কোচবিহার, 26 জুন : রাতভর ভারী বৃষ্টিতে জল বাড়তে শুরু করেছে কোচবিহারের বিভিন্ন নদীতে । তোর্সা, রায়ডাক, কালজানি, মানসাই সহ প্রায় সব নদীর জল বেড়েছে । তবে প্রতিটি নদীর জল বিপদ সীমার নিচে রয়েছে বলে সেচ দপ্তর জানিয়েছে ।
কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান বলেন, “ বিভিন্ন নদীতে জল বাড়লেও এখনও বিপদ সীমার নিচে রয়েছে । আমরা পরিস্থিতির দিকে নজর রাখছি ।"
বুধবার বিকেল থেকে লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে কোচবিহার । গতকাল সকালে কোচবিহার শহরের কেশব রোড, সুভাষপল্লি, দেবীবাড়ি, সুনীতি রীড, গুঞ্জবাড়ি সহ বিভিন্ন এলাকায় জলে জলাকার । এনিয়ে বাসিন্দাদের মধ্যে চরম ক্ষোভ দেখা দেয় । বাসিন্দাদের অভিযোগ বেহাল নিকাশি ব্যবস্থার কারণেই কোচবিহার শহর প্রতিবছর জলমগ্ন হয়ে পড়ে । নর্দমার জল উপচে বাসিন্দাদের বাড়িতে ঢুকে পড়ে । দুর্ভোগে পড়তে হয় বাসিন্দাদের। সেই বৃষ্টি লাগাতার চলতে থাকায় বিভিন্ন নদীর জল বাড়তে শুরু করেছে ।
আজ সকাল 9টা পর্যন্ত 98 মিমি, তুফানগঞ্জে 324 মিমি এবং মাথাভাঙায় 135 মিমি বৃষ্টি হয়েছে । ইতিমধ্যেই নদী পাড়ের বাসিন্দাদের সতর্ক থাকতে বলেছে জেলা প্রশাসন । তোর্সা নদী সংলগ্ন এলাকায় নজরদারি চালাচ্ছেন প্রশাসনের কর্তারা।