ETV Bharat / state

Cooch Behar News : ছেলের অনুপস্থিতিতে বৌমার শ্লীলতাহানি, নাতনিকে আছড়াল শ্বশুর ! - woman and her girl child allegedly beaten by in laws in cooch behar

এক বছর ধরে অন্যত্র রয়েছেন স্বামী ৷ সেই সুযোগে গৃহবধূকে মারধর, শ্লীলতাহানি ও তাঁর শিশুকন্যাকে আছড়ে ফেলার অভিযোগ উঠল শ্বশুরবাড়ির বিরুদ্ধে (Father in law Beating Housewife)৷

Father in law Beating Housewife
মীর অনুপস্থিতিতে বধূর শ্লীলতাহানি
author img

By

Published : May 16, 2022, 12:19 PM IST

কোচবিহার, 16 মে : গৃহবধূকে মারধর ও শ্লীলতাহানি করে তাঁর তিন বছরের কন্যাসন্তানকে আছাড় দেওয়ার অভিযোগ উঠল শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে (woman and her girl child allegedly beaten by in laws in cooch behar)। ঘটনাটি ঘটেছে কোচবিহারের মেখলিগঞ্জ ব্লকের কুচলিবাড়ি থানার জিগাবাড়ি এলাকার । এই ঘটনায় রবিবার কুচলিবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন গৃহবধূ সাহেমা খাতুন ।

পুলিশের কাছে লিখিত অভিযোগে তিনি জানান, গত শনিবার শ্বশুর, শাশুড়ি ও ননদ মিলে তাঁকে মারধর করেন ৷ এমনকি শ্বশুর মারধর করে ঘরে টেনে নিয়ে গিয়ে শ্লীলতাহানিও করেন । এরপর তাঁর তিন বছরের শিশুকন্যাকে শ্বশুর আছাড় মারে বলে অভিযোগ করেন ওই গৃহবধূ ৷ তিনি আরও জানান, বিয়ের পরে বাপের বাড়ি থেকে টাকা না আনার জন্য ও কন্যা সন্তানের জন্ম দেওয়ায় তাঁর উপর মানসিক ও শারীরিক অত্যাচার করত শ্বশুরবাড়ির লোকেরা ৷

আরও পড়ুন : Cooch Behar Teen Suicide : নাবালক-নাবালিকার প্রেমে বাধা পরিবারের, আত্মঘাতী কিশোর

শনিবারের ঘটনার সময় গৃহবধূ চিৎকার চেঁচামেচি করলে স্থানীয় লোকজন ছুটে আসে । পরে স্থানীয়দের সহযোগিতায় মেখলিগঞ্জ মহকুমা হাসপাতাল প্রাথমিক চিকিৎসার পর ওই গৃহবধূ বাপের বাড়ি চলে যান । রবিবার বাপের বাড়ির লোকদের সঙ্গে নিয়ে মেখলিগঞ্জের কুচলিবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন । ওই গৃহবধূ বলেন, "স্বামী এক বছর ধরে বাইরে থাকেন । অত্যাচার করায় বাপেরবাড়ি চলে গিয়েছিলাম ৷ তারপর থেকে শ্বশুরবাড়ির লোকেরা যোগাযোগ বিচ্ছিন্ন করেছে ৷ এই অবস্থায় তিন বছরের শিশুকে নিয়ে অসহায় অবস্থায় আছি ।"

যদিও গৃহবধূর অভিযোগ অস্বীকার করে তাঁর শাশুড়ি মাজেদস বিবি বলেন, "ছেলেকে নিয়ে বৌমা বাপের বাড়ি গিয়েছিল । সেখান থেকে ছেলে কোথায় গিয়েছে আমরা জানি না । তিনদিন আগে বাপের বাড়ি থেকে বৌমা বাড়িতে এসে আগে ঝগড়া শুরু করে । আমাদের উপর মিথ্যা দোষারোপ করে । কিন্তু আমরা জানি না ছেলে কোথায় আছে ৷ ছেলের খোঁজ দিতে না পারায় উদ্দেশ্যপ্রণোদিত ভাবে তাঁদের নামে মিথ্যা অভিযোগ করেছে বৌমা ।" এই ঘটনার বিষয়ে কুচলিবাড়ি থানার পুলিশ আধিকারিকরা জানান, লিখিত অভিযোগ জমা পড়েছে । তার ভিত্তিতেই তদন্ত শুরু হয়েছে ।

