ETV Bharat / state

কোচবিহারে তৃণমূলের বিক্ষুব্ধদের মানভঞ্জনে আসরে প্রার্থীরা - পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট 2021

কোচবিহারের বিক্ষুব্ধ নেতাদের মান ভাঙাতে মাঠে নামলেন তৃণমূলের প্রার্থীরা ৷ তাঁদের বাড়ি বাড়ি ঘুরে মান অভিমানের পালা ঘোচানোর চেষ্টা চালান তাঁরা ৷ সেই সঙ্গে চলে দলীয় কর্মসূচি নিয়ে আলোচনাও ৷

west bengal assembly election 2021 tmc candidate goes to Offended leaders house in coochbehar
কোচবিহার তৃণমূলের বিক্ষুব্ধদের মানভঞ্জনে আসরে প্রার্থীরা
author img

By

Published : Mar 13, 2021, 5:49 PM IST

কোচবিহার, 13 মার্চ : কোচবিহার তৃণমূলে এবার মানভঞ্জনের পালা ৷ আর এই মানভঞ্জনের কাজে নেমেছেন কোচবিহারের বিধানসভা কেন্দ্রগুলিতে তৃণমূলের টিকিট পাওয়া প্রার্থীরা ৷ টিকিট না পেয়ে বা পছন্দের নেতা প্রার্থী না হওয়ায় যাঁরা বাড়িতে বসে রয়েছেন, তাঁদের প্রচারের কাজে নামাতেই এই কৌশল নিয়েছে কোচবিহার তৃণমূল নেতৃত্ব ৷ প্রসঙ্গত, কোচবিহারে তৃণমূলের গোষ্ঠী কোন্দল এবং সেই সঙ্গে বিজেপির দাপট ৷ দুইয়ে মিলে বিধানসভা ভোটে কোচবিহারে চাপে রয়েছে তৃণমূল ৷ তাই প্রার্থীরাই এবার বিক্ষুব্ধ নেতাদের বাড়ি গিয়ে তাঁদের রাগ ভাঙাচ্ছেন ৷

মানভঞ্জের পালা যেন শেষ হতে গিয়েও হচ্ছে না তৃণমূলে ৷ দলের শীর্ষ স্তরের নেতা নেত্রীদের পর, এবার জেলার ব্লক স্তরের নেতাদের গোঁসা ভাঙাতে মাঠে নামলেন তৃণমূলের প্রার্থীরা ৷ যদিও সেটা সম্পূর্ণই নিজ স্বার্থে ৷ কারণ ব্লক নেতাদের মান ভাঙাতে না পারলে, নির্বাচনী বৈতরণী পার করা চাপের হয়ে যাবে তাঁদের পক্ষে ৷ আর তাই দিনরাত এক করে কোচবিহারের তৃণমূল নেতাদের বাড়ি বাড়ি ঘুরছেন, দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ-র মতো ব্যক্তিরা ৷ তবে, শুধু উদয়ন গুহ নন, সেই তালিকায় রয়েছেন কোচবিহার দক্ষিণের প্রার্থী অভিজিৎ ভৌমিক, শীতলকুচি বিধানসভার তৃণমূল প্রার্থী তথা কোচবিহারের সভাপতি প্রার্থপ্রতীম রায় ৷ বিক্ষুব্ধ ওই নেতাদের বাড়িতে গিয়ে বিধানসভার লড়াইয়ে সহযোগিতা চাইছেন তাঁরা ৷

তবে, এতদিন যাঁদের গুরত্ব দেয়নি তৃণমূলের এই নেতারা, আজ হঠাৎ তাঁদের সাহায্যের কেন দরকার পড়ল প্রার্থীদের ৷ এনিয়ে রাজনৈতিক মহলের মতে, এবারের বিধানসভা নির্বাচনে কঠিন লড়াই হতে চলেছে ৷ কারণ একে বিজেপির উত্থান তার উপর দলের গোষ্ঠী কোন্দল, দুইয়ে মিলে শাঁকের করাতের মতো অবস্থা তৃণমূলে ৷ এই পরিস্থিতিতে টিকিট না পেয়ে বা পছন্দের নেতা টিকিট না পাওয়ায় অভিমানে যাঁরা বাড়িতে বসে রয়েছেন, তাঁরাই এই একুশের লড়াইয়ে একমাত্র উদ্ধারকর্তা হতে পারেন তৃণমূল প্রার্থীদের ৷ ভোটের প্রার্থী তালিকা ঘোষণার আগে থেকেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ছিল ৷ যা প্রার্থী ঘোষণার পর চরমে উঠেছে ৷

