কোচবিহার, 22 ফেব্রুয়ারি : এবারে সিতাই বিধানসভা কেন্দ্রে তৃণমূলের বর্তমান বিধায়ক জগদীশ বর্মাকে প্রার্থী না করার দাবিতে মিছিল তৃণমূল কংগ্রেস কর্মীদের ৷ এর আগে দিনহাটা বিধানসভা কেন্দ্রে বর্তমান বিধায়ক উদয়ন গুহকে প্রার্থী না করার দাবি ওঠে ৷
আরও পড়ুন : শিল্প থেকে বাংলার সংস্কৃতির বেহাল দশা, একসুরে বাম-তৃণমূলকে বিঁধলেন মোদি
রবিবার রাতে সিতাই বিধানসভা কেন্দ্রের বড়শৌলমারী গ্রাম পঞ্চায়েতে মিছিল করেন তৃণমূল কর্মী সমর্থকেরা । মিছিল থেকে বিধায়কের অনুগামীদের ঢোলাই হবে, পেটানো হবে স্লোগান দেওয়া হয় বলে অভিযোগ । দলের বিধায়কের বিরুদ্ধে তৃণমূলের একাংশ কর্মীদের এই স্লোগান ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । যদিও গোটা বিষয়টি নিয়ে এলাকার বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়া বলেন, "কে বা কারা মিছলে স্লোগান দিয়েছে জানা নেই । তবে বিধানসভা নির্বাচনে প্রার্থী কে হবে এটা দল ঠিক করবে ।" জানা গিয়েছে, দিনহাটা-1 ব্লকের 12টি গ্রাম পঞ্চায়েতে এবং সিতাই ব্লকের 5টি গ্রাম পঞ্চায়েত নিয়ে সিতাই বিধানসভা কেন্দ্র গঠিত । এই বিধানসভা কেন্দ্রে দিনহাটা -1 ব্লকের ব্লক সভাপতি প্রসন্ন দেবশর্মা ও বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়ার বিরোধ দীর্ঘদিনের । আর এই গোষ্ঠীকোন্দলের জেরে কিছুদিন আগে ব্লক সভাপতি এবং বিধায়ক আলাদা আলাদাভাবে দিনহাটা-1 ব্লকের 12টি অঞ্চল কমিটির সভাপতির নাম ঘোষণা করেন । এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠী কোন্দল চরম আকার নেয় । বিধায়ক এবং ব্লক সভাপতি একে অপরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেয় । ঘটনার রেশ কাটতে না কাটতেই রবিবার রাতে সিতাই বিধানসভা কেন্দ্রের মধ্যে থাকা দিনহাটা-1 ব্লকের বড় শৌলমারী গ্রাম পঞ্চায়েতে বর্তমান বিধায়ককে প্রার্থী না করার দাবিতে স্লোগান ওঠে । উল্লেখ্য, এর আগে দিনহাটা বিধানসভা কেন্দ্রে তৃণমূলের বিধায়ক উদয়ন গুহকে দলেরই একাংশ রীতিমতো মিটিং করে বিধায়ককে প্রার্থী না করার দাবি তুলেছিল । সেই ঘটনার রেশ কাটতে না কাটতে সিতাই বিধানসভা কেন্দ্রে এই দাবি ঘিরে শোরগোল পড়ে গিয়েছে তৃণমূলের অন্দরে ।