কোচবিহার, 19 নভেম্বর : হুমকি ফোন পেলেন দিনহাটার বিধায়ক উদয়ন গুহ ৷ জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত সাড়ে দশটা নাগাদ একটি প্রাইভেট নম্বর থেকে ফোন করে হুমকি দেওয়া হয় উদয়নবাবুকে ৷ প্রথমে ইংরেজিতে ও পরে হিন্দিতে কথা বলে তাঁকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।
এই প্রসঙ্গে উদয়ন গুহ বলেন, "কারা হুমকি দিয়েছে জানি না। একটি প্রাইভেট নম্বর থেকে ফোন করে হুমকি দেওয়া হয়। গোটা বিষয়টি সাইবারক্রাইমে জানানো হয়েছে।" সম্প্রতি, বিএসএফ-এর এক্তিয়ার বৃদ্ধি সরব হয়েছেন উদয়ন গুহ ৷ বিএসএফের হয়ে কথা বলার জন্য বিধানসভায় দাঁড়িয়ে বিজেপি বিধায়ক মিহির গোস্বামীর পা ভেঙে দেওয়ার হুমকি দেন তিনি ৷ যা নিয়ে বিতর্ক বেঁধেছে রাজ্য রাজনীতিতে ৷
আরও পড়ুন : Anubrata Mandal : সামনে ভোট, তাই ভয়ে কৃষি আইন প্রত্যাহার : অনুব্রত
এই ঘটনার সঙ্গে উদয়ন গুহকে এই হুমকি দেওয়ার কোনও মিল আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ ৷