ETV Bharat / state

Youth kills Mother: মাকে খুন করে পুঁতে দিল ছেলে ! অভিযুক্তের খোঁজে তল্লাশি - Mother Killed by Son

গাঁজা খেয়ে এসে প্রায়ই মাকে মারধর করত ছোট ছেলে ৷ সব জেনেও পাশের বাড়িতে স্ত্রীকে নিয়ে আলাদা থাকতেন বড় ছেলে ৷ এরপর হঠাৎই বৃহস্পতিবার মর্মান্তিক পরিণতি প্রৌঢ়ার ৷

Etv Bharat
কোচবিহারে খুন
author img

By

Published : Jun 16, 2023, 9:01 PM IST

মাকে খুন করে দেহ পুঁতে রাখল ছেলে

কোচবিহার, 16 জুন: মা কে খুন করে বাড়ি থেকে 500 মিটার দূরে মাটিতে পুঁতে রাখল নেশাগ্রস্ত ছেলে । এমনই নৃশংস ঘটনা ঘটেছে কোচবিহারের পুণ্ডিবাড়ি থানার সাজেরপাড় কাঁঠালবাড়ি গ্রামে । মৃতের নাম বাসনা সরকার (70)। অভিযুক্ত ছেলের নাম মিঠুন সরকার ।

বৃহস্পতিবার রাতে মাকে খুন করে প্রথমে ঘরে পোঁতার জন্য বিছানার পাশেই গর্ত করে । পরে দূরে পাটক্ষেতে নিয়ে গিয়ে পুঁতে দেয় । খবর পেয়ে শুক্রবার দুপুরে পুণ্ডিবাড়ি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় । অভিযুক্ত ছেলে মিঠুন সরকার পলাতক । জানা গিয়েছে, মৃতের বড় ছেলে পাশেই আলাদা বাড়িতে থাকেন ৷ অন্য বাড়িতে ছোট ছেলের সঙ্গে থাকতেন মা বাসনা সরকার । ছোটছেলে নেশাগ্রস্ত থাকত সবসময় । গাঁজা খেয়ে মাকে এসে প্রায়শই মারধর করত 'গুণধর' মিঠুন ।

এরপর শুক্রবার সকালে প্রতিবেশীরা তাঁর মাকে দেখতে না পেয়ে জিজ্ঞেস করে মিঠুনকে । প্রথমে কিছু বলতে না চাইলেও পরে সে পালিয়ে যায় । এরপর অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে ঘরে রক্তের দাগ ও গর্ত খোড়া দেখতে পান স্থানীয়রা । পরে বাড়ি থেকে 500 মিটার দূরে অবস্থিত একটি পাটক্ষেতে মাটির স্তুপ দেখতে পান তাঁরা । খবর দেওয়া হয় পুলিশে ।

এরপর পুণ্ডিবাড়ি থানার পুলিশ এসে মাটি খুঁড়ে মৃতদেহ উদ্ধার করে । মৃতের দেওর অখিল চন্দ্র সরকার বলেন, "গাঁজা খেয়ে মাকে মাঝে মধ্যেই মারধর করত । গতকাল রাতেও ওর মা আমাদের বাড়িতে টিভি দেখতে এসেছিল । এরপর আজ সকালে এই ঘটনা ঘটে । মৃতের বড় ছেলের বউ শম্পা সরকার বলেন,"আমি পাশেই থাকি । সকালে শাশুড়িকে দেখতে না পেয়ে প্রতিবেশীদের জানাই । এরপর জানা যায় মেরে মাটিতে পুঁতে দিয়েছে । ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ।"

আরও পড়ুন : পরকীয়া সন্দেহে স্ত্রীকে 'খুন' স্বামীর, পলাতক অভিযুক্ত

মাকে খুন করে দেহ পুঁতে রাখল ছেলে

কোচবিহার, 16 জুন: মা কে খুন করে বাড়ি থেকে 500 মিটার দূরে মাটিতে পুঁতে রাখল নেশাগ্রস্ত ছেলে । এমনই নৃশংস ঘটনা ঘটেছে কোচবিহারের পুণ্ডিবাড়ি থানার সাজেরপাড় কাঁঠালবাড়ি গ্রামে । মৃতের নাম বাসনা সরকার (70)। অভিযুক্ত ছেলের নাম মিঠুন সরকার ।

বৃহস্পতিবার রাতে মাকে খুন করে প্রথমে ঘরে পোঁতার জন্য বিছানার পাশেই গর্ত করে । পরে দূরে পাটক্ষেতে নিয়ে গিয়ে পুঁতে দেয় । খবর পেয়ে শুক্রবার দুপুরে পুণ্ডিবাড়ি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় । অভিযুক্ত ছেলে মিঠুন সরকার পলাতক । জানা গিয়েছে, মৃতের বড় ছেলে পাশেই আলাদা বাড়িতে থাকেন ৷ অন্য বাড়িতে ছোট ছেলের সঙ্গে থাকতেন মা বাসনা সরকার । ছোটছেলে নেশাগ্রস্ত থাকত সবসময় । গাঁজা খেয়ে মাকে এসে প্রায়শই মারধর করত 'গুণধর' মিঠুন ।

এরপর শুক্রবার সকালে প্রতিবেশীরা তাঁর মাকে দেখতে না পেয়ে জিজ্ঞেস করে মিঠুনকে । প্রথমে কিছু বলতে না চাইলেও পরে সে পালিয়ে যায় । এরপর অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে ঘরে রক্তের দাগ ও গর্ত খোড়া দেখতে পান স্থানীয়রা । পরে বাড়ি থেকে 500 মিটার দূরে অবস্থিত একটি পাটক্ষেতে মাটির স্তুপ দেখতে পান তাঁরা । খবর দেওয়া হয় পুলিশে ।

এরপর পুণ্ডিবাড়ি থানার পুলিশ এসে মাটি খুঁড়ে মৃতদেহ উদ্ধার করে । মৃতের দেওর অখিল চন্দ্র সরকার বলেন, "গাঁজা খেয়ে মাকে মাঝে মধ্যেই মারধর করত । গতকাল রাতেও ওর মা আমাদের বাড়িতে টিভি দেখতে এসেছিল । এরপর আজ সকালে এই ঘটনা ঘটে । মৃতের বড় ছেলের বউ শম্পা সরকার বলেন,"আমি পাশেই থাকি । সকালে শাশুড়িকে দেখতে না পেয়ে প্রতিবেশীদের জানাই । এরপর জানা যায় মেরে মাটিতে পুঁতে দিয়েছে । ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ।"

আরও পড়ুন : পরকীয়া সন্দেহে স্ত্রীকে 'খুন' স্বামীর, পলাতক অভিযুক্ত

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.