দিনহাটা, 15 নভেম্বর: "আইন সবার জন্য সমান । কেউ যদি মনে করেন মন্ত্রী হয়ে আমি আদালতে হাজিরা দেব না । কিংবা আমার হয়ে কেউ আদালতে যাবে না সেটা হতে পারে না ৷" কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে জারি হওয়া গ্রেফতারি পরোয়ানা প্রসঙ্গে এই মন্তব্য করলেন তৃণমূল নেতা তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha reaction on Nisith Pramanik) ৷
মঙ্গলবার উদয়ন গুহ বলেন, "আমরা প্রথম থেকেই বলে এসেছি, আমরা তো জানতাম যে ও সোনার দোকানে ডাকাতির মামলায় যুক্ত এটা অনেকেই হয়তো বিশ্বাস করতেন না ৷ কিন্তু পরপর কয়েকটি ঘটনার মধ্যে দিয়ে প্রমাণ হল, আমাদের কথা সত্যি । আর আমাদের দুর্ভাগ্য যে এই ধরনের ঘটনা সঙ্গে যে যুক্ত ছিল, আজ সে আমাদের দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ।"
আরও পড়ুন: নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি আলিপুরদুয়ার আদালতের
কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে এদিনই গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আলিপুরদুয়ার আদালত । আলিপুরদুয়ার জুডিশিয়াল থার্ড কোর্ট এই গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ( arrest warrant issued against Nisith Pramanik) ৷ 2009 সালে দু'টি সোনার দোকানে চুরির ঘটনায় এই গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বিরুদ্ধে (Union Minister Nisith Pramanik) ৷