ETV Bharat / state

জমি বিবাদের জেরে দিনহাটায় মামিকে মারধর যুবকের

জমি নিয়ে পুরোনো বিবাদের জেরেই এই ঘটনা বলে জানা গেছে । ঘটনার তদন্ত শুরু করেছে দিনহাটা থানার পুলিশ ।

ছবি
ছবি
author img

By

Published : Aug 23, 2020, 8:38 AM IST

কোচবিহার, 22 অগাস্ট : জমির মালিকানা নিয়ে বিবাদের জের । মামিকে মারধরের অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে । দুই পরিবারের মধ্যে সংঘর্ষের জেরে এক বৃদ্ধা সহ জখম দু'জন । তাঁদের দিনহাটা মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে । উভয়পক্ষের তরফেই দিনাহাটা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে । তদন্ত শুরু করেছে পুলিশ । ঘটনায় জড়িত সন্দেহে এখনও কাউকে আটক করা হয়নি ।

স্থানীয়দের থেকে জানা গেছে, দিনহাটার বিদ্রোহী মোড় এলাকায় একটি জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছিল ঝরনা চক্রবর্তী ও কল্যাণ গাঙ্গুলির মধ্যে । সমস্যা মেটাতে একাধিকবার সালিশি সভাও বসে । কিন্তু সমস্যা মেটেনি । এরইমধ্যে বৃহস্পতিবার বিকেলে ওই জমিতে বেড়া দেওয়ার কাজ করছিলেন মামি ঝরনা চক্রবর্তী ও তাঁর পরিবারের সদস্যরা । হঠাৎই সেখানে ভাগ্নে কল্যাণ গাঙ্গুলি দলবল নিয়ে হাজির হন । অভিযোগ, দু'এক কথায় শুরু হয় দু'পক্ষের বচসা । সাময়িকভাবে তখন সবকিছু মিটে গেলেও গতকাল দুপুরে মামার বাড়িতে ঢুকে বৃদ্ধা মামি ঝরনা চক্রবর্তীকে মাটিতে ফেলে বেধড়ক মারধর করেন কল্যাণ । ঘটনায় ঝরনা চক্রবর্তী-সহ জখম দু'জন । সকলকে দিনহাটা মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে ।

এবিষয়ে ঝরনা চক্রবর্তী বলেন, "জমি নিয়ে ননদের সঙ্গে সমস্যা চলছে । তাই ননদ, তাঁর ছেলে কয়েকজন দুষ্কৃতীকে নিয়ে বাড়ি ঢুকে আমাকে মারধর করে । দফায় দফায় ভাঙচুর চালায় ।"

যদিও কল্যাণ গাঙ্গুলির মা শিখা গাঙ্গুলির পালটা অভিযোগ, "বাবার জমি আমার পাওয়ার অধিকার রয়েছে । ওরা জোর করে জমি দখল করে রেখেছে । সেটা বলতে গেলেই আমার ছেলের উপর হামলা চালানো হচ্ছে । গোটা ঘটনায় পুলিশে অভিযোগ জানানো হয়েছে ।"

কোচবিহার, 22 অগাস্ট : জমির মালিকানা নিয়ে বিবাদের জের । মামিকে মারধরের অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে । দুই পরিবারের মধ্যে সংঘর্ষের জেরে এক বৃদ্ধা সহ জখম দু'জন । তাঁদের দিনহাটা মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে । উভয়পক্ষের তরফেই দিনাহাটা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে । তদন্ত শুরু করেছে পুলিশ । ঘটনায় জড়িত সন্দেহে এখনও কাউকে আটক করা হয়নি ।

স্থানীয়দের থেকে জানা গেছে, দিনহাটার বিদ্রোহী মোড় এলাকায় একটি জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছিল ঝরনা চক্রবর্তী ও কল্যাণ গাঙ্গুলির মধ্যে । সমস্যা মেটাতে একাধিকবার সালিশি সভাও বসে । কিন্তু সমস্যা মেটেনি । এরইমধ্যে বৃহস্পতিবার বিকেলে ওই জমিতে বেড়া দেওয়ার কাজ করছিলেন মামি ঝরনা চক্রবর্তী ও তাঁর পরিবারের সদস্যরা । হঠাৎই সেখানে ভাগ্নে কল্যাণ গাঙ্গুলি দলবল নিয়ে হাজির হন । অভিযোগ, দু'এক কথায় শুরু হয় দু'পক্ষের বচসা । সাময়িকভাবে তখন সবকিছু মিটে গেলেও গতকাল দুপুরে মামার বাড়িতে ঢুকে বৃদ্ধা মামি ঝরনা চক্রবর্তীকে মাটিতে ফেলে বেধড়ক মারধর করেন কল্যাণ । ঘটনায় ঝরনা চক্রবর্তী-সহ জখম দু'জন । সকলকে দিনহাটা মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে ।

এবিষয়ে ঝরনা চক্রবর্তী বলেন, "জমি নিয়ে ননদের সঙ্গে সমস্যা চলছে । তাই ননদ, তাঁর ছেলে কয়েকজন দুষ্কৃতীকে নিয়ে বাড়ি ঢুকে আমাকে মারধর করে । দফায় দফায় ভাঙচুর চালায় ।"

যদিও কল্যাণ গাঙ্গুলির মা শিখা গাঙ্গুলির পালটা অভিযোগ, "বাবার জমি আমার পাওয়ার অধিকার রয়েছে । ওরা জোর করে জমি দখল করে রেখেছে । সেটা বলতে গেলেই আমার ছেলের উপর হামলা চালানো হচ্ছে । গোটা ঘটনায় পুলিশে অভিযোগ জানানো হয়েছে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.