দিনহাটা, 29 অগস্ট: ফের বিস্ফোরক উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha) । রবিবার রাতে দিনহাটার (Dinhata) সাহেবগঞ্জে এক সভায় বক্তব্য রাখতে গিয়ে বাংলা ভাগ ইস্যুতে (Bengal partition issue) বিজেপির উদ্দেশে তোপ দাগলেন তিনি ।
এদিন উদয়ন বলেন, "বিজেপি চক্রান্ত করছে বাংলা ভাগের । অভিষেকের গলার সুরে সুর মিলিয়ে বলি, রক্ত দিয়ে বাংলা ভাগ রুখব । বিজেপি (BJP) নেতাদের বলি, বাংলা ভাগ রুখতে শুধু আমার রক্ত ঝড়বে না, তোমাদের শরীরের রক্তও ঝড়বে । দুজনেরই রক্ত ঝড়বে ।"
এরপরই কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের (Nisith Pramanik) নাম না করে তাঁকে আক্রমন করেন তিনি ৷ উদয়ন বলেন, "ডাকাতির মামলার আসামি বলছেন উত্তরবঙ্গ কি কারও পৈতৃক সম্পত্তি? তিনি আমাদের দলের নেতা অভিষেককে কটাক্ষ করেই তিনি এ কথা বলছেন । আপনিও শুনে রাখুন কোচবিহার বা উত্তরবঙ্গ আপনারও পৈতৃক সম্পত্তি নয় । উলটে আপনি কোথায় জন্মেছেন, কোথা থেকে এসেছেন, কোথা থেকে পড়াশোনা করছেন, তা নিয়েই প্রশ্ন রয়েছে । মাধ্যমিক পাসের পরই যে গ্রাজুয়েট হওয়া যায়, তা আমি কখনও শুনিনি । কেন্দ্রীয় মন্ত্রীর কাছেই প্রথমবার শুনলাম ।"
আরও পড়ুন: ইডি, সিবিআই আমাকেও জেলে ঢোকাতে পারে, উদয়নের মন্তব্যে শোরগোল
সভায় আসা সমর্থকদের প্রতি তাঁর বার্তা,"কোন তৃণমূলের নেতা কর্মী যদি ছেলের চাকরি দেব বলে আপনার কাছে টাকা দাবি করে, ঘর দেব বলে আপনার কাছে টাকা দাবি করে, কিংবা ঠিকাদারি লাইসেন্স দেব বলে আপনার কাছে টাকা দাবি করে, তাহলে ওই নেতার নামে পুলিশের কাছে সরাসরি অভিযোগ দায়ের করুন । কারণ ওইসব দুর্নীতিবাজ নেতাদের দলে কোনও ঠাঁই হবে না ।" আর উদয়ন গুহের এই মন্তব্যকে ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে দলের অন্দরে ।