ETV Bharat / state

দিনহাটা পৌরসভার প্রশাসক পদে ফিরলেন উদয়ন গুহ

author img

By

Published : May 19, 2021, 10:12 PM IST

বিধানসভা নির্বাচন মিটতেই ফের একবার দিনহাটা পৌরসভার প্রশাসক পদে ফিরলেন উদয়ন গুহ ৷ পুর ও নগরোন্নয়ন দফতরের তরফে আজ এমনই নির্দেশিকা পাঠানো হয়েছে দিনহাটা পৌরসভায় ৷

Udayan Guha has return to the post of administrator of Dinhata municipality
দিনহাটা পৌরসভার প্রশাসক পদে ফিরলেন উদয়ন গুহ

দিনহাটা, 19 মে : দিনহাটা পৌরসভার প্রশাসক পদে ফেরানো হল উদয়ন গুহকে । বুধবার পুর ও নগরোন্নয়ন দফতরের তরফে সেই নির্দেশিকা পৌঁছেছে দিনহাটা পৌরসভায় ৷ যদিও উদয়ন গুহ বর্তমানে কলকাতায় রয়েছেন। কাজেই কবে তিনি দায়িত্বভার গ্রহণ করবেন, তা নিয়ে এখনও কিছু জানা যায়নি । দিনহাটা পৌরসভার এক্সিকিউটিভ অফিসার অলোক সেন জানিয়েছেন, আজ চিঠি এসে পৌঁছেছে। উদয়ন গুহ কলকাতায় আছেন । উনি ফিরলে পরবর্তী প্রক্রিয়া শুরু হবে ।

2015 সালে বিধায়ক থাকাকালীন উদয়ন গুহের নেতৃত্বে দিনহাটা পৌরসভা দখল করে বামফ্রন্ট ৷ পরবর্তী সময়ে তিনি অধিকাংশ বাম কাউন্সিলদের নিয়ে তৃণমূলে যোগ দেন ৷ ফলে সংখ্যাগরিষ্ঠতার বিচারে দিনহাটা পৌরসভা তৃণমূলের দখলে চলে আসে । এর পর 2020 সালে করোনার কারণে পৌরসভা নির্বাচন পিছিয়ে যায় । সেই সময় উদয়ন গুহকে প্রশাসক পদে বসানো হয় । চলতি বছরে বিধানসভা নির্বাচনে দাঁড়ানোয় প্রশাসক পদ থেকে ইস্তফা দেন উদয়ন গুহ । তবে, নির্বাচনে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের কাছে 57 ভোটে পরাজিত হন তিনি ।

আরও পড়ুন : আহত উদয়নকে হাসপাতালে দেখতে এলেন রবি-পার্থ

ভোটের ফল বেরনোর পর দিনহাটা শহরের পাওয়ার হাউস মোড়ে তাঁর উপর বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে হামলার অভিযোগ ওঠে ৷ সেই ঘটনায় তিনি গুরুতর জখম হন ৷ তারপর তাঁকে উন্নত চিকিৎসার জন্য কলকাতায় নিয়ে আসা হয় । বর্তমানে তিনি কলকাতার বাড়িতে রয়েছেন । এরই মধ্যে বুধবার উদয়ন গুহকে দিনহাটা পৌরসভার প্রশাসক পদে পুনর্বহাল করা হয়েছে ৷

দিনহাটা, 19 মে : দিনহাটা পৌরসভার প্রশাসক পদে ফেরানো হল উদয়ন গুহকে । বুধবার পুর ও নগরোন্নয়ন দফতরের তরফে সেই নির্দেশিকা পৌঁছেছে দিনহাটা পৌরসভায় ৷ যদিও উদয়ন গুহ বর্তমানে কলকাতায় রয়েছেন। কাজেই কবে তিনি দায়িত্বভার গ্রহণ করবেন, তা নিয়ে এখনও কিছু জানা যায়নি । দিনহাটা পৌরসভার এক্সিকিউটিভ অফিসার অলোক সেন জানিয়েছেন, আজ চিঠি এসে পৌঁছেছে। উদয়ন গুহ কলকাতায় আছেন । উনি ফিরলে পরবর্তী প্রক্রিয়া শুরু হবে ।

2015 সালে বিধায়ক থাকাকালীন উদয়ন গুহের নেতৃত্বে দিনহাটা পৌরসভা দখল করে বামফ্রন্ট ৷ পরবর্তী সময়ে তিনি অধিকাংশ বাম কাউন্সিলদের নিয়ে তৃণমূলে যোগ দেন ৷ ফলে সংখ্যাগরিষ্ঠতার বিচারে দিনহাটা পৌরসভা তৃণমূলের দখলে চলে আসে । এর পর 2020 সালে করোনার কারণে পৌরসভা নির্বাচন পিছিয়ে যায় । সেই সময় উদয়ন গুহকে প্রশাসক পদে বসানো হয় । চলতি বছরে বিধানসভা নির্বাচনে দাঁড়ানোয় প্রশাসক পদ থেকে ইস্তফা দেন উদয়ন গুহ । তবে, নির্বাচনে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের কাছে 57 ভোটে পরাজিত হন তিনি ।

আরও পড়ুন : আহত উদয়নকে হাসপাতালে দেখতে এলেন রবি-পার্থ

ভোটের ফল বেরনোর পর দিনহাটা শহরের পাওয়ার হাউস মোড়ে তাঁর উপর বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে হামলার অভিযোগ ওঠে ৷ সেই ঘটনায় তিনি গুরুতর জখম হন ৷ তারপর তাঁকে উন্নত চিকিৎসার জন্য কলকাতায় নিয়ে আসা হয় । বর্তমানে তিনি কলকাতার বাড়িতে রয়েছেন । এরই মধ্যে বুধবার উদয়ন গুহকে দিনহাটা পৌরসভার প্রশাসক পদে পুনর্বহাল করা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.