কোচবিহার, 17 জুলাই : সার্ভিস বুক বাড়ি নিয়ে যাওয়াকে কেন্দ্র করে স্কুলের প্রধান শিক্ষক ও সহশিক্ষকের মধ্যে হাতাহাতি । কোচবিহারের দেওয়ানহাট হাইস্কুলের ঘটনা । ঘটনাটি ঘটে 6 জুলাই । আজ হাতাহাতির সেই ভিডিয়ো প্রকাশ্যে আসে । ভিডিয়োটি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ।
স্কুলের প্রধান শিক্ষক জয়ন্ত পাল বলেন, "সহশিক্ষক সার্ভিস বুক নিয়ে বাড়ি যেতে চেয়েছিলেন । কিন্তু বাধা দেওয়ায় সেইদিন আমার উপর চড়াও হয় । " যদিও সহশিক্ষক উৎপল দাস এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি ।
স্কুল সূত্রে খবর, উৎপলবাবু স্কুলের পে স্কেল নিয়ে কিছুদিন আগে হাইকোর্টে একটি মামলা করেন । সেই মামলায় তিনি হেরে যান । স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে এনিয়ে তাঁর বেশ কিছুদিন ধরেই বিরোধ চলছিল । 6 জুলাই উৎপলবাবু সার্ভিস বুক বাড়ি নিয়ে যেতে চাইলে প্রধান শিক্ষক জয়ন্ত পাল তাঁকে বাধা দেন । এরপর স্কুলের মধ্যেই দু'জনের বচসা শুরু হয় । যা হাতাহাতিতে গড়ায় । ছাত্রছাত্রীদের সামনেই ঘটনাটি ঘটে । বিষয়টি খতিয়ে দেখবে বলে জানিয়েছে স্কুলশিক্ষা দপ্তর ।