আরও পড়ুন : ভোট প্রচারে প্রতিপক্ষের কার্যালয়ে শীতলকুচির তৃণমূল প্রার্থী

আর এই দ্বন্দ্ব শুরু কোথাও বিধায়কের সঙ্গে ব্লক নেতার আবারও কোথাও বর্তমান বিধায়ক বনাম তৃণমূলের প্রার্থী ৷ তেমনি কোচবিহার দক্ষিণের প্রার্থী হওয়ার দাবিদার অনেকেই ছিলেন ৷ কিন্তু, প্রার্থী করা হয়েছে জেলার সভাপতি অভিজিৎ দে ভৌমিক ৷ আর তার জেরেই টিকিট না পেয়ে ক্ষুব্ধ প্রবীণ তৃণমূল নেতা আব্দুল জলিল আহমেদ ৷ এটা বুঝতে পেরেই কয়েকদিন আগে আব্দুল জলিলের বাড়ি গিয়েছিলেন অভিজিৎ দে ভৌমিক ৷ সেখানে আব্দুল জলিলের মান ভাঙানোর সঙ্গে সঙ্গে দলের কর্মসূচি নিয়েও কথা হয় দু’জনের ৷

এনিয়ে কোচবিহার দক্ষিণের প্রার্থী বলেন, ‘‘দলের প্রবীণ নেতাদের কাছে যাচ্ছি ৷ ওনারা সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়েছেন ৷’’ অন্যদিকে, উদয়ন গুহ-কে আবারও দিনহাটার প্রার্থী করায় ক্ষুব্ধ তৃণমূল তাঁর বিরোধী শিবিরের প্রার্থীরা ৷ তাদেরও মানাতে নেতাদের বাড়ি বাড়ি ঘুরছেন উদয়ন গুহ। তিনি বলেন, ‘‘বিভিন্ন কারণে আমাদের দলের পুরনো নেতারা বসে রয়েছেন । তাঁদের বাড়ি যাচ্ছি । নির্বাচন নিয়ে আলোচনা করেছি । তাঁদের সঙ্গে দলের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে ৷’’

কোচবিহার, 13 মার্চ : কোচবিহার তৃণমূলে এবার মানভঞ্জনের পালা ৷ আর এই মানভঞ্জনের কাজে নেমেছেন কোচবিহারের বিধানসভা কেন্দ্রগুলিতে তৃণমূলের টিকিট পাওয়া প্রার্থীরা ৷ টিকিট না পেয়ে বা পছন্দের নেতা প্রার্থী না হওয়ায় যাঁরা বাড়িতে বসে রয়েছেন, তাঁদের প্রচারের কাজে নামাতেই এই কৌশল নিয়েছে কোচবিহার তৃণমূল নেতৃত্ব ৷ প্রসঙ্গত, কোচবিহারে তৃণমূলের গোষ্ঠী কোন্দল এবং সেই সঙ্গে বিজেপির দাপট ৷ দুইয়ে মিলে বিধানসভা ভোটে কোচবিহারে চাপে রয়েছে তৃণমূল ৷ তাই প্রার্থীরাই এবার বিক্ষুব্ধ নেতাদের বাড়ি গিয়ে তাঁদের রাগ ভাঙাচ্ছেন ৷

