কোচবিহার, 16 জুন : ভাল পরীক্ষা দিয়েও মিলছে না চাকরি, রাজ্যে নেই তেমন কোনও কর্মসংস্থানের সুযোগও । বেকারত্বের জ্বালায় অতিষ্ঠ হয়ে উঠেছেন অনেকেই (Worshiped the God) । এই অবস্থা থেকে মুক্তির আশায় এবার টেনশন দেবতার পুজো করলেন একদল যুবক । পুরোহিত ডেকে রাস্তার ধারে টেনশন দেবতার কাছে কর্মসংস্থানের প্রার্থনা করলেন তাঁরা । রীতিমতো মন্ত্র পড়ে পুজো সারলেন পুরোহিতও ।
পুরাণে টেনশন সংক্রান্ত কোনও নির্দিষ্ট দেবতার উল্লেখ নেই ৷ কিন্তু এবার পরিস্থিতির চাপে নিজেরাই দেবতা বানিয়ে পুরোহিত দিয়ে পুজো করালেন মেখলিগঞ্জের যুবকরা ৷ নিজতরফের ভেরভেরিপার গ্রামে টেনশন দূর করতে টেনশন দেবতার পুজোয় মাতলেন সেখানকার বাসিন্দারাও ।
আরও পড়ুন : টেট পরীক্ষা পাস করার পরও চাকরি নেই ! বিক্ষোভে চাকরিপ্রার্থীরা
দেবতাকে কেমন দেখতে হবে, সে নিয়ে বিভিন্ন পুরোহিতের সঙ্গে যোগাযোগ করেন উদ্যোগী যুবকরা । দেবতার রূপ নিয়ে রীতিমতো চিন্তায় ছিলেন তাঁরা ৷ কিন্তু কেউই এতে আমল দেননি । এই দেবতা কেমন, মন্ত্রই বা কী হবে ? জানা নেই কারও ।
শেষে যুবকরা নিজেরাই আলোচনা করে দেবতার রূপ ঠিক করেন ৷ টেনশন দেবতার মাথা রয়েছে, কিন্তু হাত পা নেই ৷ একটি পাথরকে রং করে চোখ-মুখ এঁকে সেটিকে দেবতার রূপ দেওয়ার চেষ্টা করা হয় । নিজেদের হাতে তৈরি দেবতাকে রাস্তার পাশে একটি গাছের নীচে বসিয়ে বেদি বানিয়ে পুজো শুরু হয় । জানা গিয়েছে, শুধু এলাকার বেকার যুবকরাই নন, এবার গ্রামের সকলেই টেনশনে পড়লে এই দেবতার কাছে প্রার্থনা করে যাচ্ছেন । স্থানীয়রা জানান, ছ'বছর ধরে এই পুজো হয়ে আসছে ৷ বুধবারও পুজো হয় ৷ সমবেত হন বেকার যুবক এবং বাসিন্দারা ৷