আলিপুরদুয়ার, 11 এপ্রিল: কোরোনা সংক্রমণের আশঙ্কায় গ্রামে ঢুকতে বাধা পেলেন আইসোলেশন ওয়ার্ডে কাজ করা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা । আলিপুরদুয়ারের তপসিখানা আইসোলেশন ওয়ার্ডের কয়েকজন ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের চিলাপাতার একটি লজে থাকার ব্যবস্থা করা হয়েছিল । কিন্তু সংক্রমণের ভয়ে গ্রামের বাসিন্দারা এলাকায় ঢুকতেই দিলেন না তাঁদের ।
জেলা স্বাস্থ্যদপ্তরের পক্ষ থেকে তপসিখানা আইসোলেশন ওয়ার্ডের ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের জন্য চিলাপাতার একটি বেসরকারি লজে থাকার ব্যবস্থা করা হয়েছিল । শুক্রবার রাতে কয়েকজন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী ওই লজে থাকার জন্য আসেন । তবে এলাকায় ঢুকতে পারেননি তাঁরা । তার আগেই পথের উপর গাছ ফেলে, নালা কেটে স্বাস্থ্যকর্মীদের গাড়ি ঢুকতে বাধা দেয় গ্রামবাসীরা । কোরোনা সংক্রমণ ছড়াতে পারে এই আশঙ্কায় বিক্ষোভও দেখায় এলাকার মানুষ । অবশেষে স্থানীয়দের বাধায় রাতেই ফিরে যান ওই চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা ।
এই ঘটনার পর শনিবার দুপুরে চিলাপাতায় যান আলিপুরদুয়ারের বিধায়ক সৌরভ চক্রবর্তী, জেলা সভাপতি মৃদুল গোস্বামী ও জেলা পরিষদের সহকারী সভাধিপতি মনোরঞ্জন দে সহ জেলা প্রশাসন ও স্বাস্থ্যদপ্তরের কর্তারা । এদিন তাঁরা ক্ষুব্ধ গ্রামবাসীর সঙ্গে কথা বলে সমস্যা মেটানোর চেষ্টা করেন । কিন্তু গ্রামবাসীদের তাদের সিদ্ধান্ত থেকে টলানো যায়নি । তাঁদের দাবি, গ্রামের ভিতরের কোনও লজে স্বাস্থ্যকর্মীদের রাখা যাবে না । পাশাপাশি কোরোনা সন্দেহে থাকা কোনও রোগীকেও লজে রাখা যাবে না ।
স্থানীয়দের এই দাবি মেনে নিয়ে গ্রামের বাইরের তিনটি রিসর্টে ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের থাকার ব্যবস্থা করা হয়েছে । এতে অবশ্য আপত্তি জানায়নি চিলাপাতার বাসিন্দারা ।