ETV Bharat / state

দলীয় কর্মীর স্ত্রীকে গণধর্ষণের পর খুন, অভিযুক্ত যুব তৃণমূল - dead

দলীয় কর্মীর স্ত্রীকে গণধর্ষণ করে খুনের অভিযোগ যুব তৃণমূল কর্মীদের বিরুদ্ধে ৷ গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই খুন বলে অভিযোগ মৃতের স্বামীর ৷

দলীয় কর্মীর স্ত্রীকে গণধর্ষণের পর খুন, অভিযুক্ত যুব তৃণমূল
author img

By

Published : Sep 1, 2019, 11:41 AM IST

বাসন্তী, 1 সেপ্টেম্বর : গণধর্ষণের পর মহিলাকে শ্বাসরোধ করে খুন করল দুষ্কৃতীরা ৷ বাসন্তী থানা এলাকার ঘটনা ৷ মহিলার স্বামী তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী ৷ তাঁর অভিযোগ, যুব তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই কাজ করেছে ৷

কিছু দিন ধরেই তৃণমূলের দুই গোষ্ঠীর বিবাদের জেরে বাসন্তী এলাকায় উত্তেজনা ছড়িয়েছে ৷ যুব তৃণমূল কর্মীদের ভয়ে ঘরছাড়া মৃত মহিলার স্বামী তথা তৃণমূল কংগ্রেস কর্মী ৷ গতরাতে কয়েকজন দুষ্কৃতী তাঁর বাড়িতে যায় ৷ ওই ব্যক্তিকে খুঁজে না পেয়ে তাঁর স্ত্রীর উপর অত্যাচার চালায় দুষ্কৃতীরা ৷ গণধর্ষণের পরে তাঁকে শ্বাসরোধ করে খুন করে ৷ তৃণমূল কর্মীর অভিযোগ, যুব তৃণমূলের জাফর শেখ, আবদুল শেখ, সফিক লস্কররা এই ঘটনার সঙ্গে জড়িত ৷

যদিও এই অভিযোগ অস্বীকার করেছে এলাকার যুব তৃণমূল নেতৃত্ব ৷ তাদের দাবি, স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদের জেরেই ওই মহিলাকে খুন করা হয়েছে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ ৷ এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি৷

বাসন্তী, 1 সেপ্টেম্বর : গণধর্ষণের পর মহিলাকে শ্বাসরোধ করে খুন করল দুষ্কৃতীরা ৷ বাসন্তী থানা এলাকার ঘটনা ৷ মহিলার স্বামী তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী ৷ তাঁর অভিযোগ, যুব তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই কাজ করেছে ৷

কিছু দিন ধরেই তৃণমূলের দুই গোষ্ঠীর বিবাদের জেরে বাসন্তী এলাকায় উত্তেজনা ছড়িয়েছে ৷ যুব তৃণমূল কর্মীদের ভয়ে ঘরছাড়া মৃত মহিলার স্বামী তথা তৃণমূল কংগ্রেস কর্মী ৷ গতরাতে কয়েকজন দুষ্কৃতী তাঁর বাড়িতে যায় ৷ ওই ব্যক্তিকে খুঁজে না পেয়ে তাঁর স্ত্রীর উপর অত্যাচার চালায় দুষ্কৃতীরা ৷ গণধর্ষণের পরে তাঁকে শ্বাসরোধ করে খুন করে ৷ তৃণমূল কর্মীর অভিযোগ, যুব তৃণমূলের জাফর শেখ, আবদুল শেখ, সফিক লস্কররা এই ঘটনার সঙ্গে জড়িত ৷

যদিও এই অভিযোগ অস্বীকার করেছে এলাকার যুব তৃণমূল নেতৃত্ব ৷ তাদের দাবি, স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদের জেরেই ওই মহিলাকে খুন করা হয়েছে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ ৷ এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি৷

Intro:রাতের অন্ধকারে এক তৃনমূল কর্মীর স্ত্রীকে গণ ধর্ষণের পর শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল স্থানীয় যুব তৃনমূল কর্মীদের বিরুদ্ধে। নিহতের নাম নেচারুন শেখ। শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে বাসন্তী থানার চড়াবিদ্যা গ্রাম পঞ্চায়েতের পেটুয়া খালি এলাকায়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার খবর পেয়ে রবিবার সকালে বাসন্তি থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। নিহতের স্বামী হাফিজুল শেখের দাবী এই ঘটনায় যুব তৃণমূলের জাফর শেখ, আব্দুল শেখ, সফিক লস্কররা জড়িত। গত কয়েক দিন ধরে তৃনমূল কংগ্রেসের এই দুই গোষ্ঠীর মধ্যে বিবাদের জেরে এলাকায় উত্তেজনা রয়েছে। যুব তৃনমূল কর্মীদের ভয়ে বেশ কিছুদিন ধরে ঘর ছাড়া হাফিজুল শেখ। শনিবার রাতে যুব তৃনমূল আশ্রিত দুষ্কৃতীরা হাফিজুলের খোঁজে বাড়িতে আসে। তাকে খুঁজে না পেয়ে তার স্ত্রীকে একের পর এক ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ স্থানীয় তৃনমূল নেতৃত্বের। যদিও এলাকার যুব তৃনমূল নেতৃত্ব এই অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবী স্বামী স্ত্রীর মধ্যে বিবাদের জেরে হাফিজুলই নিজের স্ত্রীকে খুন করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে বাসন্তি থানার পুলিশ। এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করতে পারেনি পুলিশ।Body:Intro তে কপি দিলাম Conclusion:একটু দেখে নেবেন।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.