কোচবিহার, 4 জুন : গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন (Greater Cooch behar Peoples Association) বা জিসিপিএ (GCPA) সুপ্রিমো অনন্ত মহারাজের (Ananta Maharaj) সঙ্গে দেখা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক (Union Home MoS Nisith Pramanik) । শুক্রবার বিকেলে কোচবিহারের বড়গিলা এলাকায় অনন্ত মহারাজের বাড়িতে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মন্ত্রী ৷ সেখানে তাঁদের মধ্যে বেশ কিছুক্ষণ আলোচনা হয় । যদিও সেই আলোচনা নিয়ে মুখ খোলেননি কেউই ।
আলোচনা শেষে গ্রেটার সুপ্রিমো বলেন, ‘‘আমাদের দীর্ঘদিনের যে দাবি রয়েছে কেন্দ্রশাসিত অঞ্চলের, তা কতদূর এগলো সে সম্পর্কে কিছুটা হলেও আলোচনা হয়েছে ।’’ কেন্দ্রীয় মন্ত্রী তথা কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক জানান, পারিবারিক একটি সম্পর্ক রয়েছে ৷ তাই তিনি মাঝে মধ্যে অনন্ত মহারাজের বাড়িতে আসেন ।
পাশাপাশি তিনি বলেন, ‘‘উত্তরবঙ্গের মানুষ বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত রয়েছে বলেই এই দাবি উঠছে । রাজ্য সরকারের এটা নিয়ে নিশ্চয়ই ভাবা দরকার কেন এই দাবি বার বার উঠছে ।’’
প্রসঙ্গত, গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন নেতা অনন্ত মহারাজকে নিয়ে ইতিমধ্যে কেন্দ্র ও রাজ্যের মধ্যে টানাটানি শুরু হয়েছে । কারণ, কোচবিহার জেলা তথা উত্তরবঙ্গে অনন্ত মহারাজের একটি ভোটব্যাঙ্ক রয়েছে । তাই কখনও অনন্ত মহারাজের উদ্যোগে আয়োজিত বীর চিলারায়ের জন্মদিবস উদযাপন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) আসছেন । আবার কখনও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অনন্ত মহারাজের বাড়িতে যাচ্ছেন ।
এমনকি গত বিধানসভা নির্বাচনের বিজেপির হয়ে বিভিন্ন নির্বাচনী সভায় দেখা গিয়েছিল অনন্ত মহারাজকে । তবে এখন তৃণমূল ও বিজেপি দুই গোষ্ঠীর সঙ্গেই ভালো সম্পর্ক রয়েছে তাঁর । কতদিন দু’দিকে তাল মিলিয়ে নিজের অবস্থান বজায় রাখতে পারেন, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল ।
আরও পড়ুন : Ananta Maharaj-BJP relationship: গ্রেটার সুপ্রিমো অনন্ত মহারাজের সঙ্গে দূরত্ব বাড়ছে বিজেপির ?