কোচবিহার, 22 অগস্ট: দীর্ঘদিন ধরেই ছিল প্রেমের সম্পর্ক ৷ কিন্তু পরিবারের তরফে প্রেমিকার বিয়ে ঠিক হয় অন্যত্র ৷ পাত্রীও রাজি হয়ে যায় সেই বিয়েতে ৷ তবে বাধ সাধেন প্রেমিক ৷ ফলশ্রুতি হিসেবে প্রাণ হারাতে হল যুবককে ৷ এমনই অভিযোগ তুলে প্রেমিকার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছন মৃত যুবকের পরিবার ৷ ঘটনাটি ঘটেছে, কোচবিহারের 2 নম্বর ব্লকের পুণ্ডিবাড়িতে ৷ ঘটনায় আটক প্রেমিকা ৷ মৃত যুবকের নাম রাজীব সরকার ৷
অতিরিক্ত পুলিশ সুপার কুমার সানিরাজ জানিয়েছেন, মঙ্গলবার ওই যুবকের দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। কোচবিহার জেলা পুলিশের এক আধিকারিক জানান, অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত চলছে। সকালেই মেয়েটিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ ৷
জানা গিয়েছে, দু'জনের মধ্যে দীর্ঘদিন ধরেই প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি মেয়েটির অন্য জায়গায় বিয়ে ঠিক হয়। তা নিয়েই ঝামেলা চলছিল রাজীব ও মেয়েটির মধ্যে। সোমবার দুপুরে মেয়েটি ওই যুবককে ফোন করে ডাকে দেখা করার জন্য। যুবকটি মোটরবাইক নিয়ে বাড়ি থেকে বেরও হয়। এরপর রাতে পৌনে আটটা নাগাদ যুবকের এক আত্মীয়কে ওই তরুণী ফোন করে জানান যে যুবকের অবস্থা ভালো নয়।
এরপর ওই যুবকের আত্মীয় ঘটনাস্থলে এসে যুবককে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করেন। প্রেমিকা সেই সময় দাবি করেছিলেন, যুবক তাঁকে বিয়ে করার প্রস্তাব দেয় ৷ কিন্তু মেয়েটি রাজি না-হওয়ায়, যুবক গলায় রাবারের দড়ি পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ৷ এরপর গুরুতর জখম অবস্থায় যুবককে পুণ্ডিবাড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন: ঘুরতে যাওয়াই কাল হল, প্রশাসনিক গাফিলতিতে নির্মীয়মাণ ফ্লাইওভার থেকে আছড়ে পড়ে মৃত 2
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃত যুবকের দাদা তাপস সরকার বলেন, "দুপুরে প্রেমিকা ফোন করেছিল দেখা করার জন্য ৷ এরপর রাস্তার ধারে ভাইয়ের দেহ উদ্ধার হয়। মেয়েটি সবটাই জানে।" মৃতের প্রতিবেশি অভিজিৎ সরকার অভিযোগ করে বলেন, "ওই মেয়ের অন্যত্র বিয়ে ঠিক হয়েছে। তাই সে সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছিল। তাই খুন করা হয়েছে ৷ ঘটনায় মেয়েটি ছাড়াও আরও অনেকে জড়িত।"