ETV Bharat / state

মাছ ধরতে গিয়ে বাঘের হানা, মৃত 1 মৎস্যজীবী - বাঘের আক্রমণে মৃত্যু হল এক মৎস্যজীবীর

মাছ ধরতে গিয়ে বাঘের আক্রমণে মৃত্যু হল এক মৎস্যজীবীর ৷ মঙ্গলবার দুপুরে জঙ্গল লাগোয়া কাঁকসা নদীতে মাছ ও কাঁকড়া ধরার সময় ঘটে বিপত্তি ৷

মৃত 1 মৎস্যজীবী
মৃত 1 মৎস্যজীবী
author img

By

Published : Jul 14, 2021, 4:35 PM IST

সুন্দরবন, 14 জুলাই : বাঘের আক্রমণে মৃত্যু হল এক মৎস্যজীবীর ৷ মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে সুন্দরবনের বসিরহাট রেঞ্জের ঝিলা তিন জঙ্গল এলাকায় । মৃত মৎস্যজীবীর নাম ধরণী মণ্ডল (45) ৷

লাহিড়ীপুর অঞ্চলের চরঘেরী এলাকার বাসিন্দা ধরণী মণ্ডল-সহ আরও দু'জন মৎস্যজীবী মঙ্গলবার একটি নৌকা করে মাছ ও কাঁকড়া ধরার উদ্দেশ্যে রওনা দেয় সুন্দরবনের নদীতে । দুপুরে জঙ্গল লাগোয়া কাঁকসা নদীতে মাছ ও কাঁকড়া ধরার সময় ঘটে বিপত্তি ৷ হঠাৎই জঙ্গল থেকে বেরিয়ে বাঘ ঝাঁপিয়ে পড়ে মৎস্যজীবী ধরণী মণ্ডলের উপর । এক ঝটকায় শিকারকে নিয়ে জঙ্গলের দিকে চলে যায় ।

আরও পড়ুন : এক ঝটকায় কাকে ধরল...

এই দৃশ্য দেখে বাকি মৎস্যজীবীরা লাঠি নিয়ে চিৎকার শুরু করলে বাঘ দেহ ফেলে চলে যায় ৷ এরপর ধরণী মণ্ডলের দেহ উদ্ধার করে গ্রামে নিয়ে আসেন মৎস্যজীবীরা ৷

বন দফতরকে এ বিষয়ে জানানো হলে তাঁরা বলেন, বাঘের আক্রমণে এক মৎস্যজীবীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে । অবৈধভাবে নিষিদ্ধ এলাকায় মাছ ও কাঁকড়া ধরার ফলে এই ঘটনা ঘটে থাকতে পারে অনুমান করা হচ্ছে । ঠিক কী কারণে ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে ।

সুন্দরবন, 14 জুলাই : বাঘের আক্রমণে মৃত্যু হল এক মৎস্যজীবীর ৷ মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে সুন্দরবনের বসিরহাট রেঞ্জের ঝিলা তিন জঙ্গল এলাকায় । মৃত মৎস্যজীবীর নাম ধরণী মণ্ডল (45) ৷

লাহিড়ীপুর অঞ্চলের চরঘেরী এলাকার বাসিন্দা ধরণী মণ্ডল-সহ আরও দু'জন মৎস্যজীবী মঙ্গলবার একটি নৌকা করে মাছ ও কাঁকড়া ধরার উদ্দেশ্যে রওনা দেয় সুন্দরবনের নদীতে । দুপুরে জঙ্গল লাগোয়া কাঁকসা নদীতে মাছ ও কাঁকড়া ধরার সময় ঘটে বিপত্তি ৷ হঠাৎই জঙ্গল থেকে বেরিয়ে বাঘ ঝাঁপিয়ে পড়ে মৎস্যজীবী ধরণী মণ্ডলের উপর । এক ঝটকায় শিকারকে নিয়ে জঙ্গলের দিকে চলে যায় ।

আরও পড়ুন : এক ঝটকায় কাকে ধরল...

এই দৃশ্য দেখে বাকি মৎস্যজীবীরা লাঠি নিয়ে চিৎকার শুরু করলে বাঘ দেহ ফেলে চলে যায় ৷ এরপর ধরণী মণ্ডলের দেহ উদ্ধার করে গ্রামে নিয়ে আসেন মৎস্যজীবীরা ৷

বন দফতরকে এ বিষয়ে জানানো হলে তাঁরা বলেন, বাঘের আক্রমণে এক মৎস্যজীবীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে । অবৈধভাবে নিষিদ্ধ এলাকায় মাছ ও কাঁকড়া ধরার ফলে এই ঘটনা ঘটে থাকতে পারে অনুমান করা হচ্ছে । ঠিক কী কারণে ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.