ETV Bharat / state

Udayan Guha Attacks Sukanta: 'লোকসভায় ইস্তফা দিয়ে দিনহাটা থেকে আমার বিরুদ্ধে লড়ে দেখান', সুকান্তকে চ্যালেঞ্জ উদয়ন গুহর - সুকান্তকে চ্যালেঞ্জ উদয়ন গুহর

সুকান্ত মজুমদারের কটাক্ষের পালটা হিসেবে তাঁকে ভোটে লড়ার চ্যালেঞ্জ জানালেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha on Sukanta)৷

ETV Bharat
সুকান্ত মজুমদারকে চ্যালেঞ্জ উদয়ন গুহর
author img

By

Published : Feb 28, 2023, 10:46 PM IST

সুকান্ত মজুমদারকে চ্যালেঞ্জ উদয়ন গুহর

কোচবিহার, 28 ফেব্রুয়ারি: কোচবিহারের দিনহাটায় এসে মঙ্গলবার এলাকার বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে আক্রমণ করেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার ৷ তিনি কটাক্ষ করেছিলেন, উদয়ন গুহর পক্ষে জনসমর্থন নেই ৷ এর পালটা সুকান্তকে চ্যালেঞ্জ ছুড়লেন উদয়ন ৷ লোকসভায় ইস্তফা দিয়ে সুকান্তকে তাঁর বিরুদ্ধে দিনহাটায় লড়তে আহ্বান জানিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী (Udayan Guha) ৷

উদয়ন গুহ বলেন, "আমি আমার বিধানসভা কেন্দ্রে পদত্যাগ করছি । উনি উনার লোকসভা কেন্দ্র থেকে পদত্যাগ করে দিনহাটা বিধানসভা নির্বাচনে আমার বিরুদ্ধে লড়াইতে নামুক । আমি যদি নির্বাচনে হেরে যাই তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব ।"

উদয়ন গুহকে এদিন শুধরে যাওয়ারও পরামর্শ দেন রাজ্য বিজেপি সভাপতি ৷ এর জবাবে তৃণমূল নেতার মন্তব্য, উনি তো পন্ডিতমশাই । উনি প্রাইমারি স্কুলের হেডমাস্টার । শেখাবেন কী ভাবে শুধরে যেতে হবে ! আপনি আচরি ধর্ম পরকে শেখাও । আগে নিজে শোধরাক । পরে অন্যকে যেন শেখাতে আসে ।

শনিবার দিনহাটার আক্রমণ চালান হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী উদয়ন গুহর কনভয়ে ৷ ভাঙে তাঁর গাড়ির কাঁচ ৷ ঘটনায় অভিযোগ উঠে তৃণমূলের বিরুদ্ধে ৷ এই প্রসঙ্গ টেনে এদিন দিনহাটায় দাঁড়িয়ে নিউটনের তৃতীয় সূত্রের কথা মনে করিয়ে দেন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) ৷ বলেন, "প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে ৷ সময় আসলে ওনাকে তা আমরা মনে করিয়ে দেব ৷"

আরও পড়ুন: প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে, তৃণমূলকে হুঁশিয়ারি সুকান্তর

এই প্রসঙ্গে উদয়ন গুহর জবাব, 25 তারিখ (শনিবার) দুপুরে যে ঘটনা ঘটেছে তারই প্রতিক্রিয়া হিসেবে ওইদিন সন্ধ্যায় কিছু ঘটনা ঘটেছে । সেটাই নিউটনের তৃতীয় সূত্র ৷ উচিত হয়নি, কিন্তু এড়িয়ে যাওয়া যায় না ৷ ওদিন সন্ধ্যের পর দিনহাটার বেশকিছু বিজেপি কর্মী-সমর্থকের বাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ ৷ এই ঘটনাকেই পালটা প্রতিক্রিয়া বলে ব্যাখা করেছেন উদয়ন ৷ তাঁর দাবি, শনিবার প্রথমে তৃণমূলই আক্রান্ত হয়েছিল ৷ সুকান্ত মজুমদারকে দিনহাটায় না-এসে বালুরঘাটে যাওয়ারও পরামর্শ দেন তিনি ৷

সুকান্ত মজুমদারকে চ্যালেঞ্জ উদয়ন গুহর

কোচবিহার, 28 ফেব্রুয়ারি: কোচবিহারের দিনহাটায় এসে মঙ্গলবার এলাকার বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে আক্রমণ করেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার ৷ তিনি কটাক্ষ করেছিলেন, উদয়ন গুহর পক্ষে জনসমর্থন নেই ৷ এর পালটা সুকান্তকে চ্যালেঞ্জ ছুড়লেন উদয়ন ৷ লোকসভায় ইস্তফা দিয়ে সুকান্তকে তাঁর বিরুদ্ধে দিনহাটায় লড়তে আহ্বান জানিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী (Udayan Guha) ৷

উদয়ন গুহ বলেন, "আমি আমার বিধানসভা কেন্দ্রে পদত্যাগ করছি । উনি উনার লোকসভা কেন্দ্র থেকে পদত্যাগ করে দিনহাটা বিধানসভা নির্বাচনে আমার বিরুদ্ধে লড়াইতে নামুক । আমি যদি নির্বাচনে হেরে যাই তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব ।"

উদয়ন গুহকে এদিন শুধরে যাওয়ারও পরামর্শ দেন রাজ্য বিজেপি সভাপতি ৷ এর জবাবে তৃণমূল নেতার মন্তব্য, উনি তো পন্ডিতমশাই । উনি প্রাইমারি স্কুলের হেডমাস্টার । শেখাবেন কী ভাবে শুধরে যেতে হবে ! আপনি আচরি ধর্ম পরকে শেখাও । আগে নিজে শোধরাক । পরে অন্যকে যেন শেখাতে আসে ।

শনিবার দিনহাটার আক্রমণ চালান হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী উদয়ন গুহর কনভয়ে ৷ ভাঙে তাঁর গাড়ির কাঁচ ৷ ঘটনায় অভিযোগ উঠে তৃণমূলের বিরুদ্ধে ৷ এই প্রসঙ্গ টেনে এদিন দিনহাটায় দাঁড়িয়ে নিউটনের তৃতীয় সূত্রের কথা মনে করিয়ে দেন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) ৷ বলেন, "প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে ৷ সময় আসলে ওনাকে তা আমরা মনে করিয়ে দেব ৷"

আরও পড়ুন: প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে, তৃণমূলকে হুঁশিয়ারি সুকান্তর

এই প্রসঙ্গে উদয়ন গুহর জবাব, 25 তারিখ (শনিবার) দুপুরে যে ঘটনা ঘটেছে তারই প্রতিক্রিয়া হিসেবে ওইদিন সন্ধ্যায় কিছু ঘটনা ঘটেছে । সেটাই নিউটনের তৃতীয় সূত্র ৷ উচিত হয়নি, কিন্তু এড়িয়ে যাওয়া যায় না ৷ ওদিন সন্ধ্যের পর দিনহাটার বেশকিছু বিজেপি কর্মী-সমর্থকের বাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ ৷ এই ঘটনাকেই পালটা প্রতিক্রিয়া বলে ব্যাখা করেছেন উদয়ন ৷ তাঁর দাবি, শনিবার প্রথমে তৃণমূলই আক্রান্ত হয়েছিল ৷ সুকান্ত মজুমদারকে দিনহাটায় না-এসে বালুরঘাটে যাওয়ারও পরামর্শ দেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.