মানভঞ্জের পালা যেন শেষ হতে গিয়েও হচ্ছে না তৃণমূলে ৷ দলের শীর্ষ স্তরের নেতা নেত্রীদের পর, এবার জেলার ব্লক স্তরের নেতাদের গোঁসা ভাঙাতে মাঠে নামলেন তৃণমূলের প্রার্থীরা ৷ যদিও সেটা সম্পূর্ণই নিজ স্বার্থে ৷ কারণ ব্লক নেতাদের মান ভাঙাতে না পারলে, নির্বাচনী বৈতরণী পার করা চাপের হয়ে যাবে তাঁদের পক্ষে ৷ আর তাই দিনরাত এক করে কোচবিহারের তৃণমূল নেতাদের বাড়ি বাড়ি ঘুরছেন, দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ-র মতো ব্যক্তিরা ৷ তবে, শুধু উদয়ন গুহ নন, সেই তালিকায় রয়েছেন কোচবিহার দক্ষিণের প্রার্থী অভিজিৎ ভৌমিক, শীতলকুচি বিধানসভার তৃণমূল প্রার্থী তথা কোচবিহারের সভাপতি প্রার্থপ্রতীম রায় ৷ বিক্ষুব্ধ ওই নেতাদের বাড়িতে গিয়ে বিধানসভার লড়াইয়ে সহযোগিতা চাইছেন তাঁরা ৷

তবে, এতদিন যাঁদের গুরত্ব দেয়নি তৃণমূলের এই নেতারা, আজ হঠাৎ তাঁদের সাহায্যের কেন দরকার পড়ল প্রার্থীদের ৷ এনিয়ে রাজনৈতিক মহলের মতে, এবারের বিধানসভা নির্বাচনে কঠিন লড়াই হতে চলেছে ৷ কারণ একে বিজেপির উত্থান তার উপর দলের গোষ্ঠী কোন্দল, দুইয়ে মিলে শাঁকের করাতের মতো অবস্থা তৃণমূলে ৷ এই পরিস্থিতিতে টিকিট না পেয়ে বা পছন্দের নেতা টিকিট না পাওয়ায় অভিমানে যাঁরা বাড়িতে বসে রয়েছেন, তাঁরাই এই একুশের লড়াইয়ে একমাত্র উদ্ধারকর্তা হতে পারেন তৃণমূল প্রার্থীদের ৷ ভোটের প্রার্থী তালিকা ঘোষণার আগে থেকেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ছিল ৷ যা প্রার্থী ঘোষণার পর চরমে উঠেছে ৷

আরও পড়ুন : ভোট প্রচারে প্রতিপক্ষের কার্যালয়ে শীতলকুচির তৃণমূল প্রার্থী

আর এই দ্বন্দ্ব শুরু কোথাও বিধায়কের সঙ্গে ব্লক নেতার আবারও কোথাও বর্তমান বিধায়ক বনাম তৃণমূলের প্রার্থী ৷ তেমনি কোচবিহার দক্ষিণের প্রার্থী হওয়ার দাবিদার অনেকেই ছিলেন ৷ কিন্তু, প্রার্থী করা হয়েছে জেলার সভাপতি অভিজিৎ দে ভৌমিক ৷ আর তার জেরেই টিকিট না পেয়ে ক্ষুব্ধ প্রবীণ তৃণমূল নেতা আব্দুল জলিল আহমেদ ৷ এটা বুঝতে পেরেই কয়েকদিন আগে আব্দুল জলিলের বাড়ি গিয়েছিলেন অভিজিৎ দে ভৌমিক ৷ সেখানে আব্দুল জলিলের মান ভাঙানোর সঙ্গে সঙ্গে দলের কর্মসূচি নিয়েও কথা হয় দু’জনের ৷

এনিয়ে কোচবিহার দক্ষিণের প্রার্থী বলেন, ‘‘দলের প্রবীণ নেতাদের কাছে যাচ্ছি ৷ ওনারা সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়েছেন ৷’’ অন্যদিকে, উদয়ন গুহ-কে আবারও দিনহাটার প্রার্থী করায় ক্ষুব্ধ তৃণমূল তাঁর বিরোধী শিবিরের প্রার্থীরা ৷ তাদেরও মানাতে নেতাদের বাড়ি বাড়ি ঘুরছেন উদয়ন গুহ। তিনি বলেন, ‘‘বিভিন্ন কারণে আমাদের দলের পুরনো নেতারা বসে রয়েছেন । তাঁদের বাড়ি যাচ্ছি । নির্বাচন নিয়ে আলোচনা করেছি । তাঁদের সঙ্গে দলের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.