ETV Bharat / state

কুলপিতে ভাটার টিউবওয়েলের জল খেয়ে অসুস্থ 25, মৃত 1 - কুলপিতে ভাটার টিউবওয়েলের জল খেয়ে অসুস্থ 25

প্রথমে 6 জনকে কুলপি ব্লক হাসপাতালে ভর্তি করা হয় । সময় গড়াতে শ্রমিক কলোনির অনেকেই অসুস্থ হতে শুরু করেন ।

1 Dead by drinking water from a tube well in Kulpi, 25 Sick
1 Dead by drinking water from a tube well in Kulpi, 25 Sick
author img

By

Published : Mar 27, 2021, 10:37 PM IST

কুলপি, 27 মার্চ : গরমে এমনিতেই তীব্র জলকষ্ট ৷ তার মধ্যে ইটভাটার টিউবওয়েলের জল থেকে হল বিষক্রিয়া । ওই জল খেয়ে মৃত্যু হল এক শিশুর । প্রাথমিকভাবে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ভাটার 25 জন শ্রমিক । এদের মধ্যে 6 জনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদেরকে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ৷ দক্ষিণ 24 পরগনার কুলপির দুর্গানগরের ঘটনা ।

গতকাল রাতে অন্যদিনের মতোই ইটাভাটার টিউবওয়েলের জল খান ভাটার শ্রমিকরা ৷ কিন্তু আচমকা অসুস্থ হয়ে পড়েন পিএলবি ভাটার শ্রমিক পরিবারের সদস্যরা । প্রথমে 6 জনকে কুলপি ব্লক হাসপাতালে ভর্তি করা হয় । সময় গড়াতে শ্রমিক কলোনির অনেকেই অসুস্থ হতে শুরু করেন । ওই ভাটার শ্রমিক পরিবারগুলির প্রায় সকলকেই হাসপাতালে ভর্তি করতে হয় । আজ সকালে এক শিশুর মৃত্যু হয় । এছাড়াও আরও 6 জনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদেরকে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে । ডায়রিয়ার জেরেই শ্রমিকরা অসুস্থ হয়ে পড়েন বলে দাবি জেলা স্বাস্থ্য দফতরের ।

আরো পড়ুন: পূর্বস্থলীর ইটভাটা থেকে শ্রমিকের ঝুলন্ত দেহ উদ্ধার

যে টিউবওয়েলের জল খেয়ে বিষক্রিয়া হয়েছে বলে অনুমান, সেই জলের নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়েছে । ইতিমধ্যেই স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে ওই ইটভাটার প্রত্যেক পরিবারকে প্যাকেটজাত পানীয় জল দেওয়া হয়েছে ।

কুলপি, 27 মার্চ : গরমে এমনিতেই তীব্র জলকষ্ট ৷ তার মধ্যে ইটভাটার টিউবওয়েলের জল থেকে হল বিষক্রিয়া । ওই জল খেয়ে মৃত্যু হল এক শিশুর । প্রাথমিকভাবে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ভাটার 25 জন শ্রমিক । এদের মধ্যে 6 জনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদেরকে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ৷ দক্ষিণ 24 পরগনার কুলপির দুর্গানগরের ঘটনা ।

গতকাল রাতে অন্যদিনের মতোই ইটাভাটার টিউবওয়েলের জল খান ভাটার শ্রমিকরা ৷ কিন্তু আচমকা অসুস্থ হয়ে পড়েন পিএলবি ভাটার শ্রমিক পরিবারের সদস্যরা । প্রথমে 6 জনকে কুলপি ব্লক হাসপাতালে ভর্তি করা হয় । সময় গড়াতে শ্রমিক কলোনির অনেকেই অসুস্থ হতে শুরু করেন । ওই ভাটার শ্রমিক পরিবারগুলির প্রায় সকলকেই হাসপাতালে ভর্তি করতে হয় । আজ সকালে এক শিশুর মৃত্যু হয় । এছাড়াও আরও 6 জনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদেরকে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে । ডায়রিয়ার জেরেই শ্রমিকরা অসুস্থ হয়ে পড়েন বলে দাবি জেলা স্বাস্থ্য দফতরের ।

আরো পড়ুন: পূর্বস্থলীর ইটভাটা থেকে শ্রমিকের ঝুলন্ত দেহ উদ্ধার

যে টিউবওয়েলের জল খেয়ে বিষক্রিয়া হয়েছে বলে অনুমান, সেই জলের নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়েছে । ইতিমধ্যেই স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে ওই ইটভাটার প্রত্যেক পরিবারকে প্যাকেটজাত পানীয় জল দেওয়া হয়েছে ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.