কোচবিহার, 7 নভেম্বর : বাড়ির পিছনে গোবর সারের ঢিবিতে লুকিয়ে রাখা বোমা ফেটে জখম হলেন এক মহিলা ও তাঁর বাবা ৷ রবিবার দুপুরে ঘটনাটি ঘটে কোচবিহারের দিনহাটায় ৷ প্রসঙ্গত উল্লেখ্য, যে গ্রামে বোমা বিস্ফোরণ হয়েছে, তার ঠিক পাশের গ্রামেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়ি ৷ আহত মহিলার নাম নাজমা বেগম ৷ গুরুতর জখম অবস্থায় কোচবিহারে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি ৷ তাঁর বাবার আঘাত গুরুতর না হওয়ায় তাঁকে প্রাথমিক চিকিৎসার পরই ছেড়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ ৷
আরও পড়ুন : Basanti Bomb Recover : বাসন্তীতে ড্রামভর্তি বোমা উদ্ধার, গ্রেফতার দুই
প্রসঙ্গত, রাজনৈতিক সংঘর্ষের জেরে বারবারই সংবাদ শিরোনামে উঠে এসেছে দিনহাটার ভেটাগুড়ি ৷ এই এলাকা নিশীথ প্রামাণিকের গড় বলেই পরিচিত ৷ কিন্তু, গত তিন বছরে অসংখ্যবার ভেটাগুড়িতে রাজনৈতিক সংঘর্ষ ও বোমাবাজির ঘটনা ঘটেছে ৷ এমনকী পুলিশের গাড়ি লক্ষ্য করেও একাধিকবার বোমা ছোড়ার অভিযোগ উঠেছে ৷ মাঝে পরিস্থিতি এমন হয়েছিল যে রাতভর বোমাবাজির কারণে বাসিন্দারা বাড়ির বাইরে বেরোতেই সাহস পেতেন না ! তবে গত বিধানসভা নির্বাচনের পর থেকে পরিস্থিতি কিছুটা হলেও বদলেছে ৷ দীর্ঘদিন এই এলাকায় বড় কোনও অশান্তির খবর ছিল না ৷ এরই মধ্যে এদিন ফের বোমা বিস্ফোরণের ঘটনা ঘটায় আতঙ্কিত এলাকাবাসী ৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন চাষের জমিতে সার দেওয়ার জন্য ওই ঢিবি থেকে গোবর তুলছিলেন নাজমা বেগম ৷ সঙ্গে ছিলেন তাঁর বাবা ৷ কিন্তু, কিছুটা গোবর সার তোলার পর আচমকা বিকট শব্দ করে একটি বোমা ফেটে যায় ৷ তাতেই জখম হন নাজমা ৷ পরে রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া ৷
আরও পড়ুন : Bhatpara Bomb Recover : ভাটপাড়ায় পুকুর সংস্কারের সময় উদ্ধার বোমা
এদিকে, বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় দিনহাটা থানার পুলিশ ৷ ভেটাগুড়ি-2 গ্রাম পঞ্চায়েতের প্রধান সিরাজুল হক বলেন, ‘‘বাড়ির পিছনে গোবর সারের ঢিবির ভিতর কেউ বোমা লুকিয়ে রেখে গিয়েছিল ৷ কোদাল লেগে সেই বোমা ফেটে যায় ৷’’ ঘটনার তদন্ত শুরু করেছে দিনহাটা থানার পুলিশ ৷ কে বা কারা এই কাণ্ড ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে ৷