ETV Bharat / state

ভাঙড়ে অবৈধ চামড়া কারখানায় বিস্ফোরণ, আহত 11 শ্রমিক

author img

By

Published : Apr 24, 2021, 1:14 PM IST

Updated : Apr 24, 2021, 2:24 PM IST

ভাঙড়ে চলছিল অবৈধ চামড়া কারখানা ৷ সেখানেই বিস্ফোরণ হয়ে জখম হন শ্রমিকরা ৷ কারখানা সিল করেছে পুলিশ ৷

ভাঙ্গরে চামড়া কারখানায় বিস্ফোরণে জখম শ্রমিক
ভাঙ্গরে চামড়া কারখানায় বিস্ফোরণে জখম শ্রমিক

ভাঙড়, 24 এপ্রিল : ভাঙড়ে অবৈধ চামড়া কারখানায় বিস্ফোরণে গুরুতর জখম 11 জন শ্রমিক ৷ এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক ৷ ওই তিনজনকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে।

আরও পড়ুন: ক্ষমতায় এলে সবার আগে পুলিশের মেরুদণ্ড সোজা করা হবে : দিলীপ ঘোষ

আজ সকালে বাসন্তী রাজ্য সড়ক থেকে ঢিলছোড়া দূরত্বে ভাঙড়ের মালঞ্চ পদ্মপুকুরে চলছিল অবৈধ চামড়ার কারখানায় চামড়ার ছাঁট থেকে সার তৈরির কাজ ৷ এই কাজ হত রাতের অন্ধকারে । সাতসকালে সেই কারখানায় বয়লার ফেটে আহত হন 11 জন শ্রমিক ।

ভাঙড়ে অবৈধ চামড়া কারখানায় বিস্ফোরণ

সকলেই নলমুড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন। তিনজনের অবস্থা আশঙ্কাজনক হলে তাদের কলকাতায় স্থানান্তরিত করা হয় । ঘটনাস্থলে যায় ভাঙড় থানার ওসি তীর্থেন্দু গঙ্গোপাধ্যায় এবং বারুইপুরের ডিএসপি (অপরাধ) তমাল সরকার । কারখানা সিল করে দেয় পুলিশ।

ভাঙড়, 24 এপ্রিল : ভাঙড়ে অবৈধ চামড়া কারখানায় বিস্ফোরণে গুরুতর জখম 11 জন শ্রমিক ৷ এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক ৷ ওই তিনজনকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে।

আরও পড়ুন: ক্ষমতায় এলে সবার আগে পুলিশের মেরুদণ্ড সোজা করা হবে : দিলীপ ঘোষ

আজ সকালে বাসন্তী রাজ্য সড়ক থেকে ঢিলছোড়া দূরত্বে ভাঙড়ের মালঞ্চ পদ্মপুকুরে চলছিল অবৈধ চামড়ার কারখানায় চামড়ার ছাঁট থেকে সার তৈরির কাজ ৷ এই কাজ হত রাতের অন্ধকারে । সাতসকালে সেই কারখানায় বয়লার ফেটে আহত হন 11 জন শ্রমিক ।

ভাঙড়ে অবৈধ চামড়া কারখানায় বিস্ফোরণ

সকলেই নলমুড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন। তিনজনের অবস্থা আশঙ্কাজনক হলে তাদের কলকাতায় স্থানান্তরিত করা হয় । ঘটনাস্থলে যায় ভাঙড় থানার ওসি তীর্থেন্দু গঙ্গোপাধ্যায় এবং বারুইপুরের ডিএসপি (অপরাধ) তমাল সরকার । কারখানা সিল করে দেয় পুলিশ।

Last Updated : Apr 24, 2021, 2:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.