আরও পড়ুন : Cooch Behar Woman Death : গৃহবধূর মৃত্যুর পর চুপিসারে সৎকার, খুনের অভিযোগ মায়ের , গ্রেফতার স্বামী

কোচবিহার, 16 মে : গৃহবধূকে মারধর ও শ্লীলতাহানি করে তাঁর তিন বছরের কন্যাসন্তানকে আছাড় দেওয়ার অভিযোগ উঠল শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে (woman and her girl child allegedly beaten by in laws in cooch behar)। ঘটনাটি ঘটেছে কোচবিহারের মেখলিগঞ্জ ব্লকের কুচলিবাড়ি থানার জিগাবাড়ি এলাকার । এই ঘটনায় রবিবার কুচলিবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন গৃহবধূ সাহেমা খাতুন ।

পুলিশের কাছে লিখিত অভিযোগে তিনি জানান, গত শনিবার শ্বশুর, শাশুড়ি ও ননদ মিলে তাঁকে মারধর করেন ৷ এমনকি শ্বশুর মারধর করে ঘরে টেনে নিয়ে গিয়ে শ্লীলতাহানিও করেন । এরপর তাঁর তিন বছরের শিশুকন্যাকে শ্বশুর আছাড় মারে বলে অভিযোগ করেন ওই গৃহবধূ ৷ তিনি আরও জানান, বিয়ের পরে বাপের বাড়ি থেকে টাকা না আনার জন্য ও কন্যা সন্তানের জন্ম দেওয়ায় তাঁর উপর মানসিক ও শারীরিক অত্যাচার করত শ্বশুরবাড়ির লোকেরা ৷

আরও পড়ুন : Cooch Behar Teen Suicide : নাবালক-নাবালিকার প্রেমে বাধা পরিবারের, আত্মঘাতী কিশোর

শনিবারের ঘটনার সময় গৃহবধূ চিৎকার চেঁচামেচি করলে স্থানীয় লোকজন ছুটে আসে । পরে স্থানীয়দের সহযোগিতায় মেখলিগঞ্জ মহকুমা হাসপাতাল প্রাথমিক চিকিৎসার পর ওই গৃহবধূ বাপের বাড়ি চলে যান । রবিবার বাপের বাড়ির লোকদের সঙ্গে নিয়ে মেখলিগঞ্জের কুচলিবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন । ওই গৃহবধূ বলেন, "স্বামী এক বছর ধরে বাইরে থাকেন । অত্যাচার করায় বাপেরবাড়ি চলে গিয়েছিলাম ৷ তারপর থেকে শ্বশুরবাড়ির লোকেরা যোগাযোগ বিচ্ছিন্ন করেছে ৷ এই অবস্থায় তিন বছরের শিশুকে নিয়ে অসহায় অবস্থায় আছি ।"

যদিও গৃহবধূর অভিযোগ অস্বীকার করে তাঁর শাশুড়ি মাজেদস বিবি বলেন, "ছেলেকে নিয়ে বৌমা বাপের বাড়ি গিয়েছিল । সেখান থেকে ছেলে কোথায় গিয়েছে আমরা জানি না । তিনদিন আগে বাপের বাড়ি থেকে বৌমা বাড়িতে এসে আগে ঝগড়া শুরু করে । আমাদের উপর মিথ্যা দোষারোপ করে । কিন্তু আমরা জানি না ছেলে কোথায় আছে ৷ ছেলের খোঁজ দিতে না পারায় উদ্দেশ্যপ্রণোদিত ভাবে তাঁদের নামে মিথ্যা অভিযোগ করেছে বৌমা ।" এই ঘটনার বিষয়ে কুচলিবাড়ি থানার পুলিশ আধিকারিকরা জানান, লিখিত অভিযোগ জমা পড়েছে । তার ভিত্তিতেই তদন্ত শুরু হয়েছে ।

আরও পড়ুন : Cooch Behar Woman Death : গৃহবধূর মৃত্যুর পর চুপিসারে সৎকার, খুনের অভিযোগ মায়ের , গ্রেফতার স্বামী

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.