কোচবিহার, 13 জানুয়ারি: কেএলও-র প্রেস বিজ্ঞপ্তি প্রসঙ্গে বিজেপিকে কটাক্ষ করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ (KLO Chief Jiban Singh)। বৃহস্পতিবার এই মর্মে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন ৷ তাতে তিনি লেখেন,"অনন্ত দিয়ে হল না । উত্তরবঙ্গের মানুষের জীবন কালি করতে বিজেপি এবার 'জীবন' নিয়ে আসছে । এই প্রসঙ্গেই উদয়ন বাবু বলেন, "এতদিন অনন্ত মহারাজকে নিয়ে টানাটানি করছিল । যখন দেখছে আর লাভ নেই ৷ তাই এখন জীবন সিংহকে নিয়ে টানছে ৷ এসব করে লাভ হবেনা ।" উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর এই পোস্ট ঘিরে শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে (Udayan Guha Critic on KLO Chief Jiban Singh) ।
দীর্ঘদিন ধরে পৃথক কোচবিহার রাজ্যের দাবিতে আন্দোলন করে আসছে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন-সহ বিভিন্ন সংগঠন । পাশাপাশি জীবন সিংহের নেতৃত্বে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন চালিয়ে আসছে কেএলও । সম্প্রতি গ্রেটার নেতা অনন্ত মহারাজ এবং কেএলও চিফ জীবন সিংহ দাবি করে আসছেন খুব শীঘ্রই উত্তরবঙ্গকে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করতে চলেছে কেন্দ্র সরকার । এসবের মধ্যেই বৃহস্পতিবার কেএলও এর তরফে প্রেস বিঞ্জপ্তি জারি করা হয়েছে ।
আরও পড়ুন: 'মমতা দিদি গরিব মানুষের শত্রু, জনগণের শত্রু', গোপন ডেরা থেকে আক্রমণ জীবনের
সেই প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, বাংলা থেকে আলাদা হয়ে পৃথক রাজ্য কোচ-কামতাপুর গঠন নিয়ে কেন্দ্রের সঙ্গে আলোচনা চলছিল কেএলওর (KLO Chief Jiban Singh) । তাতেই মধ্যস্থতা করেছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ৷ দ্বিপাক্ষিক সেই আলোচনা একেবারে শেষপর্যায়ে পৌঁছে গিয়েছে বলে দাবি জীবন সিংহের । মুখোমুখি সেই আলোচনায় যোগ দিতে শীঘ্রই ভারতে আসছেন তাঁরা । প্রেস বিজ্ঞপ্তিতেই কোচ-কামতাপুর পৃথক রাজ্যের দাবিতে আন্দোলকারীদের শুভেচ্ছা জানিয়েছেন জীবন সিংহ ৷ এই বিবৃতিকে হাতিয়াপর করেই বিজেপিকে বিঁধলেন উদয়ন ।
আরও পড়ুন: KLO Jiban Singha: ভিডিয়ো বার্তায় মমতাকে হুঁশিয়ারি কেএলও সুপ্রিমো জীবন সিংহের