ETV Bharat / state

Udayan Guha on Partition Issue: বাংলা ভাগ ইস্যুতে ফের হাঁটুভাঙার হুঁশিয়ারি মন্ত্রী উদয়নের - Udayan Guha

বিজেপির বাংলা ভাগ বিষয়ে বক্তব্যের কড়া হুঁশিয়ারি দিলেন উদয়ন গুহ(Udayan Guha on Partition Issue)৷ বিজয়া সম্মিলনীতে এসে তিনি জানান, যারা বাংলা ভাগ করতে চাইবে হাঁটু ভেঙে দেব ৷

Etv Bharat
উদয়ন গুহ
author img

By

Published : Oct 16, 2022, 4:41 PM IST

কোচবিহার, 16 অক্টোবর: বাংলা ভাগ নিয়ে যখন সরগরম রাজ্য-রাজনীতি, ঠিক তখনই ফের বাংলা ভাগের সমর্থনকারীদের হাঁটু ভাঙার হুঁশিয়ারি দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ(Udayan Guha Speaks on Bengal Partition Issue)। শনিবার রাতে কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের রানিরহাটে বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে যোগ দিয়ে এই কথা জানান তিনি(Udayan Guha)৷ বিজেপির পাশাপাশি প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের নাম না করে তাঁকেও বার্তা দেন মন্ত্রী ।

কোচবিহার জেলা রাজনীতিতে তৃণমূলের গোষ্ঠীকোন্দল দীর্ঘদিনের । এর আগেও একাধিকবার উদয়ন গুহ ও রবীন্দ্রনাথ ঘোষের মধ্যে বিরোধ প্রকাশ্যে এসেছে ৷ দুই নেতাই একে অপরের বিরুদ্ধে আক্রমণ ও পালটা আক্রমণ করেছেন । তবে সম্প্রতি দু'জনের মধ্যে সম্পর্ক ভালো থাকলেও গত বৃহস্পতিবার কোচবিহারের সুকান্ত মঞ্চে রবীন্দ্রনাথ ঘোষ নাম না করে উদয়ন গুহ-সহ তৃণমূলের একাংশ নেতার উদ্দেশ্য বলেন, "আমি যখন জেলা সভাপতি ছিলাম তখন পঞ্চায়েত থেকে জেলা পরিষদ, বিধানসভা ও সাংসদ নির্বাচনে তৃণমূল বিপুল ভোটে জয়ী হয়েছে । তবে কারও হাঁটু ভাঙার প্রয়োজন হয়নি ।"

আরও পড়ুন : 'দলের নয়, এটা পরেশের বিজয়া সম্মিলনী', প্রাক্তন মন্ত্রীকে কটাক্ষ তৃণমূলের যুব নেতার

রবীন্দ্রনাথ ঘোষের এই বক্তব্যের পর জেলা জুড়ে বিতর্ক শুরু হয় । এরপরই শনিবার রানিরহাটে তৃণমূলের বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান মঞ্চে উদয়ন গুহ বলেন,"আলাদা রাজ্য কেউ করতে চাইলে হাঁটু ভেঙে দেওয়ার কথা আগে বলেছিলাম । সেই কথাতেই অনড় আছি ।" এর সঙ্গে তাঁর সংযোজন, "যদি কেউ আমাদের গলায় পা দিয়ে দাঁড়াতে চান, তাঁর হাঁটু ভাঙার অধিকার আমাদের প্রত্যেকের আছে । যদি সেটা করতে না পারি তাহলে আমরা নপুংসক । তাহলে বুঝতে হবে বিজেপির সঙ্গে আমাদের একটা তলে তলে লাইন আছে ।"

বাংলা ভাগ ইস্যুতে ফের হাঁটুভাঙার হুঁশিয়ারি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের

উদয়ন গুহর এই বক্তব্যের পরই শুরু হয়েছে জল্পনা । রাজনৈতিক মহল মনে করছে, রবীন্দ্রনাথ ঘোষকে পালটা দিলেন উদয়ন গুহ । সভা শেষেও উদয়ন গুহ তাঁর দাবিতে অনড় থাকেন । তিনি বলেন, "যারা আলাদা রাজ্য করার চেষ্টা করবে তাদের হাঁটু ভেঙে দেওয়া হবে ।" যদিও রানিরহাটের সভায় রবীন্দ্রনাথ ঘোষ ছিলেন না । উদয়নের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে রবীন্দ্রনাথ ঘোষের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এই নিয়ে কিছু বলতে চাননি ।

আরও পড়ুন : উদয়ন গুহ ফ্লেক্স ছেঁড়ার অভিযোগ, দিনহাটায় ধিক্কার মিছিল তৃণমূলের

কোচবিহার, 16 অক্টোবর: বাংলা ভাগ নিয়ে যখন সরগরম রাজ্য-রাজনীতি, ঠিক তখনই ফের বাংলা ভাগের সমর্থনকারীদের হাঁটু ভাঙার হুঁশিয়ারি দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ(Udayan Guha Speaks on Bengal Partition Issue)। শনিবার রাতে কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের রানিরহাটে বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে যোগ দিয়ে এই কথা জানান তিনি(Udayan Guha)৷ বিজেপির পাশাপাশি প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের নাম না করে তাঁকেও বার্তা দেন মন্ত্রী ।

কোচবিহার জেলা রাজনীতিতে তৃণমূলের গোষ্ঠীকোন্দল দীর্ঘদিনের । এর আগেও একাধিকবার উদয়ন গুহ ও রবীন্দ্রনাথ ঘোষের মধ্যে বিরোধ প্রকাশ্যে এসেছে ৷ দুই নেতাই একে অপরের বিরুদ্ধে আক্রমণ ও পালটা আক্রমণ করেছেন । তবে সম্প্রতি দু'জনের মধ্যে সম্পর্ক ভালো থাকলেও গত বৃহস্পতিবার কোচবিহারের সুকান্ত মঞ্চে রবীন্দ্রনাথ ঘোষ নাম না করে উদয়ন গুহ-সহ তৃণমূলের একাংশ নেতার উদ্দেশ্য বলেন, "আমি যখন জেলা সভাপতি ছিলাম তখন পঞ্চায়েত থেকে জেলা পরিষদ, বিধানসভা ও সাংসদ নির্বাচনে তৃণমূল বিপুল ভোটে জয়ী হয়েছে । তবে কারও হাঁটু ভাঙার প্রয়োজন হয়নি ।"

আরও পড়ুন : 'দলের নয়, এটা পরেশের বিজয়া সম্মিলনী', প্রাক্তন মন্ত্রীকে কটাক্ষ তৃণমূলের যুব নেতার

রবীন্দ্রনাথ ঘোষের এই বক্তব্যের পর জেলা জুড়ে বিতর্ক শুরু হয় । এরপরই শনিবার রানিরহাটে তৃণমূলের বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান মঞ্চে উদয়ন গুহ বলেন,"আলাদা রাজ্য কেউ করতে চাইলে হাঁটু ভেঙে দেওয়ার কথা আগে বলেছিলাম । সেই কথাতেই অনড় আছি ।" এর সঙ্গে তাঁর সংযোজন, "যদি কেউ আমাদের গলায় পা দিয়ে দাঁড়াতে চান, তাঁর হাঁটু ভাঙার অধিকার আমাদের প্রত্যেকের আছে । যদি সেটা করতে না পারি তাহলে আমরা নপুংসক । তাহলে বুঝতে হবে বিজেপির সঙ্গে আমাদের একটা তলে তলে লাইন আছে ।"

বাংলা ভাগ ইস্যুতে ফের হাঁটুভাঙার হুঁশিয়ারি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের

উদয়ন গুহর এই বক্তব্যের পরই শুরু হয়েছে জল্পনা । রাজনৈতিক মহল মনে করছে, রবীন্দ্রনাথ ঘোষকে পালটা দিলেন উদয়ন গুহ । সভা শেষেও উদয়ন গুহ তাঁর দাবিতে অনড় থাকেন । তিনি বলেন, "যারা আলাদা রাজ্য করার চেষ্টা করবে তাদের হাঁটু ভেঙে দেওয়া হবে ।" যদিও রানিরহাটের সভায় রবীন্দ্রনাথ ঘোষ ছিলেন না । উদয়নের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে রবীন্দ্রনাথ ঘোষের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এই নিয়ে কিছু বলতে চাননি ।

আরও পড়ুন : উদয়ন গুহ ফ্লেক্স ছেঁড়ার অভিযোগ, দিনহাটায় ধিক্কার মিছিল তৃণমূলের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.