্ষী বাহিনীর মধ্যে এনিয়ে আলোচনা চলছে ।

মৎস্য দফতর সূত্রে খবর, গভীর সমুদ্রে ইলিশ ধরার জন্য গত শুক্রবার পাথরপ্রতিমার সীতারামপুর থেকে রওনা দিয়েছিল ট্রলার 'এফবি স্বর্ণতারা'। কিন্তু ট্রলারটি মাছ ধরার সময় আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করে বাংলাদেশের মধ্যে ঢুকে পড়াতে বাংলাদেশ বর্ডার গার্ড ট্রলারটি আটক করেছে । উত্তাল সমুদ্র ঢেউ এবং খারাপ আবহাওয়ার জেরে ট্রলারটি বাংলাদেশে ঢুকে পড়েছিল বলে দাবি মৎস্যজীবীদের । তাঁরাই ফোন করে ঘটনার কথা জানিয়েছেন ট্রলারের মালিক সুদর্শন সাঁইকে ।

ইতিমধ্যেই মৎস্যজীবী সংগঠনের তরফে বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে । স্থানীয় প্রশাসনের তরফেও ডেপুটি হাইকমিশনকে বিষয়টি জানানো হবে । জেলার সহ মৎস্য অধিকর্তা (সামুদ্রিক) জয়ন্ত প্রধান বলেন, "খবর পাওয়া মাত্রই আমরা ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর ফ্রেজারগঞ্জ ঘাঁটিতে যোগাযোগ করি । তাঁরাই বাংলাদেশ বর্ডার গার্ডের সঙ্গে যোগাযোগ করেছে । বিষয়টি নিয়ে দু'দেশের উপকূলরক্ষী বাহিনীর মধ্যে আলাপ-আলোচনা চলছে । তবে নিষেধাজ্ঞার সত্ত্বেও কীভাবে ট্রলারটি বাংলাদেশে ঢুকে পড়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে ।"

আরও পড়ুন : সুন্দরবনে আটক বাংলাদেশি ট্রলার, উদ্ধার লক্ষাধিক টাকার ভারতীয় শাড়ি

কাকদ্বীপ, 9 অগস্ট : বাংলাদেশ উপকূলরক্ষী বাহিনীর (Border Guard Bangladesh-BGB) হাতে আটক ভারতীয় ট্রলার । রবিবার বঙ্গোপসাগরে ভারত-বাংলাদেশ জল সীমানার কাছে 'এফবি স্বর্ণতারা' নামে ওই ট্রলারটিকে আটক করেছে বিজিবি ৷ মৎস্যজীবী সংগঠন সূত্রে খবর, আটক ট্রলারটিতে 14 জন মৎস্যজীবী রয়েছেন । ইতিমধ্যেই প্রশাসনের তরফে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে ৷ ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর (Indian Coast Guard) সঙ্গেও যোগাযোগ করা হয়েছে ৷ দু'দেশের উপকূলরক্ষী বাহিনীর মধ্যে এনিয়ে আলোচনা চলছে ।

মৎস্য দফতর সূত্রে খবর, গভীর সমুদ্রে ইলিশ ধরার জন্য গত শুক্রবার পাথরপ্রতিমার সীতারামপুর থেকে রওনা দিয়েছিল ট্রলার 'এফবি স্বর্ণতারা'। কিন্তু ট্রলারটি মাছ ধরার সময় আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করে বাংলাদেশের মধ্যে ঢুকে পড়াতে বাংলাদেশ বর্ডার গার্ড ট্রলারটি আটক করেছে । উত্তাল সমুদ্র ঢেউ এবং খারাপ আবহাওয়ার জেরে ট্রলারটি বাংলাদেশে ঢুকে পড়েছিল বলে দাবি মৎস্যজীবীদের । তাঁরাই ফোন করে ঘটনার কথা জানিয়েছেন ট্রলারের মালিক সুদর্শন সাঁইকে ।

ইতিমধ্যেই মৎস্যজীবী সংগঠনের তরফে বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে । স্থানীয় প্রশাসনের তরফেও ডেপুটি হাইকমিশনকে বিষয়টি জানানো হবে । জেলার সহ মৎস্য অধিকর্তা (সামুদ্রিক) জয়ন্ত প্রধান বলেন, "খবর পাওয়া মাত্রই আমরা ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর ফ্রেজারগঞ্জ ঘাঁটিতে যোগাযোগ করি । তাঁরাই বাংলাদেশ বর্ডার গার্ডের সঙ্গে যোগাযোগ করেছে । বিষয়টি নিয়ে দু'দেশের উপকূলরক্ষী বাহিনীর মধ্যে আলাপ-আলোচনা চলছে । তবে নিষেধাজ্ঞার সত্ত্বেও কীভাবে ট্রলারটি বাংলাদেশে ঢুকে পড়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে ।"

আরও পড়ুন : সুন্দরবনে আটক বাংলাদেশি ট্রলার, উদ্ধার লক্ষাধিক টাকার ভারতীয় শাড়ি